ব্লগের বিষয়ে সবাই কিছু না কিছু বলেছে, তবে ব্লগের ধারনার শক্তিশালি দিক হলো এর গম্যতা। অনেক খবর, অনাচার সংবাদপত্রের পাতা পর্যন্ত পৌছাতে পারে না, ব্লগ যেহেতু সাধারন মানুষের নিজের সাংবাদিক হয়ে ওঠার একটা সুযোগ, সেখানে অনেক অনু সাংবাদিক গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে। কি লিখবো কেমন ভাবে লিখবো এসব নিয়ে না ভেবে লিখে যাওয়াটাই ভালো।
নিজের অনুভব প্রকাশ করতে লজ্জা পাওয়ার কি আছে? যা মনকে দোলা দেয়, যা সবাইকে জানানোর তাগিদ অনুভুত হয়, লিখে ফেলান।
সবাই পড়বে এমন লজ্জা না রেখে লিখেন, নিজের ভালো লাগা বড় কথা, কে কি ভাবলো এটা ভেবে হাত গুটিয়ে বসে থাকার মানে নেই।
যেমন আমি এখন লিখবো, আগে থেকে রাস্তা পরিস্কার করা আর কি।
বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মেটাল বলে একটা নতুন সংগীত ধারার উদ্ভব হয়েছে, আমি না শোনার চেষ্টা করি, তবে একেবারে পরিত্যাজ্য জ্ঞান করি না। বেশীর ভাগ সময় জিনিষটা কোথাও দাড়ায় না। অর্থহীন চিৎকারের সম্মিলিত ব্যার্থতা হয়।
আমি নিজে পছন্দ করি এমন একটা ব্যান্ড অর্থহীন। তাদের সব সুর মৌলিক এমন না, তবে নতুনত্ব আছে, ওয়ার ফেইজ, রকস্টার্টা, ইন ঢাকা, অনেক অনেক মেটাল ব্যান্ড হার্ড রক ব্যান্ড এসেছে, এসব ব্যান্ডের সবগুলোই অখাদ্য না, কিছু কিছু ভালো গানও আছে।
নতুন একদল ছেলে এসেছে যারা খুব পরিচিত নয়, যাত্রি বলে একটা গানের দল আছে যার প্রধান পুরুষ তপু নামের এক ছেলে, সেই ছেলের 4টা গান শুনে আমি তার মহা ভক্ত এখন।
জাতিস্মর বলে একটা গানের দল আছে কানাডার, সবাই সেখানের ছাত্র, তাদের 4টা গান শুনলাম, সম্ভবত অমিত নামের এক ছেলে আছে , সে অদ্ভুত 2টা সুর করেছে,
এর পরের তালিকায় আসবে "আজব" ওদের 3টা গান শুনেছি, তবে একটা গানই ভালো, আদরের মানুষ। এসব সল্প পরিচিত সুরকার গীতিকার সংগীতকার আসবে , ভবিষ্যতে বাংলা গানের ধারায় বলিষ্ঠ ভুমিকা রাখবে, দেশের ভেতরে গোপনে গোপনে অনেক সৃষ্টিশীল মানুষ তৈরি হচ্ছে, এরা আমাদের আশা নিরাশা হতাশা সুর করবে,
দেশের বাইরে কিছু বঙালি অপরিচিত সুরকার সুর সাধনা করছেন, সবার স্বপ্ন দেশের সংগীত বদলে ফেলবেন, আশা করি তারা সফল হোক।
মন্তব্য
নতুন মন্তব্য করুন