এই পর্বে গপ্পগুজব কম। এমনকি আগামী কয়েক পর্বেও তাই। কারণ আগামী বেশ কয়েকটী পর্ব ফিঙ্গার এক্সারসাইজ নিয়েই হবে। যে এক্সারসাইজগুলো আঙুলের জন্য দেয়া হয়েছে, হচ্ছে, হবে তার প্রত্যেকটি-ই গিটার বাজানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই লেসনগুলো ঠিকঠাক মতো করলে পরবর্তিতে গিটারের কর্ড ধরতে, লিড বাজাতে সুবিধা হবে। জীবনটা যেহেতু হিন্দি সিনেমা না আর আমি আপনিও শাহরুখ খান না, তাই গিটার হাতে নিয়ে টুং টাং করলেই “তুঝে দেখা তো ইয়ে জা না সানাম” বাজে না! সুতরাং এসব লেসন বাদ দিয়ে যাওয়ার কোন উপায়ই নেই। তবে একঘেয়ে ভাবটুকু কাটাতে এই এক্সারসাইজগুলোর মাঝে মাঝে কিছু ব্যাসিক কর্ড এবং ওইসব কর্ড দিয়ে কিছু গানও দেয়া হবে। হতাশ হবেন না। সমস্যাগুলো আমিও তো বুঝি। আপনি আমি গিটারের জন্য ধৈর্য ধরতে পারলেও সানিয়া, মুনিয়ারা বড়ই চপলা।
লেসন-৫:
একইভাবে প্রত্যেক তারে।
লেসন-৬:
একইভাবে প্রত্যেক তারে।
লেসন-৭:
একইভাবে প্রত্যেক তারে।
লেসন-৮:
একইভাবে প্রত্যেক তারে।
লেসন-৯:
একইভাবে প্রত্যেক তারে।
লেসন-১০:
একইভাবে প্রত্যেক তারে।
খুব শীঘ্রই মুর্শেদ ভাই কিছু বেসিক কর্ড ও সেইসব কর্ড দিয়ে কিছু গানের লেসন নিয়ে আসবেন। সুতরাং, ভালো করে ফিঙ্গার এক্সারসাইজ প্র্যাকটিস করুন। তা নাহলে কিন্তু নিচের এই বেচারার মতো অবস্থা হবে। (দুব্বল হৃদয়ের ব্যক্তি এবং শিশুদের জন্য দেখা বারণ।)
এই পর্বে ইচ্ছে করেই ফিঙ্গার এক্সারসাইজের ভিডিও দিলাম না। আশাকরি লাগবে না। তারপরও যদি কেউ কোন সমস্যা মনে করেন, তাহলে কমেন্ট বক্স তো আছেই। জানাবেন। আর কেউ যদি কমেন্ট বক্সে লেসনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি বোধ করেন, বা কেউ যদি নিজেদের প্র্যাকটিসের ভিডিও করে পাঠাতে চান(হ্যান্ড পজিশন এবং অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা সে জন্য) তাহলে
এই ঠিকানায় জানাতে/ ভিডিও পাঠাতে পারেন।
মন্তব্য
গিটার একটা কঠিন বিষয়...
______________________________________
পথই আমার পথের আড়াল
ওই যে, কবি বলেছেন- ডরাইলেই ডর, না ডরাইলে কিছুই না।
ব্লগবাড়ি । ফেসবুক
আমার কোনো গিটার নাই তাই আপনার লেখাও পড়া হয় না। কিন্তুক আমারও একটা মন্তব্য করতে মনলো তাই মন্তব্য করে গেলুম ।
দেবদ্যুতি
শুধ পড়ার জন্য প্রথম দুই পর্ব তাও যা েকটু জাতের ছিলো, এটাতে তো খালি প্র্যাকটিস।
পড়া আর মন্তব্যের জন্য ধইন্যা।
ব্লগবাড়ি । ফেসবুক
ইশকুলে আর আমু না, মন্তব্য পইড়া যামু গা
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
কাইন্দেন না। এরপর ভিড্যু দিমুনে।
ব্লগবাড়ি । ফেসবুক
আপনার কি ধারণা- গরুকে এককপি 'রান্না-খাদ্য-পুষ্টি' কিংবা 'সিদ্দিকা কবীরস রেসিপি' কিনে দিলে সে ঘাসগুলো রেঁধে খাবে!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দেবদ্যুতি
আমার মনে হয় ভিডিও দিলে সুবিধা হতো অনেকের। শুরুতে এতো টেকনিক্যাল হ্যানত্যান দেখলে মাথা আউলায়া যেতে পারে। ভিডিও দিয়েন।
______________________________________
পথই আমার পথের আড়াল
হুম। ভেবেছিলাম গত পর্বের ভিডিও এর কারণে এই পর্বের অন্তত লাগবে না। এরপর থেকে ভিড্যু মাস্ট সাথে শিরোনামে লিখে দিব "ভিডিও সহ।"
ব্লগবাড়ি । ফেসবুক
প্রতি পর্বে লেসনের সংখ্যা কম করে দিয়ে পর্বগুলো দ্রুত দেওয়া যেতে পারে। সমস্যা হচ্ছে যখন একটা পর্বে অনেকগুলো লেসন দেবেন, আমার মতো ছাত্রেরা একটা একটা করে না করে সবগুলো একসাথে চর্চা করে করে বসতে পারি। এতে করে আখেরে লাভের থেকে ক্ষতির আশঙ্কা বেশি। একটা ভালো করে রপ্ত হওয়ার আগেই পরের লেসনে ঝাঁপিয়ে পড়তে পারি।
ভালো লাগছে, চলুক!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
চরম সত্য কথা। তবে ছয়টা লেসন তো এক সপ্তাহের জন্য খুব একটা বেশিও না। দৌড়াদোড়ির কারণে সপ্তাহে একটার বেশি পোস্ট দেয়া একটু কষ্ট হয়ে যাবে বস।
সাথে থাকার জন্য অনেক ধইন্যা।
ব্লগবাড়ি । ফেসবুক
এই সিরিজে মন্তব্য করা হয়নি, পড়ছি কিন্তু।
গিটার নিয়ে তেমন আগ্রহ নেই। আপনার লেখার গুণে পড়তে ভালো লাগে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ইন্সপায়ার্ড।
ব্লগবাড়ি । ফেসবুক
প্রাকটিস করলাম। এই পর্বে হোমওয়ার্ক একই রকম হলেও বেশ কঠিন মনে হলো। একসাথে ছয়টা স্ট্রিং এর পজিশন তালগোল পাকায় যাচ্ছিল।
স্ট্রোক গুলা আমি সিঙ্গেল স্ট্রোক দিয়ে (E, A, D : down stroke, (p,thumb) আর G, B, E: up stroke, (i, m)) করলাম, আশাকরি এতে ফিঙ্গার এক্সারসাইজ এর উদ্দেশ্য নষ্ট হয়নাই.....
ছয় স্ট্রিং এর দিকে প্রথমেই মনোযোগ দেয়ার দরকার নেই। আগে এক স্ট্রিং এ প্যাটার্নটা রপ্ত করুন। তারপর সেইম ফ্রেট বরাবর নিচের তারে নেমে যাবেন। ট্যাব বুঝে থাকলে তালগোল পাকানো উচিৎ না।
এগুলো বেসিক্যালি ফ্রেট হ্যান্ডের এক্সারসাইজ। আপনি যেভাবে করছেন সেটা আপনি যেহেতু ক্লাসিক্যাল গিটার শেখেন তার জন্য ভালো প্র্যাকটিস হচ্ছে (পিকিং/প্লাকিং হ্যান্ডের)।
G,B,E তারে যথাক্রমে I,M,A আঙুল ব্যবহার করুন।
ব্লগবাড়ি । ফেসবুক
আংগুল ব্যাথা হয়ে যাইতেছে, নতুন লেসন দ্যান, আর কত ব্যায়াম করাইবেন?
নতুন মন্তব্য করুন