ডঃ ফাহিম এবং দুরবীন

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: শুক্র, ২০/০১/২০০৬ - ৩:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ করেই চোখে পরলো। কোন গায়ককে আগে নামের আগে ডঃ ব্যবহার করতে দেখি নি। কিসের ডঃ তা নির্দিষ্ট করেন নি। তবে গান ঝাক্কাস। আমার ব্যাক্তিগত পছন্দের একটা গানের কথা এরকম

ডালে শুধু বাদুর ঝোলে হাতি যেমন ঝুলে না
কোলের শিশু ছাড়া কোলে বয়স্ক কেউ দুলে না
তুমি ছাড়া তেমনি এ মন দুঃখ ব্যাথা ভুলে না--

আরও অনেক আশ্চর্য গান আছে। ফ্রি ডাউনলোড করতে চাইলে সি ও ও এল টি ও এ ডি সাইট এ গিয়ে বাংলা গান এ ফাহিম লিখে খুজতে দিলে বান্দার 20টি গান আসবে। মজার গান আরেকটা হলো

চানি্ন রাইতে গাছের পাতা ফিসফিসাইয়া কয়
বোকা লোকে স্বপ্ন দেখে দিন তো কারও নয়--

আমার গোপন ইচ্ছা হলো এই গানগুলোর গীতিকার কে ? তার দেখা পেলে পদধুলি নিয়ে জীবন ধন্য করতাম। আপনারা কেউ চিনলে খবর দিয়েন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।