এই নায়ক হবেন, নায়ক!!!

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: মঙ্গল, ২৫/১১/২০০৮ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কাজের সময় কোনো কিছুই ঠিকঠাকমতো পাওয়া যায় না। এ এক চিরন্তন রীতি। এই যেমন দিন কয়েক আগে আমাদের সেনোরা ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনের জন্য মডেল খুঁজতে খুঁজতে হয়রান হতে হয়েছিল। দেখা গেল যারা করতে চায়, তারা চরিত্রের সাথে যায় না। আবার যাদের দিয়ে মনে হয় হবে, তারা স্যানিটারি ন্যাপকিন প্রডাক্ট বলে বেশ ঘাইগুই করে। মডেল খুঁজতে গিয়ে আমাদের প্রডাকশন কাম মডেল কর্ডিনেটর জয়ন্ত দার ত্রাহি ত্রাহি অবস্থা! বেচারা সেই গল্পই বলছিলেন ওয়াশরুমে, সিগারেট ফুঁকতে ফুঁকতে।

আমাদের ওয়াশরুম আদতে আমাদের ব্রেইনস্ট্রমিংয়ের জায়গা। বাংলাদেশের অনেক জনপ্রিয় বিজ্ঞাপন আইডিয়ার জন্ম হয়েছে এই ওয়াশরুমে। প্রায়ই দেখা যায়, আমাদের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের ডেস্ক ঘন্টার পর ঘন্টা ফাঁকা। বাইরের কেউ এসে এই অবস্থা দেখলে অবাক হলেও অফিস ও অফিস সংশ্লিষ্ট সবাই নিশ্চিতভাবে জানে, আমরা সবাই ওয়াশরুমে আছি। ক্লায়েন্ট মিটিংও মাঝে মাঝে ওয়াশরুমে সারা হয়ে যায়। ফারুকী, কিসলু, তারেক, তানভীরের মতো বিজ্ঞাপননির্মাতারাও শরিক হোন মেকিং কলাকৌশলের ঝুড়ি নিয়ে। সচলের লন্ডনী ব্লগার থার্ড আই ওরফে তানভীর ভাই একবার এসেছিলেন আমাদের মিডিয়াকম অফিসে। ওয়াশরুমে অতোগুলো লোককে একসাথে আলাপ করতে দেখে খানিকটা ভড়কে গিয়েছিলেন তিনি।

সে যাই হোক, আসল প্রসঙ্গে না গিয়ে আজাইরা কথা বলছি। এবার আসল কথা কই। জয়ন্ত দা মডেল খোঁজার বিড়ম্বনার কথা বলছিলেন। গল্পে গল্পে আরো জানালেন, তারা একটি সিনেমা বানাচ্ছেন, একজন নায়ক দরকার। সেটাও খুঁজে পাচ্ছেন না। জানুয়ারিতে শুটিং। নায়ক হওয়ার প্রথম শর্ত, তাকে হতে হবে বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশী তরুণ। বয়স ২৫-৩০ বছরের মধ্যে থাকতে হবে। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে আরো একটি গুণ থাকতে হবে নায়কের। না, কোমর দুলিয়ে নাচতে হবে না তাকে, পাহাড় থেকেও লাফিয়ে পড়তে হবে না। তবে একটু মাস্তি টাইপের হতে হবে। ডিজে পার্টিতে গিয়ে মাল খেয়ে খানিকটা টাল হওয়ার গুণ ষোলআনায় থাকতে হবে। গল্পের প্রয়োজনেই এমনটি দরকার। আর গল্প... গল্পটি এখনই বলা যাচ্ছে না।

সচলে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেছোকড়ার সংখ্যা কয়েকগণ্ডা। শুধু কি ছাত্র, স্যারেরাও আছেন। এদের কেউ কেউ আসছে ডিসেম্বর-জানুয়ারিতে দেশে আসছেন। রেনেটের পোস্ট পড়ে জেনেছি, রেনেট ছাড়াও সৌরভ ভাই, ধ্রুবহাসান ভাইয়ের দেশে আসার জোর সম্ভাবনা আছে। ভাবলাম খবরটা দিয়ে রাখি। যদি আগ্রহী হোন তারা!!!(???)। তবে এরা কেউ না হোন আমাদের প্রিয় ধূগোদা তো আছেন নায়ক হতে এক পায়ে খাড়া। পরের শালীর সাথে সাথে নায়িকার সাথে ফস্টিনস্টি করার এই অপূর্ব সুযোগ ধূগোদা নিশ্চয় হাতছাড়া করবেন না! (ধূগোদা, একটু মজা মারলাম, নিশ্চয় মাইণ্ড খাইবেন না।)

তো কেউ কি আছেন, নায়ক হতে? থাকলে আওয়াজ দিয়েন, স্ক্রিন টেস্ট নিতে জায়গা মতো পৌঁছে যাবে ডিরেক্টরের চেলা! হাহাহহাহাহাহা।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুধু শুধু ডাকাডাকি কর্তেছেন।
আমাদের সচলের হিরু তো অনেক আগে থেকে রেডি। ফেব্রুয়ারি মাসের পোস্টগুলা গুতালে পাবেন।

দ্য ওয়ান এন্ড অনলিঃ

অমিত আহমেদ ফ্রম কানাডা।

জা-কা-জা-ভা-ভা পরিষদের ক্যান্ডিডেট।

পান্থ রহমান রেজা এর ছবি

হ, অমিত আহমেদ ভাইয়ের চেহারা, মাশাল্লাহ। কয়েকখানা মিউজিক ভিডিও করছেন তিনি! যা অ্যাক্টিং। দাঁড়ান ফেসবুক থাইক্যা তার কয়েকখানা ছবি ডাউনলোড মাইরা ডিরেক্টররে দেখাইতেছি। তয় শুটিং কিন্তু জানুয়ারি। কোনো গাইগুই চলবে না কিন্তু।

ধুসর গোধূলি এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

আ সা শিমুল ভাইয়ের এক ফ্যান্টাসি পোস্টে দেখছিলাম, অমিত ভাই ভালো হইয়া গেছে। এখন এইসব খেমটা নাচের ভিডিও লিংক দিয়া তার চরিত্রের বারোটা বাজানো কি ঠিক হবে?

অমিত আহমেদ এর ছবি

না ভাই আপনে লিংক দেন। সেই সুযোগে আমিও একটু দেখি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পান্থ রহমান রেজা এর ছবি

যার জন্য করি চুরি, সেই কয় চুর!!!
এইবার তো দেখছি, সব ঝাড়িঝুড়ি ফাঁস হইয়া যাইবো। হাসি

ডিপজল এর ছবি

পান্থ'দা মনে হয় অমিত হাসানের সাথে গুলায়ে ফেলছে।
নিচের উনি অমিত হাসান, পাশের জন পলি -auto

কনফুসিয়াস এর ছবি

অমিতের পক্ষে আমিও ভোট দিয়া গেলাম।
তবে অমিত ব্যস্ত থাকলে শিমুলরে দিয়াও কাজ চালাইতে পারেন, দুইজনই সু-লেখক ( সুদর্শন লেখক), খালি ভূড়িটা একটু কমাতে হবে, এই যা! হাসি

-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সাইফুল আকবর খান এর ছবি

এইখানে বিজ্ঞাপন দিয়া দিলা মাগনা?! চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পান্থ রহমান রেজা এর ছবি

না, পিআর করলাম। জানেনই তো বিজ্ঞাপনের যুগ শ্যাষ, পিআরের যুগ আইতেছে। ব্লগও বিরাট এক মাধ্যম হইয়া দাঁড়াইতেছে।

সাইফুল আকবর খান এর ছবি

সাব্বাশ!
খুবই ভালো উত্তর হয়েছে। যথার্থ!
প্রাউড অব ইউ, কপিরাইটার চোখ টিপি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

হিমু এর ছবি

ভিলেন লাগলে আওয়াজ দিয়েন মিয়া।


হাঁটুপানির জলদস্যু

পান্থ রহমান রেজা এর ছবি

দিমুনে। সিনেমায় মাস্তি আছে,তয় কইলাম কাটপিস টাইপের কিছু নাইকা। হাসি

তারেক এর ছবি

বঙ্গদেশে রঙ্গছাড়া সিনেমা বানাইবেন? অগ্রিম ফ্লপ মুবারক চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পান্থ রহমান রেজা এর ছবি

আরে সিনেমা বানাইবো আমগো বড় ভাইয়েরা।
সিনেমায় রঙ্গ আছে চিকন চালে। ফ্লপ, হাউজফুল বুঝি না। সিনেমা বানানোই বড় কথা। হাসি

হিমু এর ছবি

কোন ব্যাপার না। ফাইন্যাল এডিটিঙে গিয়া কাইট্যা দিলেই হইবো। খালি একবার নায়িকাদের আমার হাতে ছাড়েন। ডিপজলও বুকে থুথু দিয়া দোয়া পড়বো, গ্যারান্টি দিলাম।


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কার বুকে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

খুবই অবজারভ্যান্ট লোক আপ্নি হাসি


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

প্রশ্নের জবাব না দিয়া পাশ কাটিয়ে যাওয়ার এইটা ভালো তরিকা... জানলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

বয়সটা একটু এদিক সেদিক করা যায় না?
আর মাথার চুল কেমন থাকতে হবে? হাইট, গায়ের রং এগুলা তো বললেন না? আর তার চেয়েও বড় কথা নায়িকা কে হচ্ছে?

এই সিনেমাও কি স্যানিটারি জিনিসপত্র নিয়ে নাকি?

পান্থ রহমান রেজা এর ছবি

না। বয়সটা এদিক সেদিক করা যায় না। তাইলে ডিরেক্টরের বন্ধুই পার্ট পাইবো কইলাম।
নায়িকা কে হচ্ছে, এখনই বলা যাবে না। একটু রয়েসয়ে আলমগীর ভাই।
স্যানিটারি ন্যাপকিনের না। একটি চমৎকার গল্পনির্ভর সুশীল ধারার বাঙলা ভিডিও সিনেমা।

কীর্তিনাশা এর ছবি

আমি হিমু ভাইর চ্যালা ভিলেনের পাট চাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

আপনার আকাঙ্খার কথা জায়গামতো পৌঁছাইয়া দেয়া হবে কীর্তিনাশা দা। হাসি

রায়হান আবীর এর ছবি

একটা দুষ্টু গান ঢোকান্না দাদা, দুষ্টু গান ঢোকান... দেঁতো হাসি

=============================

পান্থ রহমান রেজা এর ছবি

রায়হান গান আবার কী? একটা আপলোড দাও তাড়াতাড়ি। একটু দেইখা নিই, দুষ্টু গান ফিট করা যায় কী'না।

মাহবুব লীলেন এর ছবি

আর্টিস্ট জোগাড় করে দিলে পয়সা কত দিবেন সেইটা বলেন
তারপর দেখেন কয়টা লাগে

তারেক এর ছবি

লীলেনদা, বয়সকালে বিদেশ গেলেন না। হেলায় হারাইলেন সুযোগটা মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পান্থ রহমান রেজা এর ছবি

ওই দেখেন লীলেন্দার কাণ্ড! মর্দ্দালোকের দালাল হইবার চায়!!!???হাসি
অফটপিক: লীলেন্দা টাকা বাঁচাইতে ব্লগে আইসা চেঁচাইতেছি। আর আপনে কী'না আমার কাছেই টাকা চাইতেছেন! আমগো মতো পোলাপান গো বাজেট নিয়া টানাটানি থাকে, তা তো আপনে ঢের জানেন।

মাহবুব লীলেন এর ছবি

মাগনা বৌ খুঁইজা দেওন যায়
বাট বিজ্ঞাপনের পোলা খুঁজতে হইলে টেকা লাগবো

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১. আপনাদের সেনোরা? অ্যাঁ

২. সেনোরার এক বিজ্ঞাপন বানাইছিলো অমিত সেন... সেইটা আমার প্রথম বিজ্ঞাপনে কাজ... এসিসস্ট্যন্ট... অমিতদা, পান্ডাদা, সুরজিত ইন্ডিয়া থেকা আইসা পড়ছে... আগামীকাল শুটিং... কিন্তু এখনো মডেল পাই না... মাথার চুল ছিড়িঁ খালি... শেষপর্যন্ত রাইত তিনটার সময় এক মেয়ে করতে রাজী হইলো... সে আবার নাচ জানে... খুশিতে তো ডগমগ... এ্যাডটা ভালো হইছিলো...

৩. সেই বিজ্ঞাপন করতে গিয়াই কতবার যে বিব্রত হইছি... শুটিং চলতেছে মাথা তো আউলা... দোকানে গিয়া বলি ভাই আমারে ১০টা সেনোরা দেন... দোকানদার হা কইরা চায়া থাকে... হো হো হো

৪. পান্থ... আপনের ডিরেকটররে বলেন... সবই যদি বাস্তবজীবনে থাকে তাইলে আর অভিনেতা কিসের? বাংলাদেশের একটা ছেলে যে কখনো বিদেশে পড়তে যায় নাই... তারে দিয়া এই চরিত্র করাইলে ভালো হবে... আমার কিন্তু দীর্ঘবছর থিয়েটারি অভিজ্ঞতা আছে... আর আমার বয়স কিন্তু ২৫ পার হয় নাই এখনো...

৫. সিগারেট খাইবেন? ধূরো... আপনে তো আবার এইসব খান্না... অন্যকিছু?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শেষপর্যন্ত রাইত তিনটার সময় এক মেয়ে করতে রাজী হইলো

মানে? চিন্তিত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

নজরুল ভাই আইজকা এক্টার পর একটা ধরা খাইতেসে গড়াগড়ি দিয়া হাসি
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঐটাই... যা ভাবছেন... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

১. হ, সেনোরা আমগোর স্কয়ার ব্র্যান্ড।
২. সেনোরা বিজ্ঞাপন নিয়া আমরার কয়েকদিন আগে বহুত ফ্যাসাদে পড়ছিলাম। মডেলের অভাবে শুটিং পর্যন্ত পেছাতে হয়েছে। পাওয়া গেছে শেষ পর্যন্ত।
৩. এই প্রডাক্ট নিয়া আমাদেরও বহুত খাটনি করতে হয়। মেয়েদের গিয়া গিয়া জিগাইতে হয় নানা মেয়েলি কথা। আরেকটা ব্র্যান্ড আছে এসএমসি'র প্যানথার কনডম। সেটা নিয়াও জিগাইতে হয় নানা বিব্রতকর কথা।
৪. ডিরেক্টরের মতিগতি বুঝতে পারি না। আমিও কইছিলাম, দেশের কোনো পোলা নেন। কয়, না, আমার বিদেশে পড়ে এমন পোলাই লাগবো। মনে মনে তারে গালি দিলাম, হালায় ডিরেক্টররা কোনো জাতই না (শুধু আমগো ভাতিজি নিধি'র বাবা আর নূপুর আপার জামাই বাদে)।:)
৫. অন্য কি সেটা ফোনে কমুনে। এইখানে কইলে রায়হান আবীর,বিডিআর ভাইয়েরা বাগড়া দিবার পারে।

মুস্তাফিজ এর ছবি

সেনোরা বিজ্ঞাপন নিয়া আমরার কয়েকদিন আগে বহুত ফ্যাসাদে পড়ছিলাম

আমার স্ত্রী এই অফারটা পেয়েছিলো, কেন করে নাই জানিনা

...........................
Every Picture Tells a Story

পান্থ রহমান রেজা এর ছবি

আহারে আগে যদি জানতাম উনি আপনার ওয়াইফ, তাইলে আপনের দোহাই দিয়া একটু জোর করতে পারতাম। দূরো মিয়া আপনে আগে কইবেন না।

সুমন সুপান্থ এর ছবি

আর আমার বয়স কিন্তু ২৫ পার হয় নাই এখনো...

আর কতো , নজরুল !!

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনে আমারে অবিশ্বাস করলেন? আমারে দেইখা বলেন তো আমার বয়স ২৫ ছাড়াইছে কি না? আপনের ভাই তো আমারে দেইখা টাশকি খাইছে... বলে আপনেরে তো ছবির চেয়ে কম বয়স্ক লাগে... দেঁতো হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

এই যা...নায়ক, ভিলেন সব রোলই তো শেষ... শুটিং শেষে নায়িকারে আমার সাথে ঘুরতে দিলেই হবে দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পান্থ রহমান রেজা এর ছবি

আরে, কে কইলো সব রোল শেষ! আপনে মিয়া লাইনে দাঁড়ান, স্ক্রিন টেস্ট নেয়া হইবো। উৎরাইতে পারলে নায়িকার লগে ঢলাঢলি করতে পারবেন।

অছ্যুৎ বলাই এর ছবি

জা-কা-জা-ভা-ভা পরিষদের ক্যান্ডিডেট অমিত আহমেদের জন্য ভুট দিলাম। নায়িকা মুনমুন অথবা ময়ূরী হতে হবে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

পান্থ রহমান রেজা এর ছবি

জা-কা-জা-ভা-ভা পরিষদের মেনিফেস্ট্রো জাতি জানতে চায় আগে, তারপরেই না ভুট।

সুমন চৌধুরী এর ছবি

ভিলেন লাগলে আছি..



অজ্ঞাতবাস

পান্থ রহমান রেজা এর ছবি

সবাই ভিলেন হতে চাইলে তো ভিলেনমুক্ত ছিঃনেমার আন্দোলন শুরু করতে হবে!

দেবোত্তম দাশ এর ছবি

মন খারাপ( আমার কি হবে ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পান্থ রহমান রেজা এর ছবি

জইতিশিকে জিগান?

ধুসর গোধূলি এর ছবি

- ধুগো এখন পর্যন্ত কিছু কয় নাই কইলাম, তলে তলে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখতেছে (পুরা ইউরোপীয় ইউনিয়নের মতোন)।

লাগুক, সবাই কাড়াকাড়ি লাগুক হেরপর দেখুম নে নাইকারে বগলে নিয়া দৌঁড়টা দেয় কে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পান্থ রহমান রেজা এর ছবি

ধূগোদা, আপনার লগে আমরাও দেখবো, কে নাইকা নিয়া দৌড়ায়।

প্রিয়াংকা এর ছবি

probashi Nayika lagle try nie dekhtam..But ekhon to shudhu nayok dorkar মন খারাপ

পান্থ রহমান রেজা এর ছবি

আহারে!
নায়ক যখন আছে তার একখান নায়িকাও তো লাগবো। ঠিক আছে, নায়িকার পার্টে আপনার কথা বিবেচনায় থাকলো। তয় ৪আর কয়খানা ছবি পাঠান। ডিরেক্টরে দেখাই।

রণদীপম বসু এর ছবি

নায়িকার আব্বার পোস্ট নাই ? যে নায়িকারে জড়াইয়া ধইরা কইবো, মা-রে, আমি আর ক'দিন বাঁচুম, তোরে একখান..... !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পান্থ রহমান রেজা এর ছবি

হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

পান্থ রহমান রেজা লিখেছেন:
৫. অন্য কি সেটা ফোনে কমুনে। এইখানে কইলে রায়হান আবীর,বিডিআর ভাইয়েরা বাগড়া দিবার পারে।
আপনি আবার কবে থেকে এত চকলেট-প্রেমী হইলেন! চিন্তিত

আমাকে আপনার নাটকে আর এই সিনেমায় ছোটখাট কোন পার্ট দিলে, চকলেটের ভাগ দেব আপনাকে চোখ টিপি

অমিত ভাই কিন্তু পারফেক্ট চয়েস, আমার যা মনে হয়- যদি আপনার এই পোস্ট আসলেই সিরিয়াস হয়ে থাকে হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

পান্থ রহমান রেজা এর ছবি

নায়ক খোঁজা হচ্ছে এটা সিরিয়াস। অমিত ভাই ডিসেম্বরে দেশে আসলে অবশ্যই ডিরেক্টরের লগে যোগাযোগ করাইয়া দেয়া হবে।

বিডিআর ভাই, আমার শীতবস্ত্র কই। শীত তো আইসা গেল। হাসি

অমিত আহমেদ এর ছবি

সিরিয়াস আলাপ হচ্ছে? তাইলে বলি, আমি ডিসেম্বরে দেশে যাচ্ছি না। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে যেতে পারি তাও দুই হপ্তার জন্য। শত শত সুদর্শন প্রবাসী তরুন আছে রে ভাই। শুধু শুধু আমাকে নিয়ে মরবেন কেনো?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

তানবীরা এর ছবি

ঠিক হ্যায়, আমরা তাহলে টুপ টাপ থাকলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

এখন ঘুমান। সময়মতো আপনাদের জাগানো হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কাজের পুলা, মুদি দোকানদার, দারোয়ান এই ধরনের কোন চরিত্র নাই? দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পান্থ রহমান রেজা এর ছবি

দাঁড়ান, আপনার জন্য কম্পু ইঞ্জিনিয়ার জাতীয় কিছু আছে কী'না দেখি।

পরিবর্তনশীল এর ছবি

বস। সিনেমায় এক্সট্রা কিছু দৃশ্য দেয়া লাগে না? ঐখানে তো ভালো একটর দরকার। আমি কইতেছিলাম কী।.।.।. চোখ টিপি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পান্থ রহমান রেজা এর ছবি

এক্সট্রা দৃশ্যে অভিনয় করতে চাও? আচ্ছা যাও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হেলথ সার্টিফিকেট নিয়া আসো। তারপর বিবেচনা করমুনে। হাসি

দ্রোহী এর ছবি

বুঝলাম, নায়কের, ভিলেনের পার্ট পাওনের কোন চান্স নাই।

আমি নায়িকার বাবার পার্টে আছি। আমার ডায়লগ একটাই, "আয় মা বুকে আয়।"


কী ব্লগার? ডরাইলা?

রানা মেহের এর ছবি

অমিতের জন্য ভোট
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।