[img=auto]C:\Documents and Settings\arafatr.AAT\My Documents\My Pictures\Gravity[/img]
******প্রথম পোস্ট কপি-পেস্টের উপর দিয়ে গেলাম*******
"মাইরের উপর ওষুধ নাই" -প্রবাদটির সাথে পরিচয় আমার খুব ছোটবেলা থেকে। ওয়ান-টু তে পড়ার সময় একটু উনিশ-বিশ হলে আমার আব্বা হুজুর পিঠে তরমুজ/নারিকেল ভাঙতেন। তবে ভয়েই হোক বা বেদম প্রহারের কারণেই হোক জীবনে লাইনচ্যুত হতে পারিনি "শক্ত মাইরের" কারণে। তা নাহলে প্রথম জীবনে আমার কর্মকান্ড ডারউইন সাহেব দেখলে মানুষ বাঁদর থেকে এসেছে না বাঁদর মানুষ থেকে এসেছে এ নিয়ে পুনরায় গবেষণায় বসে যেতেন।
ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়েছিলাম নিউটন সাহেবের মাথায় আপেল কেন গাছ থেকে নিচে পড়ে এই সামান্য প্রশ্ন থেকে মাধ্যাকর্ষন শক্তির থিওরী খুলে গিয়েছিল। তখন এই কাহিনী পড়তাম আর মনে মনে ভাবতাম কত বড় গাধা আপেল গাছ থেকে নিচে পড়ে ব্যাপারটা বুঝে না। আর মনে মনে ভাবতাম আর হাসতাম এই ভেবে যে আপেল গাছ থেকে মাটিতে না পড়ে হাওয়ায় ভেসে যাচ্ছে। কিছুতেই বুঝতাম না এই ঘটনার সাথে মাধ্যাকর্ষন শক্তির সম্পর্ক আসলে কি?
একদিন এই প্রশ্নটি স্যারকে করে বসলাম। আমার জিজ্ঞাসা ছিল, "স্যার আপেল তো গাছ থেকে মাটিতেই পড়বে। এতে এত টেনশনের কি আছে?" সোবহান স্যার খুবই সজ্জন লোক ছিলেন, তবে আমার এহেন কর্মে বিরক্ত হয়ে উনি ডাস্টারের দু'ঘা আমার পশ্চাৎদ্দেশে লাগিয়ে দিতে কালবিলম্ব করেন নি। বলাইবাহুল্য এই ঘা হজম করে আর দ্বিতীয়বার প্রশ্নটি কোন শিক্ষককে আমি দীর্ঘদিন করিনি।
পৃথিবী গোল। এস.এস.সি. তে এসে এই মাধ্যাকর্ষন শক্তি আবার আমার মাথায় ভর করল। ততদিনে জ্ঞান-বুদ্ধি কিঞ্চিত বেড়েছে। তাই মাধ্যাকর্ষন সূত্রের জটিল সব সমীকরণ দেখে আমার জ্ঞান-পিপাসা আবার মাথাচাড়া দিয়ে উঠল। আমার তখন চিন্তা হয় আর যাই হোক আপেল পড়া দেখে এই সমীকরণ কোন সুস্হ মস্তিষ্কের মানুষের মাথায় আসতে পারে না। যেই ভাবা সেই কাজ। ছাবেদ স্যার ছিলেন অতি রাগী মানুষ। ওল্ড ক্লাস টেনের এক বড় ভাইয়ের চুলের মুঠি ধরে দেয়ালে বাড়ি দিয়ে উনি কিছুদিন আগে মাথা ফাটিয়েছেন। তাও সাহস করে বলি "স্যার এইটা কমপ্লিট চাপা। এই আপেল পড়া দেখে এই সব হিসাব মানুষের মাথায় আসে না।" স্যার বিজ্ঞান বইটা নিয়ে আমার পাশে এসে ঘাড় ধরে মাথা নিচু করে পিঠের উপর দমাস দমাস করে বিজ্ঞান বইয়ের বাড়ি মারতে মাড়তে বলতে লাগলেন "একেই বলে গ আকারে ধা"।
আজও মাঝে মাঝে চিন্তা করি গাছ থেকে আপেল পড়ার সাথে দাঁতভাঙ্গা সব কঠিন সমীকরণের সম্পর্ক কোথায়?
মন্তব্য
স্বাগতম। ছবির জন্য সাহায্য দেখেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জলদস্যু'কে সুস্বাগতম ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মাহবুব ভাই, পোস্ট এডিট করা যায় না?
হাসান মোশেদ, ধন্যবাদ। অনেকদিন পর ব্লগিঙে ফিরে ভালোই লাগছে।
স্বাগতম
-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥
স্বাগতম।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
স্বাগতম।
আমিও বলি, এই সূত্রগুলা ব্যাটাদের মাথায় আসলো কোথথেকে? আর সেইসব দিয়া আমাদের লাইফ তামা করার মানেটা কি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আপেলের গল্পটাতো শুনছিলাম পুরাই চাপা ... ছোটবেলায় আমি ভবাতাম ব্যাটা ডাবগাছের নিচে বসলে আরও ভাল হইতো ...
স্বাগতম ... বেশি বেশি লিখেন ...
ধন্যবাদ সবাইকে। লিখে যাবার চেষ্টা থাকবে। থাকবে জলদস্যুকে সচল রাখার প্রচেষ্টা।
স্বাগতম জলদস্যু।
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন