অমি রহমান পিয়াল......................
আপনার অসংখ্য ধন্যবাদ পাওনা রইলো।
আপনি আপনার সংগ্রহ থেকে যা দিলেন তা আমাদের অনেকের কাছেই সম্পদের মতো।
আমার নিজের মনে হয় এসব পেপারকাটিং সংগ্রহ করে রাখ উচিত বাংলাদেশের স্বার্থে। কিন্তু বাংলাদেশের সরকার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই আমরা যারা যুদ্ধ পরবর্তি প্রজন্ম তারা ইতিহাসহীনতার অন্ধকারে ঘুরপাক খাচ্ছি।
আমার নিজের আগ্রহ ছিলো 50 থেকে 53 পর্যন্ত প্রকাশিত ভাষা আন্দোলনের বিভিন্ন সংবাদের সংকলন । কিন্তু সরকার তেমন উদ্যোগ নিলো না। এখন শুনছি সে সময়ের জাতিয় দৈনিকের অনেক কপি বিলুপ্ত। আমরা আসলেই অদ্ভুত জাতি।
যেমন 71 এর পেপার কাটিং দরকার তেমনই আমাদের দরকার 72 থেকে 79 পর্যন্ত প্রকাশিত পেপারের বিভিন্ন সংবাদ। বাংলাদেশের দৈনিক জীবনের পরিবর্তন এবং বাংলাদেশের কক্ষচু্যতির ইতিহাস আমাদের নিজের তাগিদেই জানতে হবে।
আমাদের তথাকথিত বুদ্ধিজীবিরা আশ্চর্য রকমের নিরব, তারা এসব নিয়ে কথা বলতে চান না, এখনও স্বাধীনতার ঘোষক বিতর্কে নিজেদের জড়ইয়ে রেখেছেন। কবে এ বিতর্ক মিটবে কবে আমরা সামনে আগাবো একটু।
মন্তব্য
নতুন মন্তব্য করুন