ধর্ম

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: মঙ্গল, ০৭/০৩/২০০৬ - ৩:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবাই বেশ বিব্রত এ লেখাটা নিয়ে, ইতিহাস বিশ্লেষনে তাদের কোনো সমস্যা ছিলো সমস্যা হয়েছে একটামাত্র সমাধানে, যদি ধর্ম মানুষের তৈরি একটা ধারনা হয় তবে ইশ্বর আছে এ কথা বলাটা ভন্ডামির পর্যায়ে পরে কি পরে না,
যেহেতু সংক্ষেপিত লেখাটা সবার বিশ্বাসের জায়গাটায় সামান্য আঘাত করেছে, আমি আবারও লেখার চেষ্টা করবো কিভাবে নৃতাত্তি্বক বিশ্লেষন এবং প্রত্নতাত্তি্বক খনন আমাদের এ ধারনায় নিয়ে আসে যে ধর্ম একটা ধারনা যা মানুষ তৈরি করেছে,
এর সপক্ষে বিপক্ষে মতামত থাকবেই, আমি আলোচনার পক্ষপাতি, অবশ্যই যুক্তির ধাপ মেনে, বন্ধুমনস্ক সুমন চৌধুরির কথাকে প্রামান্য মেনে আমি চেষ্টা করবো কয়েক প্রস্থে বিষয়টা নিয়ে লেখার যেখানে ধর্মভাবনার ক্রমবিকাশ এবং বিবর্তনের ধারাটা লিপিবদ্ধ হবে,
এবং যত সব প্রতিবাদি লোক, আপনাদের জন্য কিছুই বলার নেই,
সবাই বিশ্বাস কে প্রশ্ন করতে চায় না, ধর্ম মানুষকে একটা ভিত্তি দেয়, কিন্তু এটা সাথে উপজাত হিসেবে কিছু ভ্রান্তিও দেয়, কিছু সংস্কার দেয়, আপনার ধর্মের উৎপত্তি বিষয়টা বিবেচনা না করে আমার সমাধানে বেশ চিন্তিত, এবং আবারও একটা মিছিল মিটিং তৈরি হয়ে যাচ্ছে, এ কারনেই সামান্য সংশোধন, এক প্রস্থের লেখাটা সবার উপযোগি করে 10 প্রস্থে লেখা হবে, আমার ধারনা মতে যা যা গুরুত্বপুর্ন এবং যা যা প্রচলিত ধারনা সবগুলোকে স্পর্শ করে আমার সিদ্ধান্ত নেওয়ার কারনটা জানাবো।
ধন্যবাদ সবাইকে,


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।