পাহাড়ের সঙ্গে

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: শনি, ১২/০৭/২০০৮ - ২:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাহাড়ের সঙ্গে বাস করলে
ফিরে আসা যায় না
হৃদয়ের মতো সত্যি হয়ে পাহাড়
লেপ্টে থাকে জীবনে
আমি পাহাড় থেকে ফেরত
আর চাই না

কেউ লোভ দেখাচ্ছে না, কেউ বলতেছে না
তুমি এখন অবসর, তোমার এখন
হৃদয় খুলে দেখার সুযোগ
একটু পালিয়ে যাও
দেখে আসো
সব ঠিকঠাক আছে
কি না

নিজে নিজে ফেরত এসে
কারাগারে ব’সে আছি
একলা একলা বৃষ্টি হচ্ছে
ভিজতেছে ওয়ান্টেড সব পাহাড়

আমাকে কেউ বলতেছে না পালাতে

পাহাড়ে॥


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।