ভাষা আন্দোলনের মৃত দের প্রতি সম্মান প্রদর্শন

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: বিষ্যুদ, ০৯/০২/২০০৬ - ১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:


ওয়ালি ভাইয়ের লেখা পড়লাম, ভাষা আন্দোলনে নিহত ব্যাক্তিদের কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে এ বিষয়ে।
আমার আপত্তির কারন বস্তুতঃ 2টা।

প্রথমত ঃ ভাষা আন্দোলনের সম্পুর্ন মঞ্চ জুড়ে আছে বাঙ্গালি সংস্কৃতির জন্য ক্রমাগত সংগ্রাম। সংঘাত ,বিদ্্রোহ, প্রতিবাদ বাঙ্গালি সংস্কৃতিকে রক্ষার। এবং এর চালিকাশক্তি ধর্মপরিচয়বিহীন সেসব মানুষেরা যারা নিজের ভাষার জন্য লড়েছে, তারা ধর্ম নিরপেক্ষ একটা আন্দোলন করেছে, এবং এই আন্দোলনে নিহত ব্যাক্তিদের কিভাবে সম্মান দেখাতে হবে তার রুপরেখা দিচ্ছে একজন মানুষ যার পরিচয় সে ধর্মভিত্তিক রাজনীতি করে, যার কাছে বাঙ্গালি সংস্কৃতির চেয়ে প্রিয় মরুভুমির বাতাস, বাংলাদেশি এবং বাঙ্গালি পরিচয় নিয়ে এখনও দ্্বিধার মধ্যে থাকা একজন এই আন্দোলনের মর্মার্থ বুঝে নি, আন্দোলনের মুল লক্ষ্য যারা বাংলায় কথা বলে তাদের বাংলায় কথা বলার অধিকার রক্ষা নয়, লক্ষ্য ছিলো এখানের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা, একুশে ফেব্রুয়ারি জাতিগত পরিচয় অক্ষুন্ন রাখার লড়াই, আমরা জাতিগত পরিচয়ে বাঙ্গালি কিন্তু আমাদের রাষ্ট্রিয় পরিচয় আমরা বাংলাদেশি।

2য় কারনটা বিভ্রান্তি ছড়ানো। যে যার আমলনামা নিয়ে কেয়ামতের ময়দানে দাড়াবে, তাদের কৃতকর্মের জবাবদিহি করবে, আর এখানেই যে স্পষ্ট বিষয়টা আছে, তা হলো মৃতের রুহের মাগফেরাত কামনা করে তার অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারবে না জীবিত মানুষ, তাকে স্মরন করার কারন থাকতে পারে কিন্তু তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মেহফিল, এটা নিষিদ্ধ, যদি মিলাদ করতে হয় তাহলে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য এবং সংক্ষিপ্ত হতে হবে, একজন বিজ্ঞ ইসলামি চিন্তাবিদ হিসেবে তার এ কথাটুকু জানা থাকার প্রয়োজন ছিলো।

এবং সম্পুরক হিসেবে আমি বুঝি না, নিরবতার মাধ্যমে কেনো ,যদি মাগফেরাত কামনাও করতে হয়, মাগফেরাত কামনা করা যাবে না? ইশ্বর তো বধির নয়, তিনি মানুষের অন্তরের লুকানো কথাও জানেন, যারা মাগফেরাত কামনা করছে তারা মনে মনে কামনা করলেও তিনি শুনতে পাবেন, আর নিরবতা পালনের সৈন্দর্য্য ভুলে যাবেন না, এটা সম্মানের আলাদা একটা ধাচ, যাই হোক আপনি নিরব থেকে মেন মনে মাগফেরাত কামনা করেন কেউ আপনাকে বাধা দিবে না, কিছু কিছু জিনিষের মাহত্বে মানুষ বোবা হয়ে যায়, নিরবতা পালন করে সে রকম একটা মহত্বের স্বাদ যদি কেউ পেতে চায় তা নিয়ে দিকনির্দেশনার কি আছে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।