• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'theme_imagefield_image' not found or invalid function name in theme() (line 669 of /var/www/sachalayatan/s6/includes/theme.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'theme_imagefield_image' not found or invalid function name in theme() (line 669 of /var/www/sachalayatan/s6/includes/theme.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

গিটার ইশ্‌কুল: পর্ব-৬ : ফিঙ্গার এক্সারসাইজ ২৩-২৮, অল্টারনেটিভ হার্ড পিকিং

সুবোধ অবোধ এর ছবি
লিখেছেন সুবোধ অবোধ (তারিখ: বিষ্যুদ, ১০/০৯/২০১৫ - ১:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Playing guitar is an endless process of running out of fingers.
~ Harvey Reid, Fingerstyle Guitarist

আলসেমি ছুড়ে ফেলে ফেসবুক দূরে ঠেলে গিটার ইশ্‌কুল নিয়ে আমি আবার চলে এলাম। এতদিন ফিঙ্গার এক্সারসাইজ করলে হাত ঝরঝরে হয়ে যাবার কথা। আর ফাঁকিবাজি করলে আগামী লেসনগুলোতে পস্তাবেন এতে কোন সন্দেহ নেই। এই পর্বে ব্যাসিক ফিঙ্গার এক্সারসাইজের সাথে আরও কিছু স্পেসাল এক্সারসাইজ থাকবে যেমন- জিগজ্যাগ এক্সারসাইজ, কর্ড ধরার সুবিধার জন্য কিছু স্পেসাল এক্সারসাইজ, অল্টারনেটিভ পিকিং এর জন্য এক্সারসাইজ।

ফিঙ্গার এক্সারসাইজঃ
লেসন ২৩-২৮:

ছবি বড় করে দেখতে এখানে ক্লিক করুন

অল্টারনেটিভ পিকিং এক্সারসাইজ-১:

এই এক্সারসাইজটি বুঝার জন্য আপনাকে ভিডিওটি দেখতে হবে। সুবিধার জন্য পর্যায়ক্রমিক ফিঙ্গার প্যাটার্ন বলে দেই।
১,২,৩,৪
২,৩,৪,১
৩,৪,১,২
৪,১,২,৩
আবার ১,২,৩,৪ এবং একইভাবে...। এটাকে ফ্রেট রানও বলা যেতে পারে।

জিগজ্যাগ এক্সারসাইজ:
সোজা পথে আঙুল না চালিয়ে আঁকাবাঁকা ভাবে চালান, হয়ে যাবে জিগজ্যাগ এক্সারসাইজ। ট্যাবে ও ভিডিওতে ফিঙ্গার প্যাটার্ন দেখুন।

স্পেসাল ফিঙ্গার এক্সারসাইজ ফর কর্ড:
এই এক্সারসাইজের প্রথম প্যাটার্নে প্রথমে ২ ও ৩ নং আঙুলের যায়গা পরিবর্তনের সময় ১ ও ৪ নং আঙুল স্থির থাকবে এরপর ভিডিওর মতো করে একবার স্ট্রামিং করার পর ১ ও ৪ নং আঙুলের যায়গা পরবর্তন হবে।
দ্বিতীয় প্যটার্নে প্রথমে ১ ও ৪ নং আঙুলের যায়গা পরিবর্তন হবে এবং ২ ও ৩ নং আঙুল স্থির থাকবে অতঃপর স্ট্রামিং এর পর ২ ও ৩ নং আঙুলের যায়গা পরিবর্তন হবে।

অল্টারনেটিভ হার্ড পিকিং:
ভিডিও তে দেখানো নির্দেশনা দেখুন। এই এক্সারসাইজটি আপনার পিকিং/স্ট্রোক এর জোর বাড়াবে। নোটের সাউন্ড ক্লিয়ার করতে সাহায্য করবে।

আপাতত ফিঙ্গার এক্সারসাইজের এখানেই সমাপ্তি। এরপরও কিছু বিশেষ বিশেষ ফিঙ্গার এক্সারসাইজ বিভিন্ন প্রয়োজনে আসতে পারে। এই এক্সারসাইজগুলি খুব, খুব, খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সারসাইজগুলিই আপনার গিটারিস্ট হিসেবে প্রাথমিক ভিত্তি গড়ে দিবে। সুতরাং কোনরকম ফাঁকিবাজি না করে এই এক্সারসাইজগুলি প্রত্যেকদিন প্র্যাকটিস করুন।

যদি কেউ কোন সমস্যা মনে করেন, তাহলে কমেন্ট বক্স তো আছেই। জানাবেন। আর কেউ যদি কমেন্ট বক্সে লেসনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি বোধ করেন, বা কেউ যদি নিজেদের প্র্যাকটিসের ভিডিও করে পাঠাতে চান(হ্যান্ড পজিশন এবং অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা সে জন্য) তাহলে

এই ঠিকানায় জানাতে/ ভিডিও পাঠাতে পারেন।


মন্তব্য

গৃহবাসী বাউল এর ছবি

আমার তো দেখেই হাতে বেদনা শুরু হয়ে গেছে =((

দুই মাস পর যোগাযোগ করুম্নে স্যার 8)

-----------------------------------------------------------
আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে
-----------------------------------------------------------

সুবোধ অবোধ এর ছবি

ফ্রেক্টিশ মেকস এ ম্যান ফার্ফেক্ট। সো ডু ফ্রেক্টিশ। :p

সীমা এর ছবি

অল্টারনেট পিকিং এ এসে মাথায় গিট্টু লেগে গেছে, ফ্রেট চেঞ্জ করাতে কোন ফিঙ্গার আর কোন ফ্রেট গুলায় যাচ্ছে। একটু সময় লাগবে মনে হচ্ছে :)

সুবোধ অবোধ এর ছবি

গিট্টু লাগার কিছুই নাই। এই এক্সারসাইজটা পিকিং হ্যান্ডের জন্য। পিকিং এর জোর বারানোর জন্য। ভিডিওতে যত দ্রূত বাজানো দেখানো হয়েছে সেভাবে একজন বিগেইনারের জন্য সম্ভব না। আগেই বলেছিলাম, প্রথম শর্ত স্পষ্ট সাউন্ড। অল্টারনেটিভ পিকিং মানে ডাউন আপ ডাউন আপ... অল্টারনেটিভলি। ফ্রেট চেঞ্জ এখানে ইচ্ছামতো যেকোন। প্রশ্ন আসতে পারে, তাহলে বিভিন্ন ফ্রেটে কেন? উত্তরটা হচ্ছে ফ্রেট চেঞ্জ করে করে বাজাতে গেলেই বুঝবেন ব্যাপারটা একই না। তারের লেন্থ কমার সাথে সাথে পিকিং এর জোর না বারালে আপনি স্পষ্ট সাউন্ড পাবেন না। আর যে কোন ফিঙ্গার এক্ষেত্র ব্যবহার করতে পারেন। এখানে পিকিং হ্যান্ডের প্র্যাকটিসটাই আসল উদ্দেশ্য। :)
আপনার ফিঙ্গারস্টাইল প্র্যাকটিসের কতদূর?

সীমা এর ছবি

এভাবে ভেবে দেখি নাই। আমি পিকিং থেকে ফ্রেট চেঞ্জ এ বেশি ফোকাস করছিলাম। পোস্ট এর মাঝের ইমেজটা দেখতে পাচ্ছিনা, ব্ল্যান্ক বক্স দেখাচ্ছে।
আমি এখন নোটসগুলো বানান করে পড়তে পারি আরকি, রিদমিক কিছু হয়না যদিও। ভেঙ্গে ভেঙ্গে Fur Elise বাজাতে পারি

সুবোধ অবোধ এর ছবি

পোস্ট এর মাঝের ইমেজটা দেখতে পাচ্ছিনা, ব্ল্যান্ক বক্স দেখাচ্ছে।

ঠিক করলাম।

আমি এখন নোটসগুলো বানান করে পড়তে পারি আরকি, রিদমিক কিছু হয়না যদিও। ভেঙ্গে ভেঙ্গে Fur Elise বাজাতে পারি

(Y)

সাফি এর ছবি

ব্রেইন এক সাথে এত কিছু করতে চাইতেসেনা!

সুবোধ অবোধ এর ছবি

একসাথে করতে না মন চাইলে দুই, তিন, চার... সাথে করেন। :p

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।