অফিসে আজ কাজের চাপে চ্যাপ্টা হওয়ার জোগার। আউটলুকে এক কলিগকে টেক্সট ফাইল পাঠাতে গিয়ে দেখি সচল প্রকাশ থেকে দুই দুইটি মেইল এসেছে। নিয়ে এসেছে সচল হওয়ার খবর। কিন্তু হায়, আজকে দম ফেলবার ফুসরত নেই যে! কেমনে জানাবো তাহলে সবাইরে সচল হওয়ার অনুভূতি। ভবিষ্যতের তোলা থাক। সবাই কী বলেন?
মন্তব্য
আপনাকে দেখতে পাচ্ছি অতিথি হিসেবে সচল করা হয়েছে। পূর্ণমাত্রায় সচল হতে বোধহয় আরেকটু পথ বাকি। লিখে যান সমানে।
হাঁটুপানির জলদস্যু
হু, তাইতো। এজন্যই নামের শেষে থার্ড ব্র্যাকেটে অতিথি দেখাচ্ছে। আসলে ভাই খুব দৌড়ের ওপর আছি। ভালো করে তালাশও করতে পারিনি।
পথ যখন বাকী, তাহলে তো হাঁটতেই হবে। কী বলেন?
স্বাগতম, পান্থ ! তমাই'র গল্প হোক এবার জোরে সোরে
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
জায়গাটার নাম তো তামাই , তমাই নয় ( হায়, আমার কম্পোজের হাল ! )
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ভাইজান, তামাই থেকে একসময় যে গল্প হয়েছে, তা কী আর এখন হওয়ার জো আছে! দিনকাল পাল্টেছে না।
হায়, কী মধুর ছিল সেই মঙ্গলবারের দিনগুলো! কী অধীর অপেক্ষা ছিল!!! সুমন সুপান্থ ও অন্যান্যদের লেখা পড়ার জন্য কী ছটফটে প্রতীক্ষা। সুপান্থ দা একদিন হবে সেই গল্প ব্লগরব্লগরে...
সেই ভালো পান্থ রহমান রেজা ।
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
আমি মনে হয় সবচেয়ে পুরাতন অতিথি লেখক। আপনাকে সচল হওয়ার শুভেচ্ছা। আমাকে ওরা সচল করে না। কি আর করব বাকিদের সচল হওয়ার অভিনন্দন জানাই। সচল হতে কেমন লাগে একটু খোলাশা কইরা কইয়েন। পরেরটা শুনে দেখি ...
-উলুম্বুশ
- উলম্বাঁশ ভাই আসলেই পুরাতন কিন্তু লেখা এবং জোখার দিক দিয়ে বাকিরা তাঁকে ছাড়িয়ে গেছেন বলেই বোধকরি একটু সময় নিচ্ছে সচলত্ব প্রাপ্তিতে। তবে এটারও একটা ভালো দিক আছে, অধিক সময় নিয়ে যে ফল পাকে তার স্বাদও মিষ্ট থেকে সুমিষ্ট হয়ে থাকে। আপাতত সেই সুমিষ্ট ফলের আশাই করা যাই বরং।
আর আপনাকে অনুরোধ করি বেশি বেশি করে লিখে ফাটিয়ে দিন। দৌড়ের ওপর ফেলে দেন মোটারামদের।
মোটারামদের অনুরোধ করি, উলম্বাঁশ ভাইয়ের দিকে একটু নেকনজর দেওয়ার জন্য।
পান্থ রহমান রেজা, তাঁকে পৌনেসচলত্ব প্রাপ্তিতে অনেক শুভকামনা।
ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মানি না । খালি লেখার সংখ্যা দ্যাকলে একদিন আমিও!!!!!!!!
eru
-------------------------------------
pause 4 exam
ভাই আমারও তো দেখি একই অবস্থা । নয় নয় করে ২২ টি লেখা ছাপাইলাম তবু তো দেখি আপাতত হাফ সচল হওয়ারও নাম নাই । কেম্নে যে সচল হই । পরীক্ষার জন্যে আবার লিখতেও পারছিনা নিয়মিত । আশা করি পরীক্ষার পর রকর্ডসংখ্যক লেখা লিখে সচল হব । (সব্বোর্চ কতটি লেখা লিখে অতিথিরা সচল হইছে ? কেউ জানেন রেকর্ডটা?)
eru
-------------------------------------
pause 4 exam
- আপাততঃ মোটারামদের দেখাতে হবে প্রেয়সীকে ছেড়ে থাকা যায় মাগার সচলকে নয়!
সংখ্যাতো বটেই, তার চাইতে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হৈলো কতোটা ফ্রিকোয়েন্টলী গোলা ছুটছে আপনার কামান থেকে। আইজকা একটা ছাইড়া কুম্ভকর্ণের লাহান ঘুমায়া গেলে তো হইবো না। ঐদিকে তখন অযোধ্যা দখল হৈয়া যাইবো। মুহুর্মুহু আক্রমন চাই। খালি কথা একটাই-
তোপ চালাওওওও...
তোপের সলতায় আগুন লাগাইতে লাগাইতে কোনদিন দেখবেন সচল হৈয়া গেছেন, নিজেও টের পাইবেন না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা!! হাসাইলেন মোরে...
ব্রাশ ফায়ার কইরা কাম হইতাসেনা !!! ফায়ারিং বন্ধ করুম ভাবতেছি।
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
@eru ভাই!
চোখ রাখুন আমার পাতায়!! আমি নজরবন্দী সচল হইসি ২৫ টা পোস্টের পর।
আর ফুল সচল হবার সাথে সাথে অফিসিয়াল রেকর্ডটাও পাইয়া যামু ইন্শাল্লা!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
অতিথি তার আধা-সচলের খবর পেলেন এমন এক অ-তিথিতে যে... কিছু বলতেই পারলেন না! তা হোক, আমরা অপেক্ষায় রইলাম!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মৃদুল ভাই, বাকির খাতায় শূন্য ফাঁকি, কথাটা মনে হয় আপনি বেশ মানি । তাই না।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আমরা আর কী বলবো, আপনি কিছু না বললে ? ভবিষ্যতের জন্য তোলা থাক। কী বলেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তাইতো বলছি, যদি সদয় অনুমতি দেন।
পুরা সচল না হোক, আধা সচল তো বটেই! তোমার জন্য আধা-সুস্বাগতম! বাকি আধা, পুরা সচল হওয়পর পরে জানাবো বলে জমা রাখলাম। হা হা হা!
অভিনন্দন।
তবুও সান্ত্বনা থাকে এতটুকু- নিজের নামটা চোখে পড়ে। মনে হয়- আড়ালে নয়, আছি সমুখেই। তবে সদর্পে নয়- কিছুটা কুঁজো হয়ে।
______________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আধা-সচলত্বের জন্য কি আধা-অভিনন্দন দেয়ার রীতি আছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভবিষ্যতে আর অনুভূতি জানাতে হবে না
সচলের খপ্পরে পড়ে যখন অফিস- ব্যবসা- সংসার সবই কামাই হতে থাকবে
তখন একটাই অনুভূতি হবে- ধর। এইগুলারে ধর
এক্কেরে হাসা কথা !
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
সময়েই টের পাইবেন ব্লগ অ্যাডিকশন কী জিনিষ!!!!
যাই হোক, অর্ধ-সচলত্বপ্রাপ্তিতে অর্ধ-অভিনন্দন!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন