গীতবিতানের পাতায়
গোল্ডলিফের গন্ধ
মিশে গেলে
স্মৃতি নড়ে ওঠে
গীতবিতান আর গোল্ডলিফ
কেউ এক খামে রাখে
রবীন্দ্রনাথ তখন
স্মৃতি ঝেড়ে
পাশে এসে দাঁড়ান
গোল্ডলিফটা আজকের
অনেকদিন পর
এই ব্র্যান্ড বদলে যাবে
থাকবে স্মৃতি
এক কবি
আর গীতবিতান
রবীন্দ্রনাথ আবার
কবির পাশে
এসে দাঁড়ান
মন্তব্য
নতুন মন্তব্য করুন