লন্ডনে দুটি অবিস্ফোরিত গাড়ী বোমা পাওয়া গেলো- সন্দেহের তীর মুসলিম জঙ্গীদের দিকে- বিষয়টা দুঃখজনক এইটুকু বলা যায়-
যদিও ধর্মান্ধ মানুষদের কিংবা অমানুষদের এ সংক্রান্ত বোধটা খুবই কম- তারা যে মানবতার উপরে আঘাত করছে এই বোধটুকু জন্মালেই অনেকগুলো অঘটন দেখতে হতো না আমাদের-
অন্য রকম প্রমাণ না হওয়া পর্যন্ত এই সন্দেহের তীর উদ্যত থাকবে- তবে এসব ঘটনায় ধর্মীয় চিহ্ন ধারণ করা নিয়ে ব্রিটিশ সহনশীলতার পরিমাণ কমবে- নেকাব পড়ে থাকা মেয়ে ও মহিলাদের প্রতি কটু বাক্য বর্ষণও বাড়বে- বাড়বে সন্দেহ আর অবিশ্বাসের পরিমাণ-
এতগুলো মানুষকে ভুক্তভোগী বানিয়ে কতিপয় ধর্মগুরু আসলে কি লাভ করতে চায়-
জেহাদের জন্য নিজেদের মানব বোমায় পরিনত করা মানুষগুলোর জন্য করুণা হয়-
মন্তব্য
নতুন মন্তব্য করুন