চট্রগ্রামের পরিচয়ের সাথে ধর্মিয় উগ্রতা একাকার হয়ে যাচ্ছে, আমরা সামপ্রদায়িক সমপ্রিতির কথা বলে বলে গলা ফাটাচ্ছি আর সেখানকার এক স্কুলে ধর্ম বিভাজন চলছে, এমন জঘন্য চর্চা বন্ধ হওয়া দরকার, এমনিতেই অনেক বেশি অপোগন্ড তৈরি হয়েছে কোনো রকম সহযোগিতা ছাড়াই, এখন যদি সহযোগিতা করা হয় এ হার বাড়বে,
আমি বেশ অনেক দিন ধরে প্রশ্নটা করবো করবো ভাবছি,
ঢাকার আইডিয়াল স্কুলের নির্দিষ্ট পোশাক আছে, কিন্তু সে পোশাকের উপরে একটা টুপি বাধ্যতামুলক কেনো?
টুপি পড়ার বিষয়ে সবার নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু এর একটা ধর্মিয় দিকও আছে, সে কথা বিবেচনা করে হলেও টুপি নিষিদ্ধ করা উচিত।
আমি জানি না আইডিয়ালে কোনো ভিন্ন ধর্মের ছাত্র আছে কি না, যদি থাকে তারা এ নিয়মটাকে কি ভাবে দেখছে? ফ্রান্সে, ইংল্যান্ডে মুসলিম মেয়েরা মাথায় স্কার্ফ পড়ার দাবিতে আদালতে গেলো, এখন যদি কোনো ভিন্ন ধর্মের ছাত্র টুপি না পড়ার দাবি নিয়ে আদালতে যায় তখন কি হবে?
মন্তব্য
নতুন মন্তব্য করুন