আইডিয়াটা প্রথম দিয়েছিলো নীতু, ছোটোদের জন্য কিছু অংশ বরাদ্দ রাখা যায় কি না এখানে, যেখানে ছোটোদের জন্য লেখা হবে, আমরা বিভিন্ন রকম তর্ক রাজনীতি নিয়ে ব্যাস্ত থাকি, সেখানে প্রবেশ করা সবার জন্য সম্ভব হয় না, তাই গল্পবুড়োর আগমন, এটা জোড়াতালি ধাঁচের ব্যাবস্থা হলো যদিও তবে নাই মামার চাইতে কানা মামা ভালো।উদ্দেশ্য সরল, এখানে আমরা যা যা পড়েছি তা জমা করা হবে, আমার নিজের প্রিয় শৈশবের চয়নিকা বইটা এখন কোথাও খুঁজে পাওয়া যাবে না, অনেক চমৎকার চমৎকার ছড়া নিয়ে বইটা নিরুদ্দেশ, এমন অনেক মানুষের শৈশবের প্রিয় ছড়া, প্রিয় রূপকথা হারিয়ে গেছে, আমাদের শিশুরা হ্যারি পটারের যাদুর গল্প পড়বে এটা খারাপ কিছু না তবে আমাদের শিশু সাহিত্যের মান মোটেও খারাপ না,আমাদের শিশু সাহিত্যের লেখকেরা অনাদরে থেকেও চমৎকার কিছু কাজ করেছেন, আমার শৈশবকে সুন্দর করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।এখানে সবাই তাদের শৈশবের বইয়ের স্ক্যান করা গল্প ছড়া তুলে দিতে পারেন, কেউ কেউ নিজে লেখক হলে এখানে লিখতে পারেন, সবার সম্মিলিত প্রয়াসে এটা হয়তো কোনো এক দিন বাংলাদেশের শিশুসাহিত্যের সর্বোচ্চ সংগ্রহ হয়েও যেতে পারে।এখানের প্রতিটা পোষ্ট একটা গল্প নিয়ে হতে পারে, হতে পারে একগুচ্ছ ছড়া নিয়ে, এভাবেই পোষ্টের পর পোষ্ট পেরিয়ে আশা করি এক দিন এমন হবে, যেকেউ এখানে এসে তার শৈশবের হারানো ছড়া আর গল্পকে খুঁজে পাবে।সেই আশায় আর সবার সহযোগিতা প্রত্যাশা করে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন