এরকম লাথি
আমি আগেও খেয়েছি।
এতো-এতো লাথি
আজ আর হিসেব মনে নেই
লাথি শেষ হতে-হতে
চলে গেছিলাম
মরণের খুব কাছে
খাকি নলের মুখে
উঠে তবু দাড়াই আবার
একা, না সহযোদ্ধা?-
ভাইয়ের মতো ছিলে
প্রাণ ফিরায়ে তোমরাই
এখনো আমার দ্বিতীয় জনক
ও সময়, ও যোদ্ধা
দ্যাখো,
এখনো পিঠে
লাথি পড়তেছে
একা আমি কতোটা পারি?
গোটা দেশের অপমান
একা বইতেছি নীরবে-
এখনো কনসেনট্রেশন ক্যাম্পে
এই মুক্ত বাজার-বাঙলাদেশে
মন্তব্য
তুইতো কবিতা লিখে অন্তত জানান দিলি। আমি কি করি?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মন্তব্যের ভিতর দিয়ে আপনার আকাঙ্ক্ষারও তো জানান দেয়া হয়ে গেল দেখছি।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
লাত্থি খাওয়া কি কোনওদিন থামবেনা ?
--------------------------------------------------------
সময় আসন্ন- পাল্টা লাথি দেবার।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
কবিতা জাগুক,কবিরা জাগাক
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন