মাস কয়েক আগের কথা। বিজ্ঞান বক্তা আসিফ ভাইয়ের সঙ্গে কী নিয়া যেন আলাপ হইতেছিল, তা আজ মনে নাই। তবে আলাপে একটা বিষয় আসছিল, তরুণদের ইন্টারনেট ব্যবহার নিয়া। আসিফ ভাইয়ের দুঃখ, আমাদের তরুণরা ইন্টারনেটটাকে জ্ঞানার্জনের চেয়ে পর্নোগ্রাফি দেখতে বেশি ইউজড করে। সেদিন কথা প্রসঙ্গে তাকে ব্লগ, ফেসবুক আর হাইফাইভের কথা উল্লেখ করে বলেছিলাম, পর্নোগ্রাফির পাশাপাশি তারা কিন্তু আজকাল এইসব সোস্যাল সাইটেও সময় ব্যয় করছে। একটা সময় পর্নোগ্রাফি ছেড়ে তারা এইসব সাইটে আরো বেশি সময় ব্যয় করবে। আজকে বিবিসি’র একটা নিউজ পড়ে দেখছি, আমার সেদিনের কথা অনেকটা সত্য হয়েছে। লিংকটি পাবেন এখানে যদিও এটা ব্রিটেনের অবস্থা। তাতে কি। আমাদের এখানেও যে এমনটি হচ্ছে বা হবে না তা কে বলবে।
০২.
আমার নিজের ধারণা, আমাদের দেশেও ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার ট্রেন্ড কমছে। তবে অন্যের মুখে ঝাল না খেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাটাই বলি। যখন ফেসবুক কিংবা ব্লগে ছিলাম না, তখন ইন্টারনেটে দরকারী কাজ থাকলে তা করে কিছুটা সময় রাখতাম পর্ন সাইট ভিজিট করার জন্য (হায় কতোগুলো পর্ন সাইটের নাম মুখস্ত ছিল। আজ দু’একটা ছাড়া একটাও মনে পড়ছে না!)। কিন্তু ফেসবুক এবং ব্লগে আসক্ত হওয়ার পর থেকে আমার পর্ন আসক্তি অনেক কমে গেছে। এখন ইন্টারনেটে দরকারী কাজের শেষে ফেসবুকে বন্ধু ও অন্যান্যদের খোঁজখবর নিই, কুশল জিগাই অথবা ব্লগ পড়ি, চেষ্টা করি কমেন্ট করার কিংবা একটা উইন্ডো খুলে বসি থাকি একটা নতুন ব্লগ লেখার জন্য। অনেকদিন লিখতে পারি। অনেকদিন পারি না। মাঝখান থেকে ভুলে যাই পর্ন সাইটে ঢোকার কথা।
০৩.
গত কয়েকদিন ধরেই দিনকাল ভালো যাচ্ছে না। অফিসে দৌড়ের ওপর আছি। পাশাপাশি ব্যক্তিগত কিছু ঝামেলা এসে একদম নাকাল করে দিয়ে যাচ্ছে। কোথাও কোনো শান্তি পাচ্ছি না। এইসবের মাঝে পড়ে জীবনানন্দের একটা লাইন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে- ‘মৃত্যুর মতন শান্তি চাই’। সত্যি, আছে নাকি এমন কোনো শান্তি। নাকি মরেই দেখা পাবো তার।
০৪.
এই লেখাটা লিখতে লিখতে ফেসবুকে একটা নোটিফিকেশন পেলাম- ফাইভ নিউ গার্লস ওয়ান্ট টু হ্যাঙআউট অন...। এই নোটিফিকেশন নোউটি মুভি দেখার চেয়ে বরং অনেক ভালো, কি বলেন?
ক্রিসমাসের আগে জিমেইলে একজন লিখলো, আমার বেডরুমে আমি আগুন লাগাতে চাই কিনা। যে লিখছে সে নাকি রান্নাঘরে...।
তাও ট্যাবলেটে...।
কই যাই!!!
পানি খাইতেসিলাম।
আপনার এই মন্তব্য পইড়া পানি নাকে ঢুকে গেসে।
পান্থ... বিয়া কর ব্যাটা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ। পাত্রী খুঁজতে থাকেন। মেঘে মেঘে তো অনেক বয়স হয়ে গেল। তয় বাল্য বিবাহ ঘটিত কোনো কেইস খাইলে কিন্তু দায়দায়িত্ব আপনার।
ফাইভ নিউ গার্ল মানে একহালি একটা মাইয়া
এইটা ছাড়া আর কিছু বুঝিনি
তা এইবার একটা একটা করে সেই ফাইভের কাহিনী ছাড়ো
লীলেন্দা, ফেসবুকের মিট দ্য পিপল-এ গিয়ে ক্লিক করে- Aditi, Ayesha, Alisha, Sayyeda, Suzan-দের কাহিনী জেনে নেন।
যথারীতি অকপট, ঝরঝরে লেখা।
সুযোগ/মুক্তি পেলে মানুষ প্রথমে সেটাই চায়, যার উপর বিধি-নিষেধ সবচেয়ে বেশি। আমেরিকায় মারিজুয়ানা নিষিদ্ধ, কিন্তু ইউরোপের অনেক জায়গায় নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঘরে রাখা যায়। ফলাফল, আমেরিকায়ই মাদকাসক্তি বেশি।
আমারও কম্পিউটার/ইন্টারনেট (এবং বাইরে আসার পর হাইস্পিড ইন্টারনেট)-এ প্রথম কাজ ছিল মন্ডা-মিঠাই খাওয়া। সোশাল নেটওয়ার্কিং (সেই ২০০৪ থেকে ফেসবুকে আছি) এবং অধুনা ব্লগিং অনেক কাজের জিনিস সেই তুলনায়। প্রশ্ন হল, পরবর্তী ধাপটি কী, এবং তাকে কীভাবে যাওয়া যায়। এই প্রশ্নের জবাব যার হাতে, তারই হাতে আগামী ফেসবুক। আছে নাকি কোন আইডিয়া, পান্থ দা?
শিমুল ভাইয়ের মন্তব্য শুনে আমি বিষম খেয়েছি। ভাত খাচ্ছিলাম। এসব নিয়ে আলাপ করা যাবে নে কখনও।
ফেসবুক কিংবা ব্লগের পরবর্তী পর্যায় কি তা বলতে পারার মতো জ্ঞান আমার নাই ইশতি ভাই। তবে ব্লগে একটি ব্যাপার লক্ষ্য করছি, ছোট পোস্টগুলোই বেশিবার পঠিত হয়। হয়তো সবাই ব্যস্ততার কারণে হয়তো বড় পোস্টগুলো এড়িয়ে চলে। সে হিসেবে বলা যায়, আসছে দিনে মাইক্রো-ব্লগিংই জনপ্রিয় হয়ে উঠবে। আর তাই অনেকেই হয়তো মাইক্রো-ব্লগিংয়ের প্লাটফর্ম হিসেবে টুইটার এবং এ জাতীয় অন্যান্য প্লাটফর্ম বেছে নেবে।
সেদিক থেকে টুইটার অনেক এগিয়েছে। তবে আপনি বারাক ওবামার মত কেউ না হলে কেউ সেভাবে অনুসরণ করবে না।
শুধু যে আকারে ছোট, তা না। এখন লেখায় ডেনসিটিও বেশি খোঁজে মানুষ। "মজা" বেশি থাকতে হয় আর কি।
অতিরিক্ত হ্রস্বীকরণটা ভাল লাগে না আমার। আগে একটা বই হাতে নিলে মোটামুটি দিন লাগিয়ে পড়া যেত, এখন তো মেলার গেট থেকে বের হওয়ার আগেই শেষ।
সবকিছু কেমন যেন ভাসা ভাসা। তবে, অস্বীকার করার উপায় নেই, জীবনটাও যে অনেক বেশি ভাসা ভাসা হয়ে গেছে এখন! সবই দৌঁড়ের উপর।
শেষে এসে আমিও গুবলেট পাকালাম। বুঝতারলামনা।
আরেকটু ঝাইড়া কাশেন না পান্থ !
লেখা চমৎকার হয়েছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঝেড়ে কাশতে হলে যক্ষা ব্যামো বাধাতে হবে আগে। তারপর না হয় ঝেড়ে কাশা। ততদিন আমার ব্লগ ফলো করুন।
আমারেও কিছুদিন আগ পর্যন্ত ...লারা ওই বিজ্ঞাপন দেখাইতো। রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করার পর থেকে খুব কম দেখায়। একবার এক মেয়ের নামে ক্লিক করে দেখি...ইয়াল্লা... উপরদিকে ভয়াবহ অবস্থা!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমিও বড়ো হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করবো।
রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে লাভা নাই ভাইজান
তখন দেবে পার্টটাইম ইনকামের অফার
পার্টটাইম ইনকাম অফার- এইটা আবার কী লীলেন্দা?
পান্থরে ভাবতাম পিচচি এইটা দেখি ধানী মরিচ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
খোমাখাতা নামের সামাজিক নেটওয়ার্কিং-এ সামাজিক ছবি দেখার আহ্বান পেলেন?
আমি কি ঠিক বুঝলাম?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মন্তব্য
বুঝি নাই।
=============================
নটি (Naughty) মুভি নাকি?
হ।
?????
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এইখানে "নিউ গার্ল" মানে কি?
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমি কইতে পারি না। ফেসবুকওয়ালারে জিগান। ওই আমারে এই নোটিফিকেশন মেসেজ দিছে -
5 NEW Girls want to Hangout on 'Meet New People': Aditi, Ayesha, Alisha, Sayyeda, Suzan Click here to view more hangouts.4:24pm।
?????
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সোশ্যাল নেটওয়ার্কিং ট্রেন্ডে ও বোধকরি একসময় ক্লান্তি আসবে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হয়তো।
তখন হয়তো নতুন কোনো প্লাটফর্ম আসবে। টুইটার-এর মতো মাইক্রোব্লগিং সে জায়গা করে নেবে।
আপনার কী কপাল!
যান গা...
ভাইরে ওটা বাস্তব না, ভার্চুয়াল।
বাস্তবে এ ধরনের অফার পেলে যান আপনাকে সঙ্গে নিয়ে যাবো। প্রহরী হিসেবে কিন্তু না। সমুদ্র বিলাসের লেখক হিসেবেই যাবেন।
স্পষ্ট বক্তব্য । সহজ স্বীকারক্তি । ভাল্লাগসে লেখাটা ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
বুঝি নাই লাস্টএ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
লাস্টে বুঝাতে পারিনি, তাই বুঝেননি।
মেয়ে চাওয়ার বিজ্ঞাপনটা আমারও বোধগম্য হয়নাই। বুঝায়া বলেন পান্থ ভাইয়া !
তবে আজকাল দেখি অনেক সময় কাটান আপনি ফেসবুকে। তবে ফেসবুক এবং ব্লগের ঝোঁক মাথা থেকে নামলে কি করবেন ভেবেছেন কি ? পুরোনো অভ্যাসে আবার ফেরত যাবেন নাকি ?
---------------------------------------
--------------------------------------------------------
ফেসবুক মাঝে মাঝে আমাকে এমন হ্যাঙআউটের বিজ্ঞাপন দেয়। শালারা কিভাবে যেন জেনে গেছে আমি এখনো দোকলা হতে পারিনি। । আমিও বুঝি না এই বিজ্ঞাপনে আমার কি করা উচিত। ফাঁকতালে জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। কিন্তু কোথায় কী, আপনিই উল্টো আমার কাছে জানতে চাইলেন।
পুরানো অভ্যাসে ফেরত যাবো কী'না বলতে পারি না। কে জানি কইছিল, প্রকৃতি শুন্যতা পছন্দ করে না। তখন পুরানো অভ্যাস কিংবা অন্য কিছু এসে নিশ্চয় ভাসিয়ে নিয়ে যাবে!
সবকিছুই রূপান্তরিত হয়, অভ্যাসও।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সহমত বলাই দা।
আমাদের দেশেও ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখার ট্রেন্ড কমছে
এর একটা বড় কারন স্লথ গতির ইন্টারনেট।
আর ব্যাক্তিগত পর্যায়ে গতিশীল যে কোন মানুষেরই যে কোন কিছু পেরিয়ে আসার একটা ব্যাপার থাকে। আপনার ক্ষেত্রেও তেমনটা ঘটে থাকতে পারে।
ধনিসিঁড়ি