গত কয়েক সপ্তাহ ধরে বিবাহবিসম্বাদে আছি। বলা নেই, কওয়া নেই হঠাৎ করে এক ঘটকের ফোন। তোমার আব্বা আম্মা তো রাজি, এইবার তুমি রাজি হলেই হয়। সেই ঘটককে বিদায় করতে দেখি ফোনের ২০০/৩০০ টাকা নাই। আহ্, ঘটক বিদায় হয়েছে, একটা শান্তির ঘুম থেকে উঠে ফেসবুকে লগইন করি। মনিটরজুড়ে ভেসে উঠে কানাডা নিবাসী এক মাওলানা সাবের ব্যক্তিগত খেরোখাতা। ঘটক তার উপরও চড়াও হয়েছেন। হয়তো আগামী বইমেলায় মাওলানা শিমুলের বইয়ের উৎসর্গপত্রে দেখবো- 'আমার রচনার প্রথম পাঠিকা ও প্রখর সমালোচককে।' মাওলানার বিষয়টি মাথায় গেঁথে নিয়ে যাই যশোর, এক বন্ধুর বিয়েতে। বিয়ে থেকে এসে দেখি বাপজান ঢাকায়। বলে কী’না বিয়েটা চাইলে করতে পারো, জাতের মেয়ে!
উফ! কী বিপদ। এমন বিপদের দিনে একবার উঁকি দিই উত্তরায়, নজু ভাইয়ের বাসায়। নূপুর আপা বসিয়ে নুডুলস্ খেতে দিয়ে তাদের বিয়ে বৃত্তান্ত শোনান। বিয়ে বৃত্তান্ত শুনতে শুনতে আমার মনে পড়ে যায়, যাযাবরের কথা। যাযাবর বলেছেন, ‘বিয়ের টোপর অনেকটা ঝাড়লণ্ঠনের বাতি নেবাবার ঠোঙার মতো, বাঙালি যুবকের মাথার ভেতরকার যাবতীয় উদ্যম নির্বাপনের পক্ষে যথেষ্ট।’ যদিও বিয়ের পর নজু ভাইয়ের প্রতিভার দ্রুতি আরো বেড়েছে বৈকি। নজরুল ভাই - নূপুর আপা মেড ফর ইচ আদার হয়েছেন বলেই এখানে যাযাবর ব্যর্থ হয়ে গেছেন।
কিন্তু তাদের মতো জগতে কয়জনের ভাগ্যে এমনটি ঘটে। স্ত্রী’রা স্বামীপ্রবরকে নাকে দড়ি দিয়ে ঘুরাতেই অভ্যস্ত... দাঁড়ান, ব্যাটা বিয়ে না করেই এতো কথা জানোস ক্যামনে বলে তেড়ে আসবেন না, পিলিজ লাগে আপনার। এটা আমার কথা না, স্পেন্সার মশাইয়ের কথা। তার কণ্ঠেই শুনুন তবে, ‘বিয়ে হলো পাত্রীর হাতে আংটি আর পাত্রের নাকে দড়ি পরানোর উৎসব।’ আহারে, এই দড়ি পরতেই কত যে ছেলে মুখিয়ে আছে! অন্যের শ্যালিকা পেতে ধূগোদা’র দৌড়ঝাপের কথা আমরা তো জানিই, জানি জা-কা-জা পরিষদের কথাও। আবার আছে সচলাদের ননদ তালাশকারীরাও। অডেন ন্যাশের বেদবাক্যটি শ্যালিকা-ননদপাগল সচলরা কি জানেন? ‘বিয়ে হচ্ছে এমন দু’টি প্রাণের মিলন, যার একপক্ষ অচিরে জন্মদিন বিস্মৃত হয়। অপরপক্ষ কোনোক্রমেই তা ভোলে না।’ ভাবীর জন্মদিন ভুলে যাওয়া নিয়ে বেচারা নাশুদাকে কতই না পেরেশানিতে পড়তে হয়েছিল। সচলে পোস্ট লিখে সেই ভয়াবহতম বিপদ থেকে উদ্ধারের ফ্রি পরামর্শও চেয়েছিলেন তিনি।
রবীন্দ্রনাথ এইসব দেখেশুনেই হয়তো বলেছিলেন, ‘তোমার হলো শুরু, আমার হলো সারা।’ কবিগুরু যে কতখানি সত্যি কথা বলেছেন, তা আশেপাশের বিবাহিত পুরুষদের দেখলেই বোঝা যায়। ছোটোবেলায় মাগরিবের আজান মানেই বাড়ি ফেরা, আমার বিবাহিত বন্ধুরা সে কথাই বারে বারে মনে করিয়ে দেয়। রোজ সন্ধ্যায় বাড়ি ফেরা ছাড়াও আরো যে কত বউ কর্তৃক আচরণবিধি মেনে চলতে হয়! এইসব আচরণবিধি প্রসঙ্গে বালজাক অবশ্য মজার কথা বলেছেন, ‘স্ত্রী সবসময় জানেন তার কী হয়নি। সুতরাং বেচারা স্বামীকে জানতে হয় তার কী হয়েছে।’ এতো কিছু জেনেও আমাদের অতন্দ্র প্রহরী ভাই বিয়ের জন্য একপায়ে খাড়া। লীনাপু’র অন্ততঃ এমনটাই ধারণা। প্রহরী ভাইকে নিয়ে লীনাপু’র ধারণা যাই হোক, বিয়ে বিষয়টা মনে হয় দূরে রাখতে পারাটাই মঙ্গল। আর এ কারণে টমাস হার্ডির বক্তব্য আমার কাছে ‘যুইতেবল’ মনে হয়। তিনি বলেছেন, ‘ভালো স্ত্রী ভালোই, কিন্তু আরো ভালো একেবারে না থাকাটা।’
সারগল্প: লীনাপু' বলেছেন, তার ননদের সাথে আমার বিয়ে দেবেন, তবে তার জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে। সেই শোকের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই এই লেখাটা। সেই প্রতিক্রিয়ায় কেউ দগ্ধ হলে দুঃখিত।
মন্তব্য
জাকাজা'তে ব্যাপক ভাঙ্গন আসন্ন।
আপনার শ্যালিকার তালিকা (ফটুসহ) মেইলে পাঠান...
জাকাজা পরিষদের একজন সদস্য কাহারো একজনের শালিকার সাথে গোপনে বিবাহ করিতে যাইতেছেন কাহাকেও না জানাইয়া। দাওয়াত না পাইলে অনেকে সেই সদস্যের নাম আর বিবাহের ঠিকানা প্রকাশ করিবার থ্রেট দিয়াছেন।
-- সংগ্রহ বিশিষ্ঠ গোপন মাটির নিচের সুত্র
- ক্যান, মওলানা এই ভবিষ্যত বাণী দেয় ক্যান? আমরা কি তাইলে মিসেস মওলানা পাইতে যাচ্ছি শীঘ্রম? নাকি স্যারের সেই রাজশাহী সরকারী কলেজের বিএসেএস রাজী হয়ে গেছে? বড়ই চিন্তার কথা!
জাকাজা'তে নতুন রিক্রুটমেন্টে যাইতে হইবো নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভুতের মুখে রাম নাম
দ্বিতীয় সত্ত্বা
ধুগোর লক্ষণ ভালো নয়। অবিলম্বে নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করা হলো।
২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে
আবার লিখবো হয়তো কোন দিন
ধু-গো'র ইম্পিচমেন্ট প্রস্তাব করছি
আমি সমর্থন করছি। কাসেল ও টরেন্টো থেকে সাড়া আসলেই প্রস্তাব কার্যকর হবে।
আবার লিখবো হয়তো কোন দিন
বিশেষ নুটিশঃ এই মন্তব্য দেখিবা মাত্র জাকাজা'র মওলানা এবং স্যার উভয়েই জি-টকে পদার্পন করিবেন। এইটা ব্রেকিং মিটিং।
অবজেকশনঃ এইখানে কাসেল আইলো কোত্থাইকা? কাসেলতো এখনো ভুটাধিকার পায় নাই (এখনো সহযোগী সদস্য)। কারণ উক্ত সদস্য জনৈক কালিদাসকে বাসায় নিমন্ত্রণ করিয়া উদরপূর ভোজন করায়! আর তাছাড়া, উক্ত সদস্য জাকাজা'য় শালীকার আকিকা না দিয়া কিনা দিছে কালিদাসের বাড়ি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রাজশাহী সরকারী কলেজের বিএসএস!
হুমম! জাতি নতুন একটা ক্লু পাইলো। ঘটনা এখন কতদূর আগায় তা দেখতে গভীর আগ্রহ নিয়া বসে আছি।
বুঝছি......
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আমি বুঝি নাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি ভাবলাম গণ বিয়ের ঘন আয়োজনের খবর জানতে পারব কিন্তু হায় পঠন শেষে পড়ন হল দায়। কবিরা বলে থাকে তোমার জন্য কুড়ি বসন্ত পার করে দিলাম...........সেই কুড়িতেই পেল পান্থ রেজাকে........লাভের মধ্যে কিছু অস্ত্র পেলাম নিরস্ত্র যুদ্ধের সঙ্গী ঘায়েল করার। ধৈর্য্য ধরররররররররররররররর বৎস্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
হ, সবুরে মেওয়া ফলে।
- আবছা আবছা ধর্তে পারছি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু'র তো পুরুটাই বুঝার কতা।
আসলেই চারিদিকে বিয়ের ধুম পরেছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
উপরওয়ালা শিগগির এদের কপালে বউ নসীব করুক, মুমু।
নাহলে বউয়ের আগেই এরা যেভাবে বাবা হওয়ার স্বপ্নে বিভোর, তাতে কখন কি ঘটে যায়...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- আমার উপর তলায় সেইরম একটা ললনা থাকে। এই উপরওয়ালা রাজী হইলেই তো হইয়া গেলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পাবলিক এই উপরওয়ালি সম্পর্কে ডিটেইলস জানতে চায়।
জনগনের দাবীর প্রতি সম্মান প্রদর্শন করুন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- আপনেরা এই দুইজনে "দুই দলীয় ঐক্যজোট" করছেন আমারে 'সাইজ' করোনের লাইগা? আমার ধরে কি রাবনের মতো দশ মাথা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমিও জানিতে চাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আমিও
............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
- আমিও চাই
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই খালি বিয়ে বিয়ে করে ক্যান?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হ, পোলাপান সব নষ্ট হয়ে গ্যাছে। খালি বিয়া বিয়া করে! মনীষীদের বেদবাক্যকে অবজ্ঞা করে।
- হ। মুনীদের বেদবাক্য মেনে সবাই স্ব স্ব ভাগের রমনী আমার নামে ওয়াক্ফ করে দিয়ে দোজাহানের অশেষ নেকী হাসিল করুন। আপনাদের জন্য এতোটুকু উপকার করতে আমি এক পায়ে খাড়াইয়া আছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই লেখাটিতে কোন ট্যাগ নেই। ট্যাগ ছাড়া পোস্ট কীভাবে দিতে হয়?
যা বুঝলাম, প্রিয়দর্শন পান্থ আর নাই। পান্থ এইবার শ্যাষ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ট্যাগ ছাড়া ক্যামনে যে পোস্ট দেয় সেইটা আমি জানি না। অটো হয়ে গ্যাছে।
হ, পান্থ'র অকালপ্রয়ানে একটা মিলাদ দেন। তয় মিলাদে দাওয়াত দিতে ভুইলেন না কিন্তু।
আমি ক্ষিদার চোটে কোনো মন্তব্য করতে পার্তেসি না
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কন কী? সুমেরু দা রান্না করে নাই!
আহারে বেচারা পান্থ! আপনার কষ্টে আমার বুকটা ফাইটা ফাটা-বাঙ্গির মত হয়ে যাচ্ছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কটকটে রোদে ফাটা বাঙ্গির স্বাদই নাকি আলাদা। তাছাড়া বাঙ্গি অতি উপাদেয় খাদ্য। পেট ঠান্ডা রাখে।
বিবাহ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। কলকাটি নাড়কদের অবিলম্বে বৈষয়িক সম্পদের হিসেব দাখিল করতে বলা হউক।
আমিও তীব্র নিন্দা জানাইলাম।
আমি ধুমায়া বিবাহ খাইতেছি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
৩৮ বছরের খাই খাই নীতির অবসান চাই।
চলতি পথে অনেক কিছু দেখি যেগুলো চোখে লাগে কিন্তু মনে লাগে না, এরকমই গত বার দেশে ঘুরতে ফিরতে বারবার চোখে পড়েছে এ স্লোগান -
ফরওয়ার্ড পার্টি?
হ, ফরওয়ার্ড পার্টির ডায়লগ।
টমাস হার্ডি'র হার্ডকোর কথাটা মজা লাগছে। আর, তোমার লেখা তোমার অন্য লেখার তুলনায় একটু কম হয়েছে, সেটা তুমিও জানো।
তবে, বিয়ের ব্যাপারে অল দ্য বেস্ট।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হ, জানিইইইইইইই...
হুমম...এই তাহলে ঘটনা!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ঘটনা এখনো ধুয়াশায় ঢাকা। ক্লিয়ার করে বলা যাচ্ছে না।
লেখাটা পইড়া হেব্বি মজা পাইছি। যদিও ইন্টার্নাল মেসেজটা ধরতে পারিনাই। ধূগো যেইটা আবছা আবছা ধরতে পারছে B-)
হেহেহেহেহে, ব্যাফক মজা পাইছে পোলাটা।কিন্তু ধরতে পারে নাই আসল ঘটনাটা।
দেখো পোলায় বিয়ে প্রসঙ্গে রবি ঠাকুরের নাম নিলো কিন্তু তার মূল্যবান গবেষণাটাই উল্লেখ করল না
রবীন্দ্রনাথের বিয়ে বিষয়ক গবেষণার সারমর্ম হলো:
স্বামী স্ত্রী একই ট্রেনের যাত্রী কিন্তু দুজনের গন্তব্য আলাদা
আর এই বিষয়ে আমার সম্পূরক গবেষণা হলো:
গন্তব্য আলাদা বলেই দুজনেরই লাভ
কারণ দুজনের গন্তব্যেই অতি বিরক্তিকর সেই স্বামী কিংবা স্ত্রী ছাড়া কিছু না কিছু নতুন সহযাত্রী পাওয়া যায় (রোমান্টিকও)
সুতরাং পান্থ সাহেব
উঠে পড়ো ট্রেনে...
কিন্তু হার্ডি মশায় যে কইছে...
হা হা হা। হেব্বি মজা পাইলাম পান্থ'দা
লীনাপু গেল কই!
আমিও তারে খুঁজি... সে কই গ্যালো।
টমাস হার্ডি এবং আপ্নেরে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ধন্যবাদ বিপ্রদা।
রেজা, আপনার বায়োডাটাটা দিন ও পছন্দ-অপছন্দের কথা বলুন। আমরা সবাই পাত্রী খুজে দেব । নো চার্জ । সম্মন্ধ সফল হলে হজ্বের সমান সওয়াব ।
প্রবাসী পাত্রীতে আপত্তি নেই তো?
উনার আপত্তি আছে। তবে আমার নাই
ঐ কি কও এইসব, দাঁড়াও নিরিবিলিকে ডাক দিতেসি :@
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
দিলো রে...
রায়হানের হাঁড়ি-কলসি যা আছিলো সব হাটের মধ্যে ভাইঙ্গা খান খান কইরা দিলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনামিকা ম্যাডাম, বিশ বছরের সন্ন্যাস ব্রত নিছি, আরেক ম্যাডামের অনুপ্রেরণায়। কাজেই বায়োডাটা পাঠাতে আমি অক্ষম।
Marriage is not a word. It's a sentence
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হ। সব বড় ভাইরা তাত্তারি না করে ফেললে ছোট ভাইদের ক্যামনে কি।
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
পান্থ বিয়ের জন্য কতোটা মুখিয়ে আছে, এ পোষ্ট তার প্রমান। বিয়ে সম্বন্ধে সব জ্ঞানী গুনীদের কোট মুখস্থ করতেছে। কে কবে কোথায় কি বলে গেছে। আর হুজুরদের মতো উনারে দেন উনারে দেন করতছে। বলো যে তুমি ঘটককে ২০০ টাকার বিল তুলে ফোন করে পাত্রীর জন্য রিকোয়েষ্ট করছো।
কলিকাল ঘোর কলিকাল
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
Lina Fardows
নাহ !! তোমারে দিয়া কন কাজ হইব না। আমার ননদের আশা কইরা বইসা আছ কিন্ত কোন অভিজ্ঞতা সঞ্চয় করতেছ না । ভাল অভিজ্ঞতা না থাকলে আমার ননদ পছন্দ করব না। তুমি এই ২০ বছরে কয়েকটা অভিজ্ঞতা অর্জন কর, তাইলে হয়ত কিছু হইতে পারে। আমি হয়ত বুঝাইয়া রাজী করতে পারতাম কিন্ত করুউউম নাআআআআআআআআআআ।...।।...।।...।
তোমার জন্য আমারে আবার জামাইও চেঞ্জ করতে হইতেছে, আমার জামাইর তোমারে দেওয়ার মত সাইজের কোন বন নাই, তাই এত ভাল জামাইরে তোমার লাইগা মাইনাস করতে চাইছিলাম, তার বদলে নতুন একটা জামাই খুঁজতেছি যার তোমার পাশে মানানরো মত বইন আছে। কি গ্রেট সাক্রিফাইস আমার!!!!
আর তুমি কিনা আমারে রাইখা ব্লগের আড্ডার দাওয়াত খাও, এর পর কেউ দাওয়াত দিলে কইবা যে আমার হবু বউয়ের ভাবীরে ছাড়া আমি দাওয়াত খাই না।
Lina Fardows
নতুন মন্তব্য করুন