শুভ জন্মদিন বালিকা!

পান্থ রহমান রেজা এর ছবি
লিখেছেন পান্থ রহমান রেজা (তারিখ: রবি, ১১/১০/২০০৯ - ১০:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহারে কতদিন টাংকি মারি না! কলেজের দু’বছরে বকুল গাছটার নিচে প্রায় প্রত্যেকদিনই টাংকি মেরেছি। বকুল গাছটি ছিল বালিকাদের কমন রুম সংলগ্ন। ভার্সিটিতে টাংকি মারতে নাকে মুখে ক্লাস শেষ করে কলাভবনে ছুটেছি। হাসি সেই টাংকিবাজি দিন কয় গ্যালো!
শালার ৯-৫টার অফিস জীবন সব খেলো!

তাই বলে টাংকিবাজি জীবন থেকে হারিয়ে যাবে! না! তাইলে ফেসবুক আছে কী করতে! ফেসবুক বালিকাদের লগে সেই টাংকিবাজির দিন আবার ফিরিয়ে দিয়েছে! খাইছে

সচলে একদিন এক বালিকার (লেখা পড়ে কিন্তু বালিকা ভাবি নাই) লেখা পড়লাম। ভালো লাগলো গল্পটি। এসএম হলে সামনে ফুটপাতে যাদের জীবন, তাদের নিয়ে গল্পটি। কতদিন সেই জীবনের পাশ দিয়ে গিয়েছি। পাশ কাটিয়েছি। তারপর বালিকার একটু খোঁজখবর করা। ভাবলাম ইউনিভার্সিটির কেউ বুঝি! আর একটু খোঁজ নিয়ে জানা গেল তার তিনটি বই ইতিমধ্যে প্রকাশিত। খালাম্মা টাইপের দেঁতো হাসি কেউ ভেবে ক্ষ্যান্ত দিলাম খোঁজাখুঁজির। একদিন বন্ধু অপূর্ব বললো, খালাম্মা নেহায়তই বালিকা। ইডেনে পড়ে। সবে ফার্স্ট ইয়ার শেষ করেছে। অপূর্ব’র কথা শুনে খুচরা আলাপ দেয়ার লোভটা আবার ফিরে এলো। চোখ টিপি ফেসবুকে তারে অ্যাডাইলাম। বালিকার সাড়াও পাওয়া গ্যালো যথাসময়ে।

তারপরের কাহিনী.... ফেসবুকে খুচরা কথার ঝাঁপি খুলে বসা। এটা-ওটা নিয়ে বালিকাকে অহেতুক জ্বালাতন। কখনো সিরিয়াস বিষয় নিয়ে আলাপন। আমার মতো মাথামোটা মানুষ সিরিয়াস আলাপনে বেশি দূর যেতে পারে না। তাই আজাইরা, খুচরা আলাপ বেশি হয়। এইসব আলাপে সিরিয়াস সাহিত্যজীবি বালিকা বিরক্ত হয়। দেঁতো হাসি এই বিরক্তভাব বালিকার এখনো মনে হয় আছে। আমার সাথে আজাইরা আলাপে তার সেই আগের উদারতা নাই! দেঁতো হাসি

গেল শুক্রবারে আমি, শিমুল ভাই, প্রহরী, রণদা কুইক বাইটে আড্ডা দিচ্ছিলাম। তখন শিমুল ভাই জানালো, কোন বালিকা নাকি আমাকে দুষ্ট ছেলে হিসেবে অভিহিত করেছে। সন্দ হয় এই বালিকাই এমন অভিযোগ দিছে কী’না! যদিও শিমুল ভাইয়ের লগে বালিকার ফেসবুক সংযোগ নাই।

যাই হোক, এই বালিকার আজ জন্মদিন। বাবার কাঁধে চড়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার দিনগুলো তার কাছ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছে দেখে বালিকার আবেগ আজ উথলে উঠেছে। সেই উথলে উঠা আবেগ নিয়ে বলি, “শুভ জন্মদিন বালিকা”।

ওহ্ হো, বালিকার নামটাই বলা হয় নাই। উফ! নামটা যা কঠিন! একটা অংশ উচ্চারণ করতেই দাঁত ভেঙে যায় আমার। বালিকার নাম- জুয়েইরিযাহ মউ। বালিকার সাথে আমার এখনো সামনাসামনি দেখা হয় নাই। আজকে খাওয়াদাওয়া উপলক্ষে আশা করি দেখা হবে! দেঁতো হাসি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বালিকারে কবিতা ছাড়তে বলেন। জন্মদিনের কবিতা। শুভেচ্ছা রইল।

জুয়েইরিযাহ মউ এর ছবি

কবিতাতো লেখা হয়নি পিপিদা হাসি
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।
দলছুট।

জুয়েইরিযাহ মউ এর ছবি

ধন্যবাদ হাসি

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

জুয়েইরিযাহ মউ এর ছবি

জানাই অসংখ্য ধন্যবাদ হাসি
ভালো থাকুন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হে স্বর্গমালী, মালীবাগের নাবাসিন্দা, আমার সাবেক দীর্ঘশ্বাসের গলির বালিকা... লও লও লও সালাম

ফেসবুকেই নির্ধারিত হইছে কোক খাওয়াইবো পান্থ... আপনে কেকটুকু খাওয়াইলেই হয়...

ওরে পান্থ ক্ষান্ত কেন কোকল কিনিতে!!
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুয়েইরিযাহ মউ এর ছবি

উৎফুল্লচিত্তে অভিবাদনখানি গ্রহণ করিলো এ স্বর্গমালী হাসি
কৃতজ্ঞচিত্তে জানায় ধন্যবাদ তাই।
কেকের কথাওতো নির্ধারিত হলো, শুধু জানার বিষয় ট্রেনে না বাসে করে এই ঢাকা শহরে কেকখানি নিয়ে আসবে বালক...... চোখ টিপি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন মউ----!!
দারুন একটা লেখার জন্য পান্থ কে অনেক শুভেচ্ছা

জুয়েইরিযাহ মউ এর ছবি

ধন্যবাদ হাসি

বালক এর ছবি

পান্থ আরো অনেককিছু লিখলেন না কিন্তু। দেঁতো হাসি
_____________________________________________
তুমি হতে পারো একটি স্বার্থক বিষাদের সংজ্ঞা। স্বার্থক নদী, স্বার্থক ক্লান্তি অথবা স্বার্থক স্বপ্ন।

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

পান্থ রহমান রেজা এর ছবি

বস্, সব কথা কি লেখা যায়? খাইছে
.................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

জুয়েইরিযাহ মউ এর ছবি

"কলেজের দু’বছরে বকুল গাছটার নিচে প্রায় প্রত্যেকদিনই টাংকি মেরেছি।"
"ভার্সিটিতে টাংকি মারতে নাকে মুখে ক্লাস শেষ করে কলাভবনে ছুটেছি।"-
অতঃপর...... আজ কত ডজন ডজন বালিকারে চিনেন সে সংখ্যাখানি নিজে ঠিক মনে করতে পারছেন কি চোখ টিপি
কোন্ বালিকা এমন অভিযোগখানা জানাইলো তা জানার অপেক্ষায় রইলুম...
তবে ভাইয়া, সন্দেহখানি ভুল, সে বালিকা আমি নই হাসি

পান্থ রহমান রেজা এর ছবি

এত্তো বালিকার কথা মনে রাখা যায়! তবে কাউকে কাউকে তো মনে রাখছি! দেঁতো হাসি
সত্যি কইতাছো, সে বালিকা তুমি নও! সন্দ কিন্তু যায় নাইক্যা! চোখ টিপি
.................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

সাইফ তাহসিন এর ছবি

শুভ জর্মদিন বালিকা মউ
আর অসাধারন লেখা দেবার জন্যে মানিক ভাইয়ের বাম হাত চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জুয়েইরিযাহ মউ এর ছবি

শুভেচ্ছার জন্য ধন্যবাদ হাসি

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন !!!
ভালো থাকেন...
আর পান্থদা, আপনারা শুক্রবারে আড্ডা দিলেন- আমগো জানাইলেন না ক্যাঁ?? খেলুম না মিয়া আপনের লগে...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

পান্থ রহমান রেজা এর ছবি

হে হে, ওইটা আয়োজন করে কোনো আড্ডা না! আমরা মিরপুরবাসী কাছাকাছি বাসায় থাকি (আমার ভাড়াবাসা থেকে শিমুল ভাইয়ের বাসা ৪টা বিল্ডিং পরে, আর রণদা'র বাসা আরো ৫টা বিল্ডিং পরে), এক বিকালে ফোন দিয়া শিমুল ভাই আর প্রহরী সবাইরে একত্রে করেছিল। এভাবেই আড্ডা হয়েছিল। আয়োজন করে হলে অবশ্যই জানবা! হাসি
...............................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

জুয়েইরিযাহ মউ এর ছবি

আপনিও ভালো থাকবেন মধ্যরাতের কী-বোর্ড চালক হাসি

মাহবুব লীলেন এর ছবি

শুভজন্মদিন

০২

পান্থের গল্পটা কিন্তু বিপজ্জনক
যারা কমেন্ট দেবার তারা ভালো করে পড়ে ভালো করে ভেবে তারপর কমেন্টান

পান্থ রহমান রেজা এর ছবি

চিন্তিত
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

জুয়েইরিযাহ মউ এর ছবি

শুভেচ্ছাটুকুর জন্য জানাই ধন্যবাদ হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মনে পড়ে গেল "ন্যাড়া কয়বার বেল তলায় যায়"

দেঁতো হাসি

রেনেট এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা জানাতেই ঢুকলাম...কিন্তু লীলেন ভাইয়ের কমেন্ট পড়ে চিন্তায় পড়ে গেলাম...
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন জুয়েইরিযাহ মউ ( যা ভেবেছেন তা-ই, নাম কপি পেস্ট করে বসিয়েছি দেঁতো হাসি )

বুঝতেই পারছেন, আজকের দিন কতোটা স্পেশাল এই মহাবিশ্বে, দুই-দুইজন জ্ঞানী লোক জন্মে গেলো !!


অলমিতি বিস্তারেণ

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ্ !! কপি পেস্ট - কী কারিশমা !!! চোখ টিপি
"আজকের দিন কতোটা স্পেশাল এই মহাবিশ্বে" - হুম... তা আর বলতে দেঁতো হাসি
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন হাসি

অবাঞ্ছিত এর ছবি

শুভ জন্মদিন জুয়েইরিযাহ মউ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

জুয়েইরিযাহ মউ এর ছবি

ধন্যবাদ অবাঞ্ছিত। ভালো থাকুন হাসি

বইখাতা এর ছবি

শুভ জন্মদিন জুয়েইরিয়াহ মউ।

জুয়েইরিযাহ মউ এর ছবি

ইস্, কপি-পেস্ট না করলে বুঝি এই হয়‌‌‌‍! য-এর জায়গায় ‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌য় হয়। চোখ টিপি
অভিবাদনটুকু ভালোলাগা নিয়ে এল, আপনাকে ধন্যবাদ বইখাতা হাসি

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন ! হাসি

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন!

আপনার জীবন আপনার নামের মতই অদ্বিতীয় হোক এই শুভ কামনা রইলো!

আর নামের প্রথমাংশের শানে নুযুল জানাইলে বড়ই কৃতার্থ হইতাম দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

জুয়েইরিযাহ মউ এর ছবি

নাম? অভিধানে এর অর্থ একদা খুঁজিয়া পাইলাম "স্বর্গীয় উদ্যানের পরিচর্যাকারী" আর নজু ভাই'র ভাষায় ইহার সংক্ষিপ্তরূপ "স্বর্গমালী" হাসি
আপনার এহেন শুভ কামনার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ... হাসি

ধুসর গোধূলি এর ছবি
জুয়েইরিযাহ মউ এর ছবি

ধন্যবাদ আপনাকে।
কিন্তু কেক এবং কুক ও দুটোতো বালক এবং পান্থ ভাইর আমায় খাওয়ানোর কথা। দিনশেষে ওদুটো যখন পেলেমনা, কিল-এর কথা অবশ্যই আমার মনে থাকবে ধুগোদা চোখ টিপি

অনার্য সঙ্গীত এর ছবি

শুভ জন্মদিন হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন হাসি

মূলত পাঠক এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, জুয়েইরিয়াহ মউ।

জুয়েইরিযাহ মউ এর ছবি

মূলোদা, শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ হাসি
আর কল্পনা করে নিলুম ওটা ‌‌‌‌য নিচে বিন্দুটি নেই দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ।

নৈশী।

জুয়েইরিযাহ মউ এর ছবি

আপনার জন্যও অনেক অনেক ধন্যবাদ রইলো নৈশী হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

মউকে জন্মদিনের অকৃত্রিম শুভেচ্ছা জানাই।
ভাল থেকো সবসময়।
--------------------------------------------------------

--------------------------------------------------------

জুয়েইরিযাহ মউ এর ছবি

অকৃত্রিম শুভেচ্ছাটুকু গৃহীত হল। ভালো থাকুন আপনিও হাসি

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন হাসি

মেহদী হাসান খান এর ছবি

শুভ জন্মদিন

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ মেহ্দী ভাইয়া। ভালো থাকুন সবসময় হাসি

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন মউ৷ অনেক শুভকামনা৷
কি কান্ড আমি আপনাকে বেশ বয়স্ক গম্ভীরমত একজন ভাবতাম৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

জুয়েইরিযাহ মউ এর ছবি

‍"কি কান্ড আমি আপনাকে বেশ বয়স্ক গম্ভীরমত একজন ভাবতাম" হো হো হো
তাই নাকি???? আচ্ছা কেন ??????????????
শুভকামনার জন্য ধন্যবাদ , ভালো থাকুন হাসি

খেকশিয়াল এর ছবি

শুভ জরমোদিন জুয়েইরিযাহ মউ

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জুয়েইরিযাহ মউ এর ছবি

অনেকগুলোন থাংকু হাসি

পরী [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন মউ।অক্টোবরে সব মহান মানুষদের জন্ম দেখা যাচ্ছে চোখ টিপি

জুয়েইরিযাহ মউ এর ছবি

তাই নাকি পরী চোখ টিপি
তবে ক'দিন থেকে জন্মদিনের পোস্টে নীড়পাতাজুড়ে খুশি খুশি ভাব,
ভাল্লাগছে হাসি
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন কিন্তু হাসি

স্বাধীন এর ছবি

শুভ জন্মদিন। ভাল থাকুন।

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ স্বাধীন। ভালো থাকুন আপনিও হাসি

নিবিড় এর ছবি

জন্মদিনে কাটপেস্ট শুভেচ্ছা জানাইলাম দেঁতো হাসি শুভ জন্মদিন হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

জুয়েইরিযাহ মউ এর ছবি

শুভেচ্ছাখানি গ্রহণ করিলাম। ভালো থাকুন হাসি

জুম্ম [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন জুয়েইরিযাহ মউ ( নাম কপি পেস্ট করে বসিয়েছি, যাতে ভুল না হয়... )
পান্থদা, আপনি "কিল" খাইছেন নাকি শেষপর্যন্ত...........

বিপ্রতীপ এর ছবি

শুভ জন্মদিন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন হাসি

জি.এম.তানিম এর ছবি

শুভ জন্মদিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জুয়েইরিযাহ মউ এর ছবি

ধন্যবাদ, ভালো থাকুন প্রতিদিন হাসি

সুমন সুপান্থ এর ছবি

একটু দেরী হলো মউ । তবু শুভেচ্ছা । জীবন ভ`রে উঠুক সাফল্যে । স্বপ্নগুলো পূর্ণতা পাক ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

জুয়েইরিযাহ মউ এর ছবি

অভিবাদন আর আশীর্বাদটুকু উৎফুল্লচিত্তে গ্রহণ করিলাম,
বিলম্বে কিবা আসে যায় হাসি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন, প্রতিদিন..... প্রতিক্ষণ......হাসি

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

জুয়েইরিযাহ মউ এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে..... অনেক ভালো থাকুন হাসি

রেশনুভা এর ছবি

ফিলিপস বাত্তি হইতে পারলাম না; এখনো টিউব লাইটই রইয়া গেলাম। একটু দেরিতে জ্বলি...হাসি
শুভ জন্মদিন।
[আর আপনি বালিকা এইটা আগে কইবেন না; আর একটু খাতির যত্ন করতাম... চোখ টিপি ]

জুয়েইরিযাহ মউ এর ছবি

তবু যে জ্বলিয়া উঠিলেন তাতেই খুশি বালিকা দেঁতো হাসি
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন... হাসি

রণদীপম বসু এর ছবি

ভয়ঙ্কর কথা ! এই খটমটে নামের লোকটি যে বালিকা তা তো পান্থ কখনোই বলে নাই ! আগে কেন বলে নাই ?

ইদানিং পান্থর ঘুম হয় না, স্বাস্থ্য ক্রমশই ওজনহ্রাসের দিকে নামিতেছে, খাওয়ায় রুচি কমিয়া গেছে কেবল জুস ছাড়া, দাওয়ায় কমেছে কিনা তা বলে নাই। তবে এইসব আলামত নিজেও টের পাইতে লাগিয়াছে। কুইক-বাইটে ঢুকিয়া আমিও পান্থর মধ্যে কিরকম একটা আলামত টের পাইয়াছিলাম। শিমুলেরও একই সন্দেহ হওয়ায় নিশ্চিত হইলাম। মউ-এর জন্মদিনের পোস্টে আসিয়া আবার নতুন এক পান্থকে দেখিতে পাইতেছি। আইচ্ছা পান্থটার হইছে কী ? যার দিকে চাইয়া থাকে, চাইয়াই থাকে...!
auto

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা মউ। ভালো থাকবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।