পদ্মকোরকের মতো স্বাধীনতা
মুক্তশব্দ ঊত্তরীয়ে আবাহন শুনি
বাতাসে আলো এসে গভীর ক্ষতচিহ্ণ ভাঙে,
নীলাঁচল জড়ানো আকাশে সময়ের অকস্মাৎ
সকল আড়ম্বর থেমে আছে তোমাতে বিজয়-
সূর্য-ঊষ্ণ অরুণমুখ প্রশ্বাস-আশ
জমিন রঙ্গিন, গাঢ় সবুজ ছড়ানো স্রোত
উড়ছে পতাকা সমগ্র প্রান্তর কাঁপিয়ে-
ভাঙবে ক্ষুধা, অপলাপ, নির্যাতন স্তুপ।
হেঁটে হেঁটে যাবে পুরো পথ,
ফুলে ফুলে ছেয়ে দিবে বেদী,
সকল শোকাশ্রু ঢেলে দিবে সশ্রদ্ধ অবয়বে;
স্মৃতিসৌধ থেকে যুদ্ধবীর সকল সৈনিক
মিছিলের মত ছুটে আসবে এদিকে, সবুজ-লাল
মানচিত্র ছাপিয়ে প্লাবনপ্রসারী আঘাতে
নিশ্চুপ থেমে যাবে এখানে অভিমানে
জমেছে যে শীতলজল, জর্জরিত যুদ্ধের সংসার;
তবু- কোলজুড়ে যে শিশু হামাগুড়ি দিত
সে আজ একাত্তুরের পাণ্ডুলিপি হাতে এসে দাঁড়িয়েছে
এখানে জ্বলজ্বলে রক্তিম সূর্যের কাছে-
ছিনিয়ে আনা সূর্য ধরে রাখে বাংলার হৃৎপিণ্ডে,
পদ্মকোরকের মত অম্লান স্বাধীনতায় আজ জাগ্রত বিজয়।
ওড়াও শঙ্খধ্বনি, কাঁপাও বিশ্বাচল, ভাঙো পাষাণ-
অভিমানী সেই জীর্ণ মুখে আজ বিস্তৃত লাস্যময়ী অপূর্ব বাংলা!
সেদিন স্রোতের মতো লাশ ভেসে গেছে; শোক ক্ষয়ে গেছে-
রক্তে বিপ্লবে স্বতঃসিদ্ধ বিজয়োল্লাসে 'বাংলাদেশ' আজ জ্বলজ্বলে!!
-----------------------------------
মনন:: মুক্তি ও বিজয়।
লিখিত:: ১৬ ডিসেম্বর, ২০০৯।
-----------------------------------
মন্তব্য
অবয়ব থেকে জিঘাংসা, মাটি থেকে সবুজ, স্বাধীনতা থেকে আলাপন, মৃত্যু তেজক পথ বেয়ে উদয়ন।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ জানবেন দাদা।
_____________________
Give Her Freedom!
বিজয়ের দিনে সুন্দর কবিতা। ভালো আছিস?
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
ধন্যবাদ দোস্ত। অনেক ব্যস্ততা রে, শেষের দিকে চলে আসছি যে, বহুমাত্রিক ব্যস্ততা!!!
তুই কিন্তু কম লিখছিস। এটা ঠিক নয়। সামনে কি প্রফ?
_____________________
Give Her Freedom!
অপূর্ব!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
অনেক ধন্যবাদ অন্যকেউ ভাই সুন্দর আর অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য। শুভেচ্ছা জানবেন।
_____________________
Give Her Freedom!
বাতাসে আলো এসে গভীর ক্ষতচিহ্ণ ভাঙে,
facebook
এইযে কিংবদন্তি এখন কোন দেশে আছেন, কোথায় ঘুরছেন? আর ধন্যবাদ অনেক অণুদা।
_____________________
Give Her Freedom!
সাবলীল একখানা কবিতা। বিজয়ের দিনে এমন উপহারের জন্য ধন্যবাদ।
মর্ত্যমানবী পড়ার জন্য আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। বিজয়ের দিনটি নতুন শপথে কাটুক যুদ্ধাপরাধীর বিরুদ্ধে।
_____________________
Give Her Freedom!
সুচয়িত শব্দের গম্ভীর বাঁধনে চমৎকার কাব্যনৈবেদ্য!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
প্রিয় কবির ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অনেক দিন হলো কবির কাব্যসুধায় সিক্ত হই না। অপেক্ষায়.....
_____________________
Give Her Freedom!
ডুপ্লি ঘ্যাচাং------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
চমৎকার কবিতায় কেবল একটি শব্দে অস্বস্তিতে পড়লাম 'জমিন'।(শব্দটা দেখলেই আমার হুআজাদের রক্তাক্ত অবয়বের চিত্রটা মনে আসে)
love the life you live. live the life you love.
মনটা খুব খারাপ হল পলদা।
_____________________
Give Her Freedom!
শব্দ চয়ন ভালো লাগলো।
ধন্যবাদ জানবেন ভাই।
_____________________
Give Her Freedom!
ধন্যবাদ বস।
_____________________
Give Her Freedom!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অনেক ধন্যবাদ ভাইয়া।
_____________________
Give Her Freedom!
তোমার কবিতা পড়ছি, ভালো লাগছে ...........
তানিম ভাই, তানিম ভাই।
_____________________
Give Her Freedom!
অসাধারণ লাগলো রে অলি।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
বদ্দা, ভালো লেগেছে শুনে কী যে খুশি হলাম..........
_____________________
Give Her Freedom!
অশেষ ধন্যবাদ সাফি ভাই।
_____________________
Give Her Freedom!
অসাধারণ।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
শুভেচ্ছা গ্রহণ করুন
_____________________
Give Her Freedom!
নতুন মন্তব্য করুন