আরেব্বাপস্। ব্যাপার কী? মূর্তালা রামাত দোয়া চায় ক্যান? ও ব্যাটা, আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়াবে নাকি? ধুর! কবি’রা কী নির্বাচনে দাঁড়ায়? মমিনুল মউজদ্দীন কিন্তু কবি ছিলেন! ভাঁটিগাও সুনামগঞ্জের। তাইলে মূর্তালার কমিশনার হওয়ার দৌঁড় ঠেকায় কে? আর শারমিন শিমুলের মহিলা কমিশনার হওয়াটা। ওহ্ হো, বলা হয়নি, শারমিন শিমুল আমাদেরই আরেক বন্ধু। বর্তমানে মূর্তালার অর্ধাঙ্গিনী।
না। মূর্তালা রামাত আর শারমিন শিমুল নির্বাচনে দাঁড়াচ্ছেন না। বিদেশে যাচ্ছেন। হুমম! ঠিকই ধরেছেন, উচ্চশিক্ষার্থে। প্রায়ই পত্রিকায় বিজ্ঞাপন দেখা যায়, অমুকের উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা। সময় স্বল্পতার কারণে সবার সাথে সাক্ষাৎ করতে পারেন নি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন। ঠিক একই ব্যাপার ঘটছে মূর্তালার ক্ষেত্রে। আসলাম, দেখলাম, জয় করলাম এমন ভঙ্গিতে ভিসা পেয়ে গেছেন তিনি। ক্যাঙ্গারু’র দেশ অস্ট্রেলিয়ার। আগামী শনিবার অর্থ্যাৎ ১১ তারিখ রাত দেড়টায় ফ্লাইট। জোগারযন্ত্রের ব্যস্ততায় মূর্তালা আর শিমুল সবার সাথে বিদায়ী সাক্ষাৎ করার মতো সময়টুকুও বের করতে পারছেন না। আর তাই পান্থ’কে ফোন করে এই ব্যক্তিগত বিজ্ঞাপন দেয়া। মানে সচলে পোস্ট দিয়ে সবার কাছ থেকে দোয়া ও শুভ কামনা নেয়া। আর অস্ট্রেলিয়া জীবনে খাপ-খাইয়ে নেয়ার হালহকিকত জেনে নেয়াটাও থাকছে ফ্রি হিসেবে!
শুভ কামনা মূর্তালা আর শিমুল। বিদেশ-বিভুঁইয়েও অন্তরজুড়ে থাকুক স্বদেশের প্রিয় মুখ।
মন্তব্য
শুভ কামনা মূর্তালা আর শিমুল।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভকামনা রইলো... দেশ ছাড়লেও কবিতা যেন না ছাড়ে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
Lina Fardows
অভিনন্দন রইল !!!
Lina Fardows
শুভ কামনা দুজনের জন্যে
ভাল থাইকেন, মনে রাইখেন!
শুভ কামনা রইল । এর পর দেশে আসলে অন্তত খবর দিয়েন ভাই, চকলেট খাইতে মঞ্চায় ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মূর্তালা কিন্তু দেশে থাইকাই প্রচুর চকলেট খাওয়াইছে আমগোরে। পরে আসলে না জানি আরো কী খাওয়াইবো! খুবই চকলেটি মিষ্টি পোলা একটা। খুব ভালো। ইস, "বড় ভালো লোক ছিল"!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অনেক শুভকামনা, মূর্তালা আর শিমূলের জন্য, তাদের শিক্ষা আর জীবনের আরো সবকিছুর অনেক উচ্চতার জন্য!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শুভ কামনা রইল মূর্তালা ভাই আর শিমূল ভাবীর জন্য। কাঙ্গারুর দেশ থেকে পোষ্টের অপেক্ষায় রইলাম।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
শুভকামনা রইলো
তাই নাকি? মূর্তালা ভাই আর ভাবী অস্ট্রেলিয়া আসছে নাকি? অস্ট্রেলিয়ার কোথায়?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অস্ট্রেলিয়া হচ্ছে, মুশফিকদের বাড়ি থেকে ডাইনে গিয়ে চাচার চায়ের দোকানের সামনে বাঁক নিয়ে পশ্চিম দিকে যে রাস্তা গ্যাছে, সেখান থেকে পাঁচ টাকা রিক্সা ভাড়া মাত্র।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
হাহাহাহা, আরেহ আমিতো অস্ট্রেলিয়া চিনি, কয়েকবার গেসিলাম বেড়াইতে,![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
আমি জিজ্ঞেস করলাম কোন গলিটায় ওনারা যাচ্ছে? সিডনী, নাকি মেলবোর্ন নাকি ব্রিসবেন নাকি এডেলাইড নাকি পার্থ নাকি অন্যকোথাও?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সিডনি।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অভিন্দন ও শুভকামনা।
দোয়া যখন চাইলেন তখন দোয়া কইরা দিলাম। কী দিনকাল আইছে! মুরুব্বিরা ও দেখি দোয়া চায়![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভকামনা। বড় হয়ে আমিও...![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মুর্তালা এবং শারমীনের প্রবাস জীবন আনন্দময় হোক...।
আল্লাহুম্মামীন।
আবার লিখবো হয়তো কোন দিন
এতদিন হয়ে গেল, কোন খবর তো দিলনা।
নতুন মন্তব্য করুন