রঙ্গে ভরা বঙ্গবাণী ২০১২

কুমার এর ছবি
লিখেছেন কুমার [অতিথি] (তারিখ: সোম, ৩১/১২/২০১২ - ৫:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি নিজেকে বাচাল বলেছি। সাংবাদিকেরা এডিট-টেডিট করে আমারটা ফেলে দিয়েছে। প্রধানমন্ত্রীরটা জোড়া লাগিয়ে চালিয়েছে।

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে বাচাল বলা প্রসঙ্গে

বিশ্বব্যাংক টাকা দেয় নাই, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী পদ্মা সেতু প্রসঙ্গে

আবুল হোসেন দেশপ্রেমিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দেশপ্রেম সম্পর্কে

গাড়ি চালানোর জন্য শিক্ষা ততটা গুরুত্বপূর্ণ নয়, চালকদের কিছু চিহ্ন চিনতে পারলেই হয়।

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর পর গাড়িচালকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নৌমন্ত্রী শাজাহান খান

তারেক রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। সৃজনশীল রাজনীতির প্রবর্তক।

তারেক রহমান সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

শাজাহান খান ও তার সন্তানদের ডিএনএ টেস্ট করলে চাঁদাবাজির গন্ধ পাওয়া যাবে।

নৌমন্ত্রী শাজাহান খান সম্পর্কে বিএনপি নেতা মির্জা আব্বাস

খালেদা জিয়া বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির।

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সম্পর্কে মতিয়া চৌধুরী

তাঁর বিশ্রী হাসি দেখলে মানুষ ভয় পায়। ভয় পেয়ে টেলিভিশন বন্ধ করে দেয়।

বিএনপি’র নারী সংসদ সদস্য রেহানা আক্তার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাবেন।

রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

তিনি অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের সময় তিনি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বা কর্মকাণ্ড করেছেন, তার কোনো নজির নেই।

সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহহিল আমান আযমী তার জন্মদাতা যুদ্ধপরাধী রাজাকার গোলাম আযম সম্পর্কে

স্বাধীনতাযুদ্ধে অংশ নিতে না পারলেও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকেই স্বাধীন বাংলাদেশের সেবায় আত্মনিয়োগ করেছি। দেশ, জাতি, জনগণও আমাকে যথেষ্ট সম্মানিত করেছে। আমার বাড়িতে, গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। ৪০ বছর আগে এ কুঅভ্যাস থাকলে এখনও তা দেখা যেত, কারণ অভ্যাস বদলায় না।

একাত্তরের ঘাতক দালাল যুদ্ধপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল রাজাকার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নিজের অপরাধ প্রসঙ্গে

৭১ এ সাঈদী জামায়াতের কোন বড় নেতা ছিলেননা, সুতরাং সাঈদী তেমন কোন যুদ্ধাপরাধী না।

টক শোএ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল

পাদটীকা

  • ১. শিরোনামটি সচল অভ্রনীলের লেখা থেকে ধার করা।

মন্তব্য

নরাধম এর ছবি

কী মচৎকার বানী, ভুলা যায় না।

কুমার এর ছবি

নেন আরেকটা,

আপনারা ফতোয়া দেন নারী নেতৃত্ব হারাম। আর বেগম জিয়ার পাশে বসলে খালি আরাম আর আরাম।

জামায়াতের সমালোচনা করে মতিয়া চৌধুরী

মিজান এর ছবি

রক্স চলুক

কুমার এর ছবি

আরেকটা,

নারায়ণগঞ্জ যাদের বাস তারাই ভাল জানেন নিষিদ্ধ পল্লীর কথা।

বিএনপির এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া আওয়ামী লীগের এমপি বেগম নাজমা আক্তারকে উদ্দেশ্য করে

কল্পনা আক্তার এর ছবি

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাবেন।

বঙ্গ বানী অব দা ইয়ার!


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

কুমার এর ছবি

পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহ করেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর পরামর্শ সাংবাদিকদের উদ্দেশ্যে

স্যাম এর ছবি

'দুর্নীতির সঙ্গে তারেকের সংশ্লিষ্টতা ছিল না। তার নিজস্ব সম্পদ বলতে কিছু নেই' - খালেদা জিয়া , বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা আমির

আকতার আহমেদ এর ছবি

মেশিন চলবে

-মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী

স্যাম এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কুমার এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

একদিকে পান চলবে

স্যাম এর ছবি

আর্কিটেক্ট'স ভার্সন
[img][/img]

দালি'স ভার্সন
[url][/url]

আকতার আহমেদ এর ছবি

স্যাম, এইটা কর্ছেন্টা কী! হো হো হো

স্যাম এর ছবি

আমি কি করলাম?!! - করলতো হুজুরে খাইছে

কুমার এর ছবি

হাহাপগে, হাহামগে।

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

ইখ্খুদা এক্বিদেক্লাম!!! গুল্লি

কল্পনা আক্তার এর ছবি

এই নামে নতুন ইমো হচ্ছে নাকি ! গড়াগড়ি দিয়া হাসি


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

শাব্দিক এর ছবি

চলুকচলুকচলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

কুমার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মন মাঝি এর ছবি

৭১ এ সাঈদী জামায়াতের কোন বড় নেতা ছিলেননা, সুতরাং সাঈদী তেমন কোন যুদ্ধাপরাধী না।
--ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল

"কোন বড় নেতা" না হলে নাকি "তেমন কোন যুদ্ধাপরাধী" হওয়া যায় না !
এই না হলে আইনজীবী !! এই ব্যাটার বচন-ডায়রিয়ায় সারাটা দেশ দুর্গন্ধ হয়ে গেল!

****************************************

কুমার এর ছবি

বুদ্ধিবেশ্যা একটা, উনার মাথা টাক করলে ৬৬৬ পাওয়া যাইতে পারে।

তারেক অণু এর ছবি

গুল্লি স্ট্যাটাস দিলাম

কুমার এর ছবি

আপনারে দেইখ্যা……

আই এম একদম ফেডাপ

শেয়ারবাজার সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক
সকল অমৃত ( রেগে টং ) বানী একত্রে দেখিয়া রাগিতে উঠিয়া হাসিয়া ফেলিলাম। কি বিচিত্র এই---------

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

কুমার এর ছবি

আরেকটা লন,

আমি নিজেই প্রতিদিন সকালে এক ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। এতে অবশ্য উপকারও হয়েছে, বিদ্যুৎ বিল কম আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাফিনাজ আরজু এর ছবি

হয়, এইটা জবর বঙ্গবাণী হইছে। শয়তানী হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

কুমার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুমন চৌধুরী এর ছবি
কুমার এর ছবি

দেঁতো হাসি

জোহরা ফেরদৌসী এর ছবি

স্বাধীনতাযুদ্ধে অংশ নিতে না পারলেও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকেই স্বাধীন বাংলাদেশের সেবায় আত্মনিয়োগ করেছি। দেশ, জাতি, জনগণও আমাকে যথেষ্ট সম্মানিত করেছে। আমার বাড়িতে, গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। ৪০ বছর আগে এ কুঅভ্যাস থাকলে এখনও তা দেখা যেত, কারণ অভ্যাস বদলায় না।

একদম খাঁটি কথা । অভ্যাস বদলায় না ...

লেখায় অ্যাঁ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

কুমার এর ছবি

এদের অভ্যাস বদলায় না, বদলাবেও না।

দ্রোহী এর ছবি

আসলটাইতো বাদ দিলেন।

"আমনে আমাত্তে বেশি বুজেন?" - মরহুম আমিনী

কুমার এর ছবি

এই এপিকটা বাদ গেলো কেম্নে? ধন্যবাদ দ্রোহীদা।

সাকিন উল আলম ইভান  এর ছবি

আমি শিউর মতিয়া চৌধুরী মতিকন্ঠ পড়েন চোখ টিপি ;)

উত্তম জাঝা!

কুমার এর ছবি

এইটা মোটামুটি নিশ্চিত। দেঁতো হাসি

কুমার এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

হাহাপগে!!!

ফারাসাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।