আমি যখন প্রথম সিগারেটে অভ্যস্ত হলাম সে সময়ে গোল্ড লীফের বাজার জমজমাট- স্টার ফিল্টার টিপস- নেভী এসব তখনও কালের গর্ভে জায়মান- তখন ব্রিস্টল, সিসরস, কে২, উইলস কিং ফিল্টার দুজন দুজনার যুগ-
অবশ্য সিগারেটের মোহে পড়বার মতো ঘটনা ঘটে নি- আমি তখনও অকেশনাল ধুমপায়ী- হোস্টেলের কয়েক মাস সিগারেটের ধোঁয়ায় সময় কাটাই আর বাসায় একেবারে ভাজা মাছ উলটে খেতে না পারা ভালো মানুষ-
তখনও হোস্টেলের রীতি মোতাবেক সপ্তাহের প্রথম দিনে হাতে ২০০ ৩০০ টাকা আসতো- সে টাকা দিয়ে রাতের অন্ধকারে বিহারী ক্যাম্পের কখনও বন্ধ না হওয়া হোটেলের বাসী খাবার আর পাউরুটি কলা আর সম্মিলিত সিগারেটের বরাদ্দ টাকা ছিলো ওটুকুই-
অবশ্য সেসব সময়ে মাঝে মাঝে হোস্টেলের লকার থেকে টাকা চুরি হয়ে যাওয়ার একটা সার্বক্ষণিক ভয়ও ছিলো- তবে আমাদের যৌথ জীবনের সুখ কিংবা দুঃখ ছিলো সপ্তাহের শেষের ২ দিন- তখন মোটামুটি সবার হাতের টাকাই শেষ- সামনের ডাকলেই সাড়া দেওয়া দোকানীর দোকান থেকে কষ্টে ম্যানেজ করা ৪ টাকা দিয়ে ২টা গোলড লীফ কিনে অন্তত ১০ জন মিলে টানা-
মাঝে মাঝে রাতের খাওয়ার পর টয়লেটের সামনে দাঁড়িয়ে নাইট ক্লাশের ফাঁকে এক সিগারেট ৯ জন- ফার্সট বুক, সেকেন্ড বুক- হোস্টেল রেকর্ড ছিলো সিক্সটিন বুক-
এমনই কোনো এক সময় ক্যাপস্ট্যান ছিলো নিয়মিত শুশ্রুষা- সেই সব অভাবের দিনে ১টাকা ৫০ পয়সায় যে স্বাদু ধোঁয়া পাওয়া যেতো সেটা এখন ইতিহাস-
অনেক দিন পরে আজ হঠাৎ করেই দেখলাম ক্যাসল- যদিও সিগারেটের সিলিন্ড্রিক্যাল শেপের জন্য ক্যা দেখেই মনে হলো ক্যাপস্ট্যান- তাই পুরোনো গল্প মনে পড়লো-
এখনও বলতে হয়- এই সগারেটের মূল্যের উর্ধগতির দিনেও ক্যাপস্টয়ানের ধোঁয়া যদি ৩টাকায় পাওয়া যায় সেটা খুবই যথোচিত হতো-
ক্যাপস্ট্যান রকস-
মন্তব্য
আরেক ক্যাপস্ট্যান খোরের অভিবাদন নিন।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
আমারও শুরু হয়েছিলো ক্যাপস্টান দিয়ে। ফিল্টার ছাড়া। মনে করিয়ে দিলেন।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমার শুরু শ্রমিক বিড়ি দিয়া। ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর। তারপর টানা ৭ বছর বিরতি। ১৯৯২ এর শুরুতে আবার একটু একটু টানাটানি শুরু। ৯৩ নাগাদ। স্মোকার। সেই ১৯৯২ থিকা ২০০২ পর্যন্ত একনিষ্ঠ গোল্ডলিফ ভক্ত ছিলাম। তবে হলের অর্থাভাবের দিনে টানতাম ডিউক।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সুমন দেখি পুরা ঝুনা মাল
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি ঠ্যাকায় পইড়া ডানহিল ফুল ফ্লেভার..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
গোল্ড লিফের দাম বাইড়া একবার সোয়া দুই টাকা হইলো, সেই সময় এক টাকা দামের লন্ডন খুব হিট হইছিলো। স্বাদ মন্দ না।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নাহ লন্ডনের চেয়ে ভালো হচ্ছে সেনর গোল্ড, মাঝে সিগারেটের দাম আঁতকা বেড়ে গেলো- বেনসন ৫ টাকা আর গোল্ড লীফ ৩ টাকা- ৫৫৫ কোথায় হারিয়ে গেলো এটা জানি না- এখন অবশ্য পলমল আর শেখ আসছে বাজারে- কোনোটাই ঠিক ভালো লাগে নাই-
লন্ডন আমার কাছে সেনর গোল্ডের থাইকা বেশি ভালো লাগছিল।
তয় লন্ডন হিট হইছিলও বহুত বেশি।আইজকাল আর দেখি না।
বাংলা ফাইভ কি আজ কাল কেউ খায়?
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
বাংলা ফাইভ শুধু মনে হয় নৌবাহিনীতে চলে। এই দেশেওতো দেখি না। তবে, আমার কিন্তু বাংলা ফাইভ খারাপ লাগতো না। -যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন