মঙ্গলবার কবে আসবে!

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: বিষ্যুদ, ২৪/০৭/২০০৮ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে হঠাৎ পাফো'র মরিযাদ হারুন ফোন করেছিলেন। এটা সেটা নানা কথা। এর-ওর খোঁজখবর। সেই সূত্রে কত কথা মনে পড়ে গেল। স্মৃতির ঝাঁপি খুলে আবার ফিরে এলো মঙ্গলবারের জন্য সপ্তাহব্যাপী কী ছটফটে অপেক্ষা! সঙ্গে কত শত নাম- মরিযাদ হারুন, সুমন সুপান্থ, হাসান মোরশেদ. আরিফ জেবতিক, আতিক দর্জি, জয়দীপ দে শাপলু, মোর্জিনা মতিন কবিতা, বিন্তি, আসমা বিথী, অর্জুন মান্না, দন্তস সফিক, ভোলানাথ পোদ্দার, অরুনাভ চৌধুরী শিমুল, অনতু ইমতিয়াজ আর তাদের লেখা পড়ার সেই উন্মাদনা। স্মৃতি ঘেঁটে এদের ক'জনেরই নাম মনে করতে পারলাম। আরো অনেকের নাম মনে করতে পারছি না- যেমন ফেনী থেকে মেয়েটি লিখতো, পিকু নামে একটি বইও লিখেছিল। ইন্দিরা রোড থেকে লিখতো যে দুই বোন। সিলেট আর শ্রীমঙ্গল থেকে আরও কেউ কেউ যেন, টাঙ্গাইল আর গাজীপুরের জয়দেবপুর থেকে কে কে যেন, তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। মঙ্গলবারের সেইসব লেখকদের কারো কারো সাথে টুকটাক যোগাযোগ হয় এখনো। তবে বেশিরভাগেরই খবর জানা নেই। কে যে আজ কোথায় আছে! হায়, সে মঙ্গলবার আবার কবে আসবে!


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

'বন্ধুর ভেজা হাতের আঙ্গুল ছুঁয়ে এলে মনে হয় আঠারো বছর...'

কার কার সাথে যোগাযোগ আছে পান্থ?
ফেনীর রশীদা আফরোজ নাকি?
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পান্থ রহমান রেজা এর ছবি

হারুন ভাই, আরিফ ভাই, কবিতা আপা, সরফরাজ ভাই এদের সাথেই একটু-আধটু কথা হয়। তাও অনেক অনেক দিন পরে। আপনাকে আর সুমন সুপান্থ'কে ব্লগে পাই। আর কারো সাথে যোগাযোগ নাই।
হ্যাঁ ফেনীর রশিদা আফরোজের কথাই বলছিলাম। কিন্তু নাম মনে করতে পারছিলাম না।

সৌরভ এর ছবি

আমিও তখন মফস্বলে ক্লাস সেভেন-এইটে পড়ি। অপেক্ষায় থাকতাম, কবে মঙ্গলবার আসবে। বাড়িতে সবার আগে পেপার পড়ার যে প্রতিযোগিতা, সেটাও এই থেকে শুরু।
আহ সেই কৈশোর। শব্দমালার সৌন্দর্যের মুগ্ধতা নিয়ে বেড়ে ওঠা।
আহ সেই ভোকাপাফো!


আবার লিখবো হয়তো কোন দিন

পান্থ রহমান রেজা এর ছবি

আহ সেই কৈশোর। শব্দমালার সৌন্দর্যের মুগ্ধতা নিয়ে বেড়ে ওঠা।
আহ সেই ভোকাপাফো

সৌরভ, আমাদেরও এমন দিন গেছে, কত কত দিন, মাস, বছর। শব্দমালা গন্ধে আকুল হতে।

সুমন সুপান্থ এর ছবি

সর্বশেষ জেনেছি, অর্জুন মান্না সংবাদে । জয়দীপ দে শাপলু'র একটা গল্প পড়লাম সে দিন প্রথম আলো'য় । হটাত্-ই একদিন কথা হলো রাশীদা'র সঙ্গে । আসমা 'ঘুড়ি' নামে দুর্দান্ত একটা গল্প-কাগজ করে। - কতো শতো নাম, কতো শতো মুখ ! মাঝে মাঝে ভাবি , লিখবোই সব কিছু নিয়ে- আমাদের পুরোনো ব্যথাবেদনাভালোবাসায়ঢাকা উপখ্যান ! কত কি যে লেখা হয় না ! কত কি লিখতেই পারি না !!

--------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।