বাংলা ব্যান্ডগুলো অনেক আগে থেকেই লোক গানের প্রতি ঝুঁকেছে, সোলসের প্রথম দিকের গাওয়া কয়েকটা গান আমার এখনও প্রিয়, দমে জীবন দমে মরন, কান্দো ক্যানো মন, এমন বেশ কয়েকটা গান হয়তো বাংলা ব্যান্ডের ইতিহাসের অংশ হয়ে থাকবে। তবে বাংলার কিংকর্তব্যবিমুঢ়র সাফল্য নতুন প্রজন্মের ব্যান্ডগুলোকে আবার সেই লোকগানকে নতুন আঙ্গিকে পরিবেশনের সাহস দিয়েছে। এমনই একটা ব্যান্ড আজব, তাদের প্রথম গীতি সংকলন বের হয়েছে।পরিবেশনার ধাঁচ বাংলার মতোই। গানগুলো শ্রুতিমধুর। সংগ্রহে রাখার মতো একটা গীতি সংকলন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন