লিনাক্সভ্রান্তি-১: লিনাক্স ব্যবহার অতিশয় কঠিন

অভ্রনীল এর ছবি
লিখেছেন অভ্রনীল (তারিখ: বুধ, ১১/০৫/২০১১ - ১০:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার অভিজ্ঞতা বলে যে লিনাক্স শব্দটার সাথে চার ধরনের মানুষ জড়িত থাকে - যারা কখনো লিনাক্সের নাম শুনেননি, যারা লিনাক্সকে ভয়াবহ ভালবাসেন, যারা লিনাক্স ব্যবহার করতে ভয় পান এবং যারা লিনাক্স নিয়ে উল্টোপাল্টা অমূলক কথা বলে বেড়ান। পয়লা দু'দলকে নিয়ে কোন সমস্যা হয়না। কিন্তু শেষের দু'দল একটির সাথে আরেকটি ওতোপ্রতোভাবে জড়িত। লিনাক্স নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণার উৎপত্তি সাধারণত শেষের এ দু'দল থেকেই ঘটে থাকে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অনেকে লিনাক্স শব্দটি শুনলেই উল্টোদিকে দৌড় দেবার ধান্দায় থাকেন। তাই ভাবলাম এসব ভ্রান্ত ধারণাগুলোকে একহাত দেখে নেবার জন্য ধাপে ধাপে একটা সিরিজ বের করা দরকার। সেই ভাবনারই একটি ছোটখাট ফসল "লিনাক্সভ্রান্তি" সিরিজ। আমি চেষ্টা করব "লিনাক্সভ্রান্তি" সিরিজটিতে লিনাক্স নিয়ে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণাগুলোকে দূর করতে, যাতে করে লোকজন উল্টোদিকে না দৌড়ে অন্তত ঠিক দিকে দৌড়তে পারে। আর এ সিরিজটিতে "লিনাক্স" বলতে সামগ্রিকভাবে "উবুন্টু"কেই ধরা হচ্ছে/হবে।

অনেকেই বলে থাকেন যে লিনাক্স ব্যবহার খুব কঠিন। কিন্তু যখনই কাউকে জিজ্ঞেস করি যে লিনাক্স ব্যবহার কেন কঠিন - তখন আর কেউ সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনা। গাঁইগুঁই করে যে জিনিসটি শেষমেষ বেরিয়ে আসে সেটা হল - "লিনাক্স দেখতে জানি কেমুন কেমুন লাগে"! আরো সহজ করে বললে, লিনাক্স দেখতে কিংবা ব্যবহার পদ্ধতি উইন্ডোজের মত নয়। একটা অপারেটিং সিস্টেম দেখতে বা ব্যবহার পদ্ধতি আরেকটির মত নয় বলে অপারেটিং সিস্টেমটি কঠিন [১] - ব্যপারটা যেন কেমন হয়ে গেল না! চার চাকার টয়োটার চেহারা বা ব্যবহার পদ্ধতি দুই চাকার হোন্ডার চেয়ে আলাদা হবে সেটাই তো স্বাভাবিক (যদিও দুটো দিয়েই যাতায়াত করা সম্ভব)। বরং এখানে যে ফ্যাক্টরটি কাজ করছে সেটা হল "অনভ্যস্ততা"। দু'চাকায় অভ্যস্ত চালককে চার চাকা চালাতে দিলে অনভ্যস্ততার কারণে প্রথম প্রথম তার একটু "কেমুন কেমুন" লাগবে। দিন কয়েক পরে অভ্যস্ত হয়ে পড়লে সবই ঠিক!

একসময়কার ভয়ালদর্শন লিনাক্স এখন রূপে-লাবন্যে অনেক কমনীয় (রমনীয়ও বলা যেতে পারে)। কিবোর্ড-মাউস দিয়েই লিনাক্সে সব কাজ করা যায়। মাউস ক্লিক করেই কোন প্রোগ্রামকে ক্লোজ-মিনিমাইজ-ম্যাক্সিমাইজ করা হয়, মাউস দিয়ে টিপেই বিভিন্ন অ্যাপ্লিকেশন খোলা-পরিচালনা-বন্ধ করা হয়, কাজের সুবিধার জন্য সমস্ত অ্যাপ্লিকেশনকে ক্যাটাগরি অনুযায়ী সুবিন্যস্ত করা থাকে, রয়েছে আইকন ও মেনুবারের ব্যবহার, ফাইল ম্যানেজ করার জন্য রয়েছে ফাইল ব্রাউজার। তাছাড়া উবুন্টু ইন্সটল করলেই সাধারণ একজন ব্যবহারকারির প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার; যেমন - সম্পূর্ণ অফিস স্যুট, বিট টরেন্ট ক্লায়েন্ট, চ্যাট ক্লায়েন্ট, ইমেইল ক্লায়েন্ট, ইন্টারনেট ব্রাউজার (ফায়ারফক্স), সোশ্যাল সাইট (ফেসবুক, টুইটার ইত্যাদি) ম্যানেজার, মাল্টিমিডিয়া প্লেয়ার, সিডি/ডিভিডি বার্নার, ফটোম্যানেজার, আঁকাআঁকি করার সফটওয়্যার, পিডিএফ রিডারসহ আরো অনেক কিছু ইন্সটল হয়ে যায়। অর্থাৎ একজন গড়পরতা সাধারণ ব্যবহারকারীকে কেবল মাত্র উবুন্টু ইন্সটল করলেই হল - সাথে সাথেই সব প্রয়োজনীয় জিনিসপত্র সহ তার সামনে পুরো সিস্টেম হাজির, আলাদা আলাদা করে তেমন কিছুই আর ইন্সটল করতে হয়না। হিসেব করলেতো দেখা যায় উবুন্টু বরং ব্যবহার করা সহজ [২], ব্যবহারকারীর অনেকটুকু ঝামেলা সে শুরুতেই কমিয়ে দিচ্ছে!

আমি ব্যক্তিগতভাবে সকল কাজেই উবুন্টু ব্যবহার করি। ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে অফিস ডকুমেন্ট তৈরি, কিংবা গান শোনা থেকে শুরু করে ম্যাটল্যাবে সিমুলেশন করা - সবই করি উবুন্টুতে। দীর্ঘদিনের অনভ্যস্ততার কারণে উইন্ডোজের সামনে বসলে আমি উসখুস করতে থাকি, কারণ কাজের জিনিস কোনটাই হাতের কাছে পাইনা। একজন উইন্ডোজ ব্যবহারকারী যখন নতুন উবুন্টু ব্যবহার করতে আসেন তারও এই একই সমস্যাটা দেখা দেয়। এ সমস্যাকে তাই "কঠিন" না বলে বরং "অনভ্যস্ততা" বলাটাই বেশি মানানসই। আর মানুষ যে অভ্যাসের দাস সেটা কে না জানে! উবুন্টুতে অভ্যস্ত হওয়াটাও তাই কারো পক্ষেই অসম্ভব কিছু নয়। উবুন্টুর মোহনীয় রূপ আর সাবলীল ব্যবহারবান্ধবতার কারণে এই অসম্ভবের সম্ভব হবার সময়কালও কিন্তু অনেকটুকু কম হয়।

মোদ্দাকথা "ব্যবহার করতে কঠিন" - কথাটা অন্যের কাছ থেকে শুনে মেনে না নিয়ে বরং নিজেই একটু পরখ করে দেখুননা। এই পরখটুকু করতে উবুন্টু ইন্সটলও করা লাগবেনা, কেবল সিডি ইমেজ ডাউনলোড করে সেটা থেকেই লাইভ বুট [৩] করতে পারবেন। আপনার কম্পিউটারের কোন ফাইলে এতটুকু আচঁড়ও পড়বেনা! তারপর নিজেই সিদ্ধান্ত নিন, মাউস টেপার জ্ঞান সম্বল করে উবুন্টু (কিংবা লিনাক্স) ব্যবহার কতটুকু কঠিন!

[১] লিনাক্স সমস্যাময়! আসলেই কি তাই?
[২] কেন উবুন্টু ব্যবহার করবেন?
[৩] লাইভ সিডি’র জাদু

সম্পূরক রচনা
[ক] পেঙ্গুইনের পয়লা প্যাঁকপ্যাঁকানী
[খ] উবুন্টু উপাখ্যান


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

আমি ওপেনস্যুসে ব্যবহারকারী।

লেখায় চলুক

অভ্রনীল এর ছবি

স্যুযে-ওপেনস্যুযে দুটোই ব্যবহার করেছি; এমনকি ফিডোরা, স্যাবায়ন, স্ল্যাকওয়্যার, ম্যানড্রেক মায় মিন্টও ব্যবহার করেছি, কিন্তু উবুন্টুর মত সুখ কোনখানে পেলাম না! দেঁতো হাসি

তারেক আল ইসলাম (সুমন) এর ছবি

সহ্জ ও সুন্দর করে লেখার জন্য ধন‌্যবাদ ।
একটা উপদেশ দিলে খুশি হবো । আমার অপারেটিং সিস্টেম WIN 7 .
আমি ডুয়েল বুট হিসাবে লিনাক্স ইন্স্ট্ল করতে চাইলে ঃ

১) সম্ভব কিনা?
২) সবচেয়ে সহ্জ / ভাল লিনাক্স ডিস্ট্রিবিউশন কোনটি হবে আমার জন্য ?

বিস্তারিত উত্তর লেখা যদি কঠিন হয় তাহলে ভাল কোন লিন্ক দিলে ও বাধিত হবো।

ধন‌্যবাদ ।

শামীম এর ছবি

আপনার মেশিন জানালা-৭ ব্যবহারযোগ্য হলে যে কোনো লিনাক্সই দৌড়াবে ওতে। আমার পরামর্শ হল উবুন্টু থেকে তৈরী লিনাক্স মিন্ট ব্যবহার করতে পারেন। এতে শুরুতে মাল্টিমিডিয়া ফাইল না চলার একটা ধাক্কা থেকে বেঁচে যাবেন, এছাড়া এটার ইন্টারফেস অনেক বেশি পরিচিত লাগবে। পরবর্তীতে উবুন্টু, পিসিলিনাক্স, ফেডোরা, সুযে এরকম অসংখ্য ডিস্ট্রিবিউশন থেকে ছোট বিপদ-তাড়ন-পাচন পাপ্পি লিনাক্স, নপিক্স, স্লিটাজ ইত্যাদিও চেখে দেখতে আগ্রহ পাবেন আশা করি।

নেট থেকে একটা স্ক্রীনশট দেয়ার লোভ সংবরণ করতে পারলাম না:

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অভ্রনীল এর ছবি

সিরিজটার পরের কোন এক পর্বে লিনাক্স ডেস্কটপের কালো-কদাকার রূপ নিয়ে লিখার ইচ্ছা আছে। দেঁতো হাসি

শামীম এর ছবি

এই কমেন্ট এখানে কেমনে আসলো! ইয়ে, মানে...

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম এর ছবি

শয়তানী হাসি
পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

হাসিব এর ছবি

আপনার মেশিন জানালা-৭ ব্যবহারযোগ্য হলে যে কোনো লিনাক্সই দৌড়াবে ওতে।

কথাটা পুরো ঠিক না। আমার ল্যাপটপে জানালা৭। ভালোই চলে। কিন্তু ঐ একই মেশিনে লেটেস্ট উবুন্টুর ইউনিটি ডেস্কটপ ধাক্কায় ধাক্কায় চলে। বিকল্প হিসেবে জিনোম ডেস্কটপ ব্যবহার করি।

অভ্রনীল এর ছবি

১। খুবই সম্ভব। যদি উবুন্টু ব্যবহার করতে চান তবে কাজটি দু'ভাবে করা যায়। প্রথমতঃ উবি দিয়ে; এতে করে একদম নবীন ইউজাররাও কম্পিউটারে কোনরকম ডাটা লস না করে উইন্ডোজের যেকোন রিলিজের পাশাপাশি উবুন্টুর যেকোন রিলিজ ইন্সটল করতে পারবেন। দ্বিতীয়তঃ উইন্ডোজের পাশাপাশি স্বাধীন ওএস হিসেবে সম্পূর্ণরূপে ইন্সটলেশন। উল্লেখ্য যে প্রথম পদ্ধতিতে উবুন্টু স্বাধীনভাবে ইন্সটল হয়না, উইন্ডোজের উপর অনেকাংশে নির্ভরশীল। সত্যিকারার্থে কাজ করার জন্য উবি দিয়ে ইন্সটলেশন খুব একটা উপযোগী না হলেও উবুন্টু সম্পর্কে প্রাথমিক ভয় কাটাবার জন্য এবং উবুন্টুর সাথে পরিচিত হবার জন্য উবি খুবই উপকারী একটা পদ্ধতি।

২। আপনি কি কি কাজে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন বা আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেমে কি কি বৈশিষ্ট্য থাকা জরুরি - সেসব উল্লেখ করলে বলাটা সহজ হত। তাছাড়া এটা নির্ভরও করে একেক জনের ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের উপর। তবে আম-ব্যবহারকারীদের জন্য অবশ্যই উবুন্টু! দেঁতো হাসি উবুন্টু নিয়ে লেখাপড়া করতে চাইলে এইখানে ঢুঁ মারতে পারেন।

শামীম এর ছবি

তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেরই জানা দরকার: লিনাক্স

  • আলাদা ড্রাইভার ইনস্টল করা লাগে না।
  • চমৎকার ফন্ট রেন্ডারিং।
  • ভাইরাস টাইরাসের ঝালেমা নাই

আরেকটা কথা,
টেস্টিং-এর জন্য লাইভ সিডি থেকে চালালে অনেক স্লো মনে হয়। আসলে, ইনস্টল করলে এটা অনেক ফাস্ট চলবে। লাইভ সিডি থেকে ড়্যামে ডেটা যাওয়ার রেট হার্ডডিস্কের চেয়ে অ--নে--ক কম (১০% এরও কম), এছাড়া এটা সিডিতে কমপ্রেসড অবস্থায় থাকে। ক্লিক করার পর ডেটা ড়্যামে নিয়ে তারপর আনপ্যাক করে দেখায় বলে লাইভ সিডিতে অনেক ধীরগতির মনে হয় -- যা আসল ইনস্টলে হবে না।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নূর এর ছবি

লিনাক্স এর ভালোদিক অনেক শুনেছি, কিন্তু ব্যবহার করতে সাহস পাইনা কম্প্যাটিবিলিটির জন্য। আমাকে প্রচুর রিসার্চ পেপার পড়তে হয়। ফাইলগুলি প্রধানত পিডিএফ। আমি পিডিএফ গুলিতে আঁকিবুকি করে, হাইলাইট করি, মন্তব্য লিখে রাখি (১)। এই কাজে আমি Foxit Reader ব্যবহার করি। এটি খুব দ্রুত চালু হয়। এই প্রগ্রামটি আমি খুব পছন্দ করি। গুগল করে আমার স্বল্প জ্ঞানে এর কোনো লিনাক্স-বিকল্প খুজে পাই নি।

ওপেন অফিস ব্যবহার করে ডকুমেন্ট বানালে, প্রফেসর যখন সেটা তার এমএস অফিস দিয়ে খোলে অনেক ফরম্যাটইং ঝামেলা করে, টেবিল ঠিক থাকেনা (২)। একই ঘটনা মনে হয় প্রেজেন্টেশন ফাইলেও (ppt) হয়।

এই দুইটা সমস্যার কারনেই আমি লিনাক্স ব্যবহার করতে পাচ্ছি না। অভ্রনীল ভাইয়ের কাছে সাহায্য চাইছি।

অছ্যুৎ বলাই এর ছবি

এটা কি ফক্সিট রিডারের লিনাক্স ভার্সন?
উইন্ডোজ সফটওয়্যার লিনাক্সে ইনস্টল করার সিস্টেমও থাকার কথা। আমার প্রায় ৭ বছর আগের জ্ঞান, তখন এটা করার জন্য [url=http://en.wikipedia.org/wiki/Wine_(software)]wine[/url] ছিলো, এখন আরো ইউজার ফ্রেন্ডলি উপায় থাকা উচিত।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শামীম এর ছবি

আমার প্রফেসর আমাকে সমস্ত সফটওয়্যারসহ ল্যাপটপ কিনে দিয়েছিলো। আপনিও বলে দেখতে পারেন। চোখ টিপি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অনার্য সঙ্গীত এর ছবি

আপনার প্রফেসর কী ইমিউনোলজির একজন পিএইচডি স্টুডেন্ট নেবে? ইয়ে, মানে...

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

হাসিব এর ছবি

১. লিনাক্সের ডিফল্ট পিডিএফ রিডার ফক্সইট থেকে ভালো। আর পিডিএফ এডিট করার জন্য এই মুহুর্তে চারটা সফটওয়্যার পেলাম।

২. ওয়ার্ড ইনস্টল করা যায় wine এর মাধ্যমে। আরো নির্দিষ্ট করে বললে playonlinux দিয়ে। playonlinux ইনস্টল করে সেটা দিয়ে ওয়ার্ড এক্সেল ইনস্টল করতে পারবেন। ফন্টে একটু ঝামেলা করতে পারে। একটু গুগল করে নিলেই সমাধান পেয়ে যাবেন। ম্যাক্রো না থাকলে ওয়ার্ড ডকুমেন্টে কাজ আপনি এভাবে লিনাক্সেই করতে পারবেন। পাওয়ারপয়েন্ট আমি playonlinux দিয়ে চালাতে পারিনি। পাওয়ারপয়েন্ট যদি শুধু দেখার দরকার হয় তাহলে ওটা পিডিএফ করে প্রফেসরকে দিতে পারেন।

অভ্রনীল এর ছবি

১। উবুন্টুতে ডিফল্টভাবে যে রিডার দেয়া থাকে সেটা কিন্তু ভয়াবহ লাইটওয়েট। শুধু পিডিএফ পড়তে ওটার জুড়ি নেই। উবুন্টু ইন্সটল করলে আপনা আপনিই ইন্সটল হয়ে যাবে রিডারটা, নেট খুঁজে অন্য রিডার নামাবার দরকার নেই। হাসি

২। এমএস অফিস যদি লিনাক্সের জন্য ডেভেলপ না হয় তবে তো কিছু করার নেই। তবে এখনকার লিব্রা অফিস বা ওপেন অফিস দিয়ে .doc, .docx, .ppt, pptx প্রভৃতি ফরম্যাটে ফাইল সেভ করে সেটা এমএস অফিসে খুব সহজেই খোলা যায় (যদি না অধিক পরিমানে ম্যাক্রো ব্যবহার না করা হয়)। প্রেজেন্টেশন ফাইলগুলোতে এমএস অফিস যে ইফেক্ট সাপোর্ট করে সেসবের বাইরে কোন ইফেক্ট দিলে এমএস অফিসের জন্য অসুবিধাজনক হয়ে যায়। এজন্য আমি আদ্যোপান্ত ওপেন অফিস/লিব্রা অফিস ব্যবহার করি। আমার থিসিস প্রেজেন্টেশন করেছিলাম ওপেনঅফিস ইম্প্রেস দিয়ে।

সাইফ তাহসিন এর ছবি

নেন ভাই ফক্সিট রিডার, আমিও ফক্সিট ব্যবহার করি। টার্মিনাল খুলে এই কমান্ড গুলো লিখেন, ফক্সিট যোগ হয়ে যাবে

টার্মিনাল আছে আপনার এক্সসোরিসের মধ্যে।
টার্মিনাল চালু করুন
wget -c http://mirrors.foxitsoftware.com/pub/foxit/reader/desktop/linux/1.x/1.1/enu/FoxitReader_1.1.0_i386.deb
৩২ বিটের মেশিনে/অপারেটিং সিস্টেমে -
sudo dpkg -i FoxitReader_1.1.0_i386.deb
৬৪ বিটের মেশিনে/অপারেটিং সিস্টেমে উপরের লাইনের বদলে
sudo dpkg -i --force-architecture FoxitReader_1.1.0_i386.deb
এরপর এই লাইনটা রান না করলেও চলবে, ঐ ডাউনলোড করা ডেবিয়ান ফাইলটা বিদায় করার জন্যে
rm FoxitReader_1.1.0_i386.deb

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

দারুণ পোস্ট! মজা পাইলাম অনেক!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সংসপ্তক এর ছবি

মিন্টে শিফট করার ইচ্ছা ছিলো। জিনিসটা বড় সুন্দর। আমি আবার কম্পিয খুব ভালু পাই। এক সময় উবুন্টু এবং তারপর উবুন্টু স্টুডিও ব্যবহারেরও ট্রাই দিয়েছিলাম মাস খানেক। কিন্তু গেমারদের কপালে লিনাক্স নাই। কি করুম।

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শামীম এর ছবি

বলেন কি! ম্যাঁও
লিনাক্সে তো ম্যালা গেম আছে। ফ্রী গেম আছে আবার দাম দিয়ে কেনা লাগে এমন গেমও আছে।

কনসোলের গেম যেমন উইন্ডোজে চলবে না তেমনি লিনাক্সে উইন্ডোজের গেম চলবে না - এটাই স্বাভাবিক।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

ভাইয়া ২টা বস্তুর জন্যে আমার সবসময় লিনাক্সে থাকা সম্ভব হয় না। গেম (ডাইরেক্ট এক্স সাপোর্টের গেম) খেলা আর ফটোশপ। মানুষ যতোই গিম্পের কথা বলুক এইটা দিয়ে এতো কাহিনী করে ছবি প্রসেস করতে গেলে সারাদিন পার হয়ে যাবে! আর মাইক্রোসফটের শেষ তুরুপের তাস এই ডাইরেক্ট এক্স এইটা দিয়ে তারা দুনিয়ার সব গেম কম্পানিকে বাইন্ড করে রাখছে মন খারাপ

---------------------
আমার ফ্লিকার

অভ্রনীল এর ছবি

আর মাইক্রোসফটের শেষ তুরুপের তাস এই ডাইরেক্ট এক্স এইটা দিয়ে তারা দুনিয়ার সব গেম কম্পানিকে বাইন্ড করে রাখছে

কনসোলের গেমেও কি ডিরেক্ট এক্স ব্যবহার করে? গেম নিয়ে আইডিয়া নাই, তাই জানতে চাচ্ছিলাম।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

একটু ভুল বলে ফেলছিলাম। দুনিয়ার সব "ডেক্সটপ গেমিং" হবে কথাটা। কনসোলে ডাইরেক্ট এক্স ব্যবহার করে না। তবে অনেক বিখ্যাত গেমই আছে যেইগুলা পুরাই ডেক্সটপ বেইজড। তবে এইটা ঠিক যে আজকাল মানুষ কন্সোলে বেশী ঝুকতেছে। তবে কিছু গেমস আছে যেইগুলা পিসি ছাড়া অন্য রিলিস দেওয়া হয় না।

---------------------
আমার ফ্লিকার

তারেক আল ইসলাম (সুমন) এর ছবি

শামীম এবং অভ্রনীল , অনেক ধন্যবাদ ।
আসলে ভাবিনি এতো শীঘ্রই আপনাদের উত্তর পাবো, তাই লিন্কগুলো ঘাটাঘাটি করছিলাম ।
ইতিমধ্যেই ২ নম্বর লিন্ক (কেন উবুন্টু ব্যবহার করবেন?) থেকে উবি ধরে ইন্স্ট্ল শুরু করে দিয়েছি ।
৭০০ মে.বা. । ২ ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে ।
স্ক্রীনশট টা বেশ সুন্দর। এইটা কি লিনাক্স মিন্ট ?
ধন্যবাদ ।

শামীম এর ছবি

জ্বী, লিনাক্স মিন্ট।

আপনি দেশে থাকলে ডাউনলোড না করেই আপনার আশেপাশেই কারো কাছে এগুলো পেতে পারেন।
সমস্যায় সাহায্যের জন্য:
লিনাক্সদেশ ফোরাম, আমাদের প্রযুক্তি ফোরাম কিংবা প্রজন্ম ফোরামে লিখতে পারেন।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অভ্রনীল এর ছবি

বছরদেড়েক আগে লিনাক্স মিন্ট ব্যবহার করতে গিয়ে টের পেলাম যে তারা উবুন্টুর সাথে কিছু এদিক সেদিক করতে গিয়ে অনেক কোর জিনিস বাদ দিয়ে দিয়েছিল। কোন কোন জিনিস বাদ দিয়েছিল মনে নেই, কিন্তু জিনিসগুলো আমার জন্য খুব দরকার ছিল, যার ফলে সেগুলো আলাদা ইন্সটল করতে হয়েছিল। সে জন্য আর মিন্ট ব্যবহার করা হয়নি। তবে আপনি যদি সুন্দরের পূজারী হন তবে কুবুন্টু ব্যবহার করে দেখতে পারেন। চোখ টিপি

মীর মোশাররফ হোসেন এর ছবি

আমার সমস্যা গেম খেলা নিয়ে....অনেক গেমই ইন্সটল করা যায় না....এর কোনো সহজ সমাধান আছে কীনা?

শামীম এর ছবি

কোন গেম?

আপনি আবার মটরসাইকেলের পার্টস গাড়িতে লাগানোর চেষ্টা করেন নাই তো?! (উইন্ডোজের ফাইল তো লিনাক্সে চলার কথা না, ম্যাকেও চলবে না)

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অভ্রনীল এর ছবি

গেম ওয়ালারা যদি লিনাক্সে ইন্সটল করার জন্য গেম না বানায় তাহলে লিনাক্সের কী করার আছে বলুন! মন খারাপ তবে লিনাক্সেও কিন্তু বেশ ভালো ভালো গেম পাওয়া যায়। আর ওয়াইন দিয়ে মোটামুটি সিংহভাগ উইন্ডোজ গেম উবুন্টুতে চালানো যায়।

অবাঞ্ছিত এর ছবি

আমি নিজে মাঝে মধ্যে লিনা্ক্স ব্যবহার করি... তবে আমার সমস্যা যাতে হয়েছে তা হল গ্রাফিক্স হার্ডঅয়্যারের সাথে ইন্টারফেইসিং .. নেটবুকে ইন্সটল করতে গিয়ে ব্যাপক ঝামেলা পোহালাম... ১০.০৪ আসার পরে সেই ঝামেলা গেলো... পরে ডেক্সটপে ইন্সটল করতে গিয়েও নানা সমস্যা... লাইভ সিডি থেকে ঠিকঠাক চললেও ইন্সটল করলেই আর বুটই হয় না.. "এ্ক্স" সংক্রান্ত কি কি ফাইল পাচ্ছিলোনা.. পরে জানালাই রেখে দিলাম...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অভ্রনীল এর ছবি

আপনি যদি এনভিডিয়া বা এটিআই গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তবে সঠিক ড্রাইভারটি সম্ভবত ইন্সটল করা হয়নি বা ছিলনা। গ্রাফিক্স কার্ডগুলো যেমন উইন্ডোজের জন্য ড্রাইভার লেখে, তেমনভাবে লিনাক্সের জন্য লেখেনা। তবে আশার কথা হচ্ছে এনভিডিয়া দেরীতে হলেও তাদের কার্ডগুলোর লিনাক্স ড্রাইভার রিলিজ দিচ্ছে। তাই সঠিক ড্রাইভারটি ইন্সটল করলে গ্রাফিক্স সম্পর্কিত সমস্যা থাকার কথা না।

অবাঞ্ছিত এর ছবি

নেটবুকের গ্রাফিক্স কার্ড অনবোর্ড ইন্টেল আর ডেক্সটপে গ্রাফিক্স কার্ড এটিআই এর... আমার কার্ডের ড্রাইভার অনলাইনে ছিলো (লাইভ অবস্থায় নামানোও যাচ্ছিলো) তবে বুটই হচ্ছিলোনা. গ্রাব এ লিনাক্স সিলেক্ট করলে আমার মনিটরই বন্ধ হয়ে যাচ্ছিলো.. পুরো মনে নেই কি কি এরর ছিলো, তবে রিকভারি মোডে ঢুকে অত ঝামলা করে একটা ড্রাইভার ইন্সটল করতে ইচ্ছা করেনি..

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

কৌস্তুভ এর ছবি

নতুন উবুন্টু ১১ ভালো লেগেছে, কুবুন্টু আরো বেশি। আমি কেডিই ভালোবাসি। তবে টেকিকানাদের পক্ষে উবুন্টু সেটাপ করা খানিকটা পরিশ্রমের কাজ। আমি তাই মিন্ট ব্যবহার করি। কিন্তু মিন্টের কেডিই ভার্শনটা আসতে আবার অনেকদিন সময় নেয়, আগেরটায় অনেক ঝামেলাও ছিল। দেখি নতুনটা কী হয়।

অভ্রনীল এর ছবি

তবে টেকিকানাদের পক্ষে উবুন্টু সেটাপ করা খানিকটা পরিশ্রমের কাজ।

টেকিকানাদের জন্য কিন্তু উইন্ডোজ ইন্সটলেশনও বেশ পরিশ্রমের কাজ! এ জন্য আশপাশের টেকিরাই টেকিকানাদের উইন্ডোজ ইন্সটল করে, ড্রাইভার সেটাপ দিয়ে পুরো সিস্টেমটি দাঁড় করিয় দেন! খাইছে

তারেক আল ইসলাম (সুমন) এর ছবি

এই মন্তব্য টি উবুন্টু থেকে করলাম ।
ইন্স্টলেশন খুব সহজেই হলো।
ডেস্কট্প দেখেই মুগ্ধ। বাকি টা দেখা যাক ..........
"মুই কি হলুম রে" একটা ভাব এসেছে এই মুহুরতে।
শামীম এবং অভ্রনীল, আপনাদের কে আবারো ধন্যবাদ।

অভ্রনীল এর ছবি

আপনাকে অভিনন্দন! হাততালি ছোটখাট সাহায্যের জন্য সহজ উবুন্টু শিক্ষা তো রয়েছেই! দেঁতো হাসি আর যেকোন সাহায্যের জন্য উবুন্টু ফোরাম বা আস্কুবুন্টুতে রেজিস্ট্রি করে ফেলুন। তারপর মনের শখ মিটিয়ে প্রশ্ন করতে থাকুন... হাসি

স্বপ্নডানা এর ছবি

লিনাক্স এ ওয়াইফাই ইন্টারনেট সংযোগ কিভাবে করা যায়? জানালে উপকৃত হতাম

অভ্রনীল এর ছবি

অন্য লিনাক্স ডিস্ট্রগুলোর কথা জানিনা, তবে উবুন্টুতে স্বয়ংক্রিয়ভাবেই পেয়ে যায়। যদি না পায় তবে তার দিয়ে ইন্টারনেটে কানেক্ট হয়ে System > Administration > Hardware Drivers এ গেলেই দেখবেন যে উবুন্টু আপনার ওয়াইফাই কার্ড ডিটেক্ট করে আপনাকে ইন্সটল করতে বলছে, সেখান থেকে এক ক্লিকে ইন্সটল করে ফেললেই হল।

অনার্য সঙ্গীত এর ছবি

মিন্ট ইসাডোরা ব্যাবহার করি।

কিন্তু ডুয়াল বুট করে রাখতে হয়েছে। মাঝে মধ্যে উইন্ডোজে ফিরতে হয় অফিসের জন্য। ওপেন অফিস দিয়ে কাজ করে সুবিধা করতে পারি না। অনেক ঝামেলা করে। চিরতরে জানালা খেদানোর উপায় বাতলান।

মিন্ট/উবুন্টুর নতুন ভার্সনগুলোতে বেশ ঝামেলা হয়। জুলিয়া ব্যাবহার করতে গিয়ে আবার ইসাডোরাতে ফেরত এসেছি। উবুন্টুতেও একই ঝামেলা। অনেক ফাঁকফোকর থেকে যায় বোধহয় নতুন ভার্সনগুলোতে। কম্পুকানা বলে বিস্তারিত বলতে পারছি না।

সাহায্য করুন: শাট ডাউন টাইমার কিভাবে সেট করে লিনাক্সে? কিভাবে আমি গান শুনতে শুনতে ঘুমাবো আর এক ঘন্টা পর ইসাডোরাও গান বন্ধ করে ঘুমিয়ে যাবে?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অভ্রনীল এর ছবি

এজন্য এলটিএস ভার্সনগুলোতে থাকাটাই শ্রেয়। আমি গত এক বছর ধরে ব্যবহার করছি ল্যুসিড লিংক্স, আরো এক বছর এটাতে থাকার ইচ্ছা আছে। প্রতি ছয়মাস পর পর ওএস আপগ্রেড করাটা আমার কাছে একধরণের ঝামেলা মনে হয়। তাই দু'বছরে একবার নতুন এলটিএস রিলিজ ইন্সটল করি।

অটোমেটিক শাটডাউনের জন্য জিশাটডাউন ব্যবহার করতে পারেন। অথবা টার্মিনালে আরো সহজে নিচের একলাইনের কমান্ড দিয়ে কাজটি করতে পারেন।

sudo shutdown -h 18:45

এ কমান্ডটি বলছে যে বিকেল ৬ টা ৪৫ মিনিটে উবুন্টু যাতে বন্ধ হয়ে যায়। ১৮:৪৫ এর স্থলে আপনি সুবিধামত সময় দিয়ে কম্পিউটার বন্ধ করতে পারেন।

অনার্য সঙ্গীত এর ছবি

পাইছি এবার তরে ইসাডোরা! সুডো শাটডাউন ফুঁ... শয়তানী হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

জিশাটডাউনে কাজ হয় নাই। বন্ধ হয় না। ঝিমায়।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দেশকাল এর ছবি

বিনা পয়সায় Matlab এর লিনাক্স ভার্সন ব্যাবহারের কোন সুযোগ আছে কি?

আনাম এর ছবি

আপনি octave ব্যবহার করে দেখতে পারেন।

অভ্রনীল এর ছবি

ম্যাটল্যাব একটা কমার্শিয়াল প্রোডাক্ট। আমি আমার ইউনিভার্সিটির লাইসেন্স দিয়ে বিনা পয়সায় উবুন্টুতে ব্যবহার করতাম। এ ছাড়া বৈধভাবে বিনা পয়সায় ম্যাটল্যাব ব্যবহারের কোন রাস্তা আমার জানা নেই। ম্যাটল্যাবের বিকল্প হিসেবে নিউম্যারিকাল অ্যানালাইসিসের জন্য Octave, SciLab বা SciPy ব্যবহার করতে পারেন। এর মধ্যে ওকটেভ .m ফাইল সাপোর্ট করে, আমি নিজে কিছু ফাইল চালিয়ে দেখেছি। অন্য দুটোতে সাপোর্ট করে কিনা জানা নেই।

shovon এর ছবি

আমি ৬৪-বিট সিস্টেম ইউজ করি (উবুন্টু 10.10)। এর জন্য অভ্র ইন্সটলার কোথায় পাব?

অভ্রনীল এর ছবি

ওমিক্রনল্যাব মনে হচ্ছে ৬৪ বিটের উবুন্টুর জন্য অভ্র রিলিজ করেনি। খুব ভালো হয় যদি ওমিক্রনল্যাবের সাইটে বা ফোরামে অনুরোধ করেন। তবে দেরী সহ্য না হলে চিকনে একটু গিকিভাবে কাজটা করা যায়। এজন্য সমস্ত নির্দেশনা এখানে দেয়া আছে।

উত্তরফাল্গুনী এর ছবি

Wimax এর ড্রাইভার সাপোর্ট এখন ও নাই মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ মন খারাপ

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

আপনি যদি ইউএসবি ডঙ্গলের কথা বলেন তা হলে এই মুহূর্তে নেই।কিন্তু ইনডোর মডেম কোন কনফিগারেশন ছাড়াই নেট পায়। এই মুহূর্তে আমি বাংলা লায়ন ইনডোর মডেম(AWB 231) ব্যবহার করছি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি টুক টুক করে মিন্ট ব্যবহার শুরু করছি
ভালো

অ:ট: আপনার সচল মেসেজে একটা পত্র পাঠাইছি, সময় পাইলে দেইখেন

______________________________________
পথই আমার পথের আড়াল

তাসনীম এর ছবি

সচল থেকেই উবুন্টু ব্যবহারের শুরু আমার। পুরানো একটা মেশিনে উবুন্টু ইন্সটল করেছি, ইম্প্রেসিভ পারফরমেন্স। আগে উইন্ডোজ ছিল ওতে, সবই খুব স্লো চলত- দেখা গেল উবুন্টুতে বেশ ভালো চলে। মেশিনটা আবার কাজে লাগছে এখন।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাই দ এর ছবি

উবুন্টু ছাড়া আর কোন লিনাক্স ডিস্ট্রোতে অভ্র চলে না

অভ্রনীল এর ছবি

চলে ... কিন্তু সেজন্য সে ডিস্ট্রো অনুযায়ী সোর্সকোড থেকে কম্পাইল করে নিতে হয়। তবে ৩২ বিটের উবুন্টুতে এত সমস্যা নেই। হাসি

সাই দ এর ছবি

ফিডোরা ব১৪ তে অভ্র কিভাবে ব্যবহার করব। জানালে খুব উপকৃত হ্ব

অনিয়মিত পাঠক এর ছবি

কেউ কি সাহায্য করতে পারবেন? উবুন্তুতে(১১.০৪) মাল্টিটাচ এনাবল করবো কীভাবে? আমার ল্যাপির টাচপ্যাড মাল্টিটাচ। ডিসপ্লেও মাল্টিটাচস্ক্রিন।
কেবলমাত্র সিঙ্গেল টাচ(ডিসপ্লে আর টাচপ্যাডে) কাজ করছে। আগের ভার্সনে(১০.১০) সেটাও কাজ করতো না।

অভ্রনীল এর ছবি

আপনি কি দয়া করে উবুন্টু ফোরামে আপনার সমস্যাটা তুলে ধরবেন? বাংলাদেশী উবুন্টু কমিউনিটিতে ক'জনের টাচস্ক্রিন আছে সেটাও একটা প্রশ্ন। তাই ভাল হয় একেবারে মূল উবুন্টু ফোরামে জিনিসটা তুলে ধরা।

টিপসঃ প্রশ্নগুলো Absolute Beginner Talk বিভাগে করলে দ্রুত রেসপন্স পাওয়া যায়।

অনিয়মিত পাঠক এর ছবি

ধন্যবাদ আপনাকে।

দ্রোহী এর ছবি

লিনাক্স ব্যবহার করা আসলেই খুব কঠিন।

হলিউডি মুভিগুলাতে দেখেন না?

স্ট্যানফোর্ড বা হার্ভার্ডের গিক টাইপের পোলাপাইন কনসোলে mount -t smbfs -o fmask=666,guest //kuddus-PC/share /mnt/share টাইপের লম্বা লম্বা কমেন্ট লিখে চউক্ষের পলকে সিআইএ-র মেইনফ্রেম হ্যাক করে।

চোখ টিপি

অভ্রনীল এর ছবি

হে হে হে ... আপসুস ... বেশিরভাগ লোকজন আপনার শেষ লাইনখানের মানে বুঝবেনা! দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

হো হো হো

কৌস্তুভ এর ছবি

একটা জিনিস দেখলাম, আমার ডেল-এর ল্যাপিতে (৩ বছর পুরোনো) নতুন উবুন্টু দিব্যি চলছে, জানিনা পুরোনোগুলোও চলত কি না। কিন্তু মিন্ট ৭ থেকে ১০ কোনোটাই গ্রাফিক্স কার্ডের (এটিআই) ড্রাইভার তো পেতই না, উবুন্টু ১১-র উপরেই বানানো যে নতুন মিন্ট ১১ সেটাও চলছে না। (এক্সটার্নাল মনিটরে চলে।)

বুঝলাম না, উবুন্টু থেকেই বানানো মিন্টে ড্রাইভার সাপোর্ট কমে গেল কী করে?

অপছন্দনীয় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

বইখাতা এর ছবি

দারুণ। চলুকচলুক উবুন্টু ব্যবহার করি। জানালাও। বেশ কিছু কাজের জন্য জানালাতেই ফিরতে হয়। তখন খুব বিরক্ত লাগে। আপনার এই লেখাটা "লিনাক্স থেকে ১০০ হাত দূরে থাকুন" নীতিতে চলা মানুষদের পড়তে দেব ভাবছি। আশা করছি কাজ হবে।

মৌনকুহর [অতিথি লেখক] এর ছবি

লিনাক্স দেখতে জানি কেমুন কেমুন লাগে

হো হো হো

লেখাটা পড়ে লিনাক্স ব্যবহারে উৎসাহিত বোধ করছি... ধন্যবাদ... হাসি

কিবরিয়া দুর্লভ  এর ছবি

অভ্রনীলদা, ভাল লাগলো আপনার লেখা পড়ে....

ন্যাটিতে NTFS Configuration Tool ইনস্টল করলাম, কিন্তু চলতেছে না...ক্লিক করলে পাসওয়ার্ড চায় ঠিকই, কিন্তু পাসওয়ার্ড দেয়ার পরে কিছুই আসে না....ব্যপারটা সম্পর্কে জানা থাকলে একটু জানাবেন.... হাসি

হাসিব এর ছবি

আমি pysdm ব্যবহার করি।

নির্লীপ্ত বহুদুর এর ছবি

লিনাক্স ব্যবহার করিনা কারন ইন্টারনেট অনেক স্লো , আর সব কিছু হাতের কাছে পাই না , উবুন্টু কিছুদিন ব্যবহার করেছি , মনে হয়েছে যে সারাক্ষন ইন্টারনেট থাকাটা জরুরি উবুন্টু চালাতে গেলে , এই কারনে এখন পর্যন্ত উইন্ডোজ সেভেনেই চলছি , আমাদের দেশে যদি ইন্টারনেট স্পিড ভাল হত তাহলে অবশ্যই লিনাক্স ব্যবহারকারির সংখ্যা আরো বেশি হত।

অভ্রনীল এর ছবি

লিনাক্স ব্যবহার করিনা কারন ইন্টারনেট অনেক স্লো

ঠিক বুঝলামনা! আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার ইন্টারনেট স্লো নাকি একই ইন্টারনেট কানেকশন উইন্ডোজের চেয়ে উবুন্টুতে স্লো?

আর সব কিছু হাতের কাছে পাই না

ঠিক এই সমস্যাটা আমার হয় উইন্ডোজ চালাতে গেলে, আসলে অভ্যস্ততা বড় ব্যাপার। আপনি কুবুন্টু ব্যবহার করে দেখতে পারেন, এটা দেখতে অনেকটা উইন্ডোজের মতই।

উবুন্টু কিছুদিন ব্যবহার করেছি , মনে হয়েছে যে সারাক্ষন ইন্টারনেট থাকাটা জরুরি উবুন্টু চালাতে গেলে

ঠিক কি কারণে এটা মনে হয়েছে আরেকটু পরিষ্কার করে বলবেন কি? উবুন্টুর উপযোগী সফটওয়্যার বাজারে পাওয়া যায়না (আরো স্পষ্ট করে বললে দোকানে বিক্রি করেনা) যার কারণে ইন্টারনেট ছাড়া সফটওয়্যার পাবার আর কোন পথ খেলা নেই। উইন্ডোজেরও তো অনেক সফটওয়্যার ইন্টারনেট থেকে সবাই নামায় তাইনা! উবুন্টু ব্যবহার করতে হলে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে এমন কোন কথা নেই। আমি নিজে কয়েকজনকে অফলাইনে ইন্সটল করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে অফলাইনেও সফটওয়্যার ইন্সটল করতে পারবেন।

ডুব এর ছবি

উবুন্টুর চেয়ে আরাম কি কিছু আছে? জানা নাই। সামনে ল্যাপি কিনলে কুবুন্টুতে যাওয়ার ইচ্চা আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।