সব ভালোবাসা খুব সহজ নয়

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ১৪/০৭/২০০৮ - ৩:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর সবকিছু ভালোবাসা খুব সহজ নয়

যাদের নিয়ে বেঁচে থাকো অহর্নিশ
তাদের সবাইকে নিজের মতো করে
ভালোবাসা
জানি সম্ভব নয়

তবু সবাইকে সামান্য যা পারো তাই দিয়ে
পৃথিবীর বেঁচে থাকাকে আরো একটু সরল
মানুষের ভালোবাসাকে আরো একটু ফেরত
এইরকম চেষ্টা কতোই তো করে যাও

তবু যারা আকাশ আর আলোর মাঝখানে
মহাশূন্যে
তোমার দিকে চেয়ে আছে কিছু :
বিজ্ঞানকে ভুল করে
সবধরনের বেতার ভুলে
তুমি ডেকে উঠবে বলে

তাদের তুমি বলে যাচ্ছো
মনে পড়বে যার যার
একলার ফিরে যাওয়ার দিন :
এই পৃথিবীতে সবকিছুকে ভালোবেসে
আর একটু কাছে
থেকে যাওয়া সহজ নয়
যেমন মনে হয়

পৃথিবীর আলো মাটি বাতাস
এই পৃথিবীর কারো আপন
মরিবার আগে কি আর হয়


মন্তব্য

শেখ জলিল এর ছবি

কবিতায় সহজিয়া উচ্চারণ সবসময় পছন্দের। ধন্যবাদ কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

জিফরান খালেদ এর ছবি

হুম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।