১.
মানুষের হাতে আজ কালিমা লেপ্টানো
কাকে তুমি বন্ধু ভেবে নেবে
বলবে এই হাত বন্ধুত্বের, এই হাত
মেখে রাখে গোলাপের সুঘ্রাণ।
বদলে দ্যাখো, ছোরা হাতে কেমন তেড়ে আসে আততায়ী হয়ে।
২.
ভালোবাসা নাও বন্ধু বলেই দিচ্ছি
হৃদয়ের উত্তাপে ভেসেছি যে কতোদিন
তার প্রতি সামান্য কৃতজ্ঞতা এই
রাখো এই বন্ধুত্বের প্রার্থনাটুকু
কী আশ্চর্য! তোমার রক্তচোখ
ও চোখে তাকাও কেন বারেবার।
মন্তব্য
খুব ভাল লাগলো আপনার কবিতাটি! সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, লজ্জা পাচ্ছি কিন্তু!
আপনে তো লজ্জায় কালো হয়া গেলেন দেখি!!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হাহাহা...
কী আশ্চর্য! তোমার রক্তচোখ
ও চোখে তাকাও কেন বারেবার।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ফেইকবুকের হ্যাংওভার (টাবু ভাবী!) মনে হয় যায়নি এখনো আপনার!
নতুন মন্তব্য করুন