বাংলা নতুন ছবিগুলোর গান শোনা হয় না তেমন। শওকত আলি ইমন ,টুটুল সুর করছে জানলে মনে হয় ভালো কিছুশুনবো। অবশেষে হিন্দি গানের সুর। বাদল খন্দকারের বিদ্রোহী পদ্মার সংগীত পরিচালকের নাম জানি না তাই বেনামেই তাকে ধন্যবাদ । অন্তত তিনটা গান-আমি তিনটাই শুনছি- হিন্দি গানের নকল না তবে বাংলা গানের নকল হতে পারে। আর সামিয়া জামানের রানি কুঠির ইতিহাস-- গান হিন্দি গানের নকল তবে আমি যে গানটা দেখেছি ওটা যেন বাংলাদেশের কোন জায়গা হয়। এমন সুন্দর জায়গা । যারা বাংলাদেশের নেতিবাচক খবর পড়ে পড়ে বিষন্ন তারা একবার সে গান দেখলে আবার দেশকে ভালোবাসবেন।
কেউ যদি জানেন লোকেশনটা বাংলাদেশের কোথায় তাহলে তার ঢাকা থেকে ওখানে যাওয়া আসা আর 2 রাত থাকা ফ্রি। অবশ্য আমাদের সাথে যাওয়ার জন্যে অপেক্ষা করতে হবে কিছুদিন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন