গিটার ইশ্‌কুল: পর্ব-৪: ফিঙ্গার এক্সারসাইজ ১১-১৬

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: সোম, ০৬/০৭/২০১৫ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গান তোলা শেষ? সানিয়া মুনিয়াদের রেসপন্স কি? কর্ড পরিবর্তনের সময় আঙুল আটকে যাচ্ছে বলে বাঁকা ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে চলে গিয়েছে? আপনার হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছে? ঘাবড়াবেন না। এসে গেল আরও কিছু ফিঙ্গার এক্সারসাইজ। যেসব ফিঙ্গার এক্সারসাইজ করলে আপনি পারবেন আটকে যাওয়ামুক্ত কর্ড পরিবর্তনের ক্ষমতা। চোখ টিপি
কেমন আছেন সবাই? ভালো তো। দেরি হয়ে গেল বলে দুঃখিত। চলুন কাজে লেগে যাই-


এই পর্বের ফিঙ্গার এক্সারসাইজগুলোর শুরু ২ নং আঙুল দিয়ে। যারা ট্যাব পড়া বুঝেছেন তারা খুব সহজেই বুঝে যাবার কথা। আর যাদের কাছে বুঝতে অসুবিধা লাগছে তারা আবার আগের পর্ব (পর্ব-১) থেকে ঘুরে আসুন। আর এখানে আমি একটি লেসনের বর্ণনা দিচ্ছি।

লেসন-১১:
প্রথমে ৬ নং তারে ২নং আঙুল দিয়ে ২ নং ফ্রেট চেপে ধরে ডাউন স্ট্রোক (↓) দিন। তারপর ১নং আঙুল দিয়ে ১ নং ফ্রেট চেপে ধরে আপ স্ট্রোক (↑) দিন। তারপর ৩ নং আঙুল দিয়ে ৩ নং ফ্রেট চেপে ধরে ডাউন স্ট্রোক এবং তারপর ৪ নং আঙুল দিয়ে ৪ নং ফ্রেট চেপে ধরে আপ স্ট্রোক দিন।
তারপর ৫ নং তারে আঙুলের প্যাটার্ন একই থাকবে তবে শুরু হবে ৩ নং ফ্রেট থেকে। অর্থাৎ প্রথমে ৩নং ফ্রেটে ২ নং আঙুল। তারপর ২ নং ফ্রেটে ১ নং আঙুল। তারপর ৪ নং ফ্রেটে ৩ নং আঙুল এবং শেষে ৫ নং ফ্রেটে ৪ নং আঙুল।
আর ৪ নং তারে শুরু হবে?
৪ নং ফ্রেট থেকে...
ট্যাব পড়া ভালোভাবে আয়ত্ব করে ফেলুন। তারপরও বিভ্রান্ত হয়ে গেলে ভিডিও দেখুন।

১১-১৬ পর্যন্ত এই লেসনগুলোর সাথে এবার চলুন আগের লেসনগুলো নিয়ে একটু জাবড় কেটে আসা যাক-

আগের লেসনগুলো এবার মেট্রোনম সহযোগে করার চেষ্টা করুন। মেট্রোনম কি?
সহজ করে বলতে গেলে মেট্রোনম হচ্ছে এমন একটি যন্ত্র (এখন সফটওয়্যার হিসেবেও পাওয়া যায়, যা আপনি আপনার পিসি বা মোবাইলেও ইনসটল করে নিতে পারেন) যা একটি নির্দিষ্ট সময় পরপর (সময় আপনি নিজেই সেট করে নিতে পারবেন) ক্লিক/টিক সাউন্ড তৈরি করে। আপনি মিনিটে ৬০ বার ক্লিক সাউন্ড সেট করে আগের লেসনগুলো প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনার প্রত্যেকটি স্ট্রোক (আপ/ডাউন) মেট্রোনমের প্রত্যেকটি ক্লিক সাউন্ডের সাথে হতে হবে।

আজ এ পর্যন্তই। কি? লেসন কম মনে হচ্ছে? মেট্রোনম সহযোগে প্র্যাকটিস করা শুরু করুন। টের পাবেন যে লেসন মোটেও কম ছিলো না।

লেসনের ব্যাপারে কোন প্রশ্ন থাকলে বা কেউ যদি কোন সমস্যা মনে করেন, তাহলে কমেন্ট বক্স তো আছেই। জানাবেন। আর কেউ যদি কমেন্ট বক্সে লেসনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি বোধ করেন, বা কেউ যদি নিজেদের প্র্যাকটিসের ভিডিও করে পাঠাতে চান(হ্যান্ড পজিশন এবং অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা সে জন্য) তাহলে

এই ঠিকানায় জানাতে/ ভিডিও পাঠাতে পারেন।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রোজা-রমজানের দিনে ফিঙ্গার এক্সারসাইজ?? নাউজুবিল্লাহ!! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ এর ছবি

মন কে কুচিন্তা থেকে বিরত রাখুন বলচি। উলটাপালটা চিন্তা করলে রোজা হালকা হতে হতে শেষে উড়ে গেলে আর আটকে রাখতে পারবেন না। লাইনে আসুন।

অতিথি লেখক এর ছবি

গিটার স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল এক কালে, এমন আরও অনেক ইচ্ছে ছিল জীবনে। কিন্তু শুধু পরিকল্পণাই করেছি, কিছুই করা হয়নি শেষ পর্যন্ত। এভাবেই জীবনটা কবে একদিন শেষ হয়ে যাবে, কিছুই না করে, না জেনে, না শিখে, কে জানে!
ধন্যবাদ সুবোধ ভাই, আপনার শ্রম ও সময়ের জন্য, যা শুধু অন্যের শিক্ষনের জন্য নিবেদিত।
।।।।।।।।।
অনিত্র

সুবোধ অবোধ এর ছবি
হাসিব এর ছবি

গিটারের কর্ডগুলো আঁকার জন্য সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। ওয়েব বেইজড কিছু জিনিসও আছে।

সুবোধ অবোধ এর ছবি

সফটওয়্যারের/ ওয়েবের লিঙ্ক দেন ভাই। এই জিনিস দরকার। আপনারে ধইন্যা ভাল বুদ্ধি দেয়ায়। হাসি

হাসিব এর ছবি

আমি যেহেতু কর্ড জিনিসটা বুঝি না সেহেতু কোনটা ভালো সে বিষয়ে মন্তব্য করতে পারলাম না। আপনি এখান থেকে একটা সুবিধামতো বেছে নেন। বেশ ভালোভাবে প্রেজেন্ট করা যায় জিনিসপাতি।

সুবোধ অবোধ এর ছবি
কল্যাণ এর ছবি

আহা, এইরাম একটা গিটার যদি পাইতাম তাইলে সব এক্সারসাইজ এক বেলায় শেষ করে দিতাম।

ইয়ে, পর্ব ৩ কুতি?

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

এইযে পর্ব-৩ । হ, আমিও যদি একটা ফেন্ডার গিটার কিন্তার্তাম তাইলে সারাদিন প্র্যাকটিস করতাম। চোখ টিপি

কল্যাণ এর ছবি

আরে তাইতো! শ্রাবনের মেঘগুলো দূর পাহাড়ে বাই মুর্শেদ ভাই। ধন্যবাদ।

ভাইরে, আপনার লেখাগুলোর নিচে অন্য পর্বগুলোর লিঙ্ক জুড়ে দেওয়া যায় না আর?

ফেন্ডার? খুক্ষুক....আহেম, যাই হোক নয়েজ ছিল বেশ তার উপর সিঙ্গেল কয়েল সব কটা; অন করলেই মেজাজ খারাপ হয়ে যাইত। শেষে একদিন সব খুলে মোটামুটি চলেবল মত আগে-পিছে ফুটোফাটা সব এলুমিনাম ফয়েলে শিল্ডিং করলাম; ওয়ারিংটা খালি ভাল শিল্ডেড কেবলে সারতে পারলাম না সময়াভাবে। এখন নয়েজ প্রায় পুরোটাই গেছে, সেইসাথে সময়ও সব গেছে অবশ্যি মন খারাপ

এডিটঃ ফিঙ্গারিং এর জন্যে স্কেল কিন্তু ভাল জিনিস। দুই একখান মেজর বা মাইনর স্কেল ফিঙ্গারিং এক্সক্সারসাইজ হিসাবে যদি চালায়া দেন সুর থাকায় উতসাহ বেশি পাওয়া যাবে, আবার আঙ্গুলের জড়তাও কাটবে। তাছাড়া এতে কান খোলে, পরে নিজে নিজে কর্ড তুলতেও সুবিধা হয়।

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি

বস, আমার এইটা পছন্দ। হাসি

কল্যাণ এর ছবি

ওরে বাবা! আপনার পছন্দে সেলাম!

বস বলে আর লজ্জা দেবেন না, আমার যে লেভেল তাতে আমি একটা কপি নিয়েই সন্তুষ্ট।

ছোটবেলায় অবিশ্যি আমার একটা স্লাশ-সিগ-লেসপল, পরে আপনারটার মত একটা ফ্লয়েডরোজ আইবানেজ, তারপরে একটা জ্যাকসনের খুব শখ হয়েছিলো। পরের দিকে খালি একটা স্ট্র্যাট টান দিয়ে বাড়ি নিয়ে যাইতে মনে চাইত। কিন্তু আরো একটু বড় হয়ে দেখলাম যে বাড়িই নাই তো এই সব রাখব কোথায়! আপাতত আপনাদের হাতে দেখেই সন্তুষ্ট আছি হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

গৃহবাসী বাউল এর ছবি

আমার একটা ফেন্ডার আছে ; জানল না তো কেউ খাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি ভাবছি শুধু পড়িয়ে গেলাম ছাত্র শিখছে কি শিখছে না জানা গেলো না। সেরকটা হলে চলবে না। ছাত্ররা ফিঙ্গার এক্সারসাইজ করে তার ভিডিও প্রকাশ করবে। আমি প্রথম ছাত্র হিসেবে পোস্ট করবো আমার এক্সারসাইজ। হাসি

সাফি এর ছবি

নাউজুবিল্লাহ!

কল্যাণ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি
কল্যাণ এর ছবি

কাম সারছে, ফিঙ্গারিং তার উপর আবার সেইটার এক্সারসাইজের ভিডিও শয়তানী হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

সুবোধ অবোধ এর ছবি
সাক্ষী সত্যানন্দ এর ছবি

আগেই সাবধান করছিলাম! গরীবের কথা বাসী হলে ফলে! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনুপম ত্রিবেদি এর ছবি

আবার একটা গীটার কিন্নাল্বাম না কিতা???

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুবোধ অবোধ এর ছবি

কিন্নালান ওস্তাদ। বাজানো নিয়া টেনশন নিবেন্না। আমরা তো আছিই... চোখ টিপি

সাফি এর ছবি

ব্যায়াম করা শ্যাষ। গান শিখান এইবার।

সুবোধ অবোধ এর ছবি

হে হে... আরও আছে। কন্টেন্ট রেডি। একটু দৌড়াদৌড়িতে আছি। দিয়ে দিবো আজকালের মধ্যেই আশাকরি। দেখি, নতুন কি দেয়া যায় ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।