ধানসিঁড়ি ভাই ভাষাকে গ্রহন করতে হয় যেমন তেমন নিজেকেও বদলে ফেলতে হয়,অন্য ভাষার শব্দ গ্রহনে আমার তেমন আপত্তি নেই, তবে এ সুযোগে যদি নিজের ভাষায় নতুন কিছু শব্দ যোগ হয় ক্ষতি কি? গতিশীলতা মানে শুধু অন্যের চাপে পড়ে স্থান বদল হবে কেনো? নিজের আগ্রহে অবস্থান পরিবর্তনও গতিশীলতা হতে পারে। বাংলাভাষি লোকজনের সংখ্যা 30 কোটির মতো, তারা সবাই নতুন নতুন ভাবে বাংলাকে দেখছে,
আমার এক বন্ধু ছিলো তাকে বললাম গৃহহীন এর একটা সুন্দর প্রতিশব্দ আছে, অনিকেত। তার উত্তর ছিলো এমন সুন্দর একটা উপাধি পাওয়ার জন্য বাড়ীঘর হারাতে সমস্যা নেই কোনো।
আর বাংলার বিজ্ঞা পরিভাষা আসলেও অনেক পিছিয়ে, মাইক্রোসফটের বাংলা ইন্টারফেস এর পিছনে কাজ করেছে পশ্চিম বঙ্গের লোকজন। ওদের বিজ্ঞান পরিভাষা আমরা গ্রহন করি নি বিধায় আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু বর্জনের ধারায় আমরা যদি বাংলাকেই বর্জনের তলিকায় রাখি তাহলে কিভাবে হবে?
বাংলা ভাষায় বিজ্ঞানের বই নেই, অধ্যাপক হারুন উর রাশিদ বাংলা একাডেমির সাথে শযোগিতার মাধ্যমে কিছু বিজ্ঞান পাঠ্যপুস্তক লিখেছিলেন, তার ভাষা এমন দুরহ ছইলো যে ওটা পড়তে আবার ইংরেজি বইয়ের শায়তা লাগতো, কারনটা হলো আমরা কখনই বাংলায় বিজ্ঞানের প্রামান্য উপভাষাগুেলা ব্যবহার করি নি।
একই অবস্থা জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকের , সেখানেও বাংলা পরিভাষার সাথে সহায়ক হিসেবে ইংরেজি শব্দ দেওয়া আছে, এতে সামান্য কাজ হয় তবে দুরহ বিধায় ইংরেজিতেই লোকজন মনে রাখে বাংলা পরিভাষার মূল লক্ষ্য পুরণ হয় না।
এখানে অনেকেই এ প্রচেষ্টা থেকে কিংবা নিজেদের তাগিদে কিছু বাংলা প্রতিশব্দ খুজতে চাইছে, এটাতে সহায়তা করুন। আপনার মতামত জানান, সেখানে নির্ঘন্ট দেওয়া আছে, বিভিন্ন জন তাদের নিজস্ব অনুবাদে বাংলা দিয়ে যাচ্ছে, আপনি সেখানে নতুন শব্দ দিয়ে যান বা, আপনার কোনো শব্দ পছন্দ না হলে সেটাও জানান কেনো শব্দটা আপনার মনঃপুত হলো না, এমন ভাবে সহযোগিতা করলে হয়তো আমাদের এি ছোটো প্রচেষ্টা সফল হবে।
ধানসিঁড়ি ভাই টেবিল এর খুব সুন্দর একটা বাংলা আছে, আপনি চৌপায়া ব্যাবহার করতে পারেন তবে টেবিলের সঠিক বাংলাটা আপনাকে বলতে পারছই না কারন, বাংলা- বাংলা অভিধান এখন আমার সাথে নেই,
বাংলা একাডেমি এই একটা কাজের কাজ করেছে, ঢাউশ একটা বাংলা বাংলা অভিধান ছেড়েছে, যদিও ওটার কাটতি কেমন এ নিয়ে আমার সন্দেহ অনেক।
এবং বাংলাভাষাকে পরিবর্ধন করার পোষ্ট দিয়েছে হিমু ভাই এবং মুখফোড়। এদের দুজনের ব্লগে গিয়ে আপনারা আপনাদের মন্তব্য উদ্ভাবিত শব্দ জমা দিয়ে আসেন, সমালোচনা করেন, এভাবেই বাংলাভাষা সামনে এগিয়ে যাবে।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন