আহত পশুর ইশারা দিয়ে যাও, মানুষের নয়
মানুষের বেদনার দাম নেই
মানুষ বেদনা দিতে ভালোবাসে
ভাত আর ধানের দোটানা তো জানে না
সে দ্যাখেনি ধান কখন সবুজ হয়
এইসব মানুষের মাঝখানে রেখো না অভিমান
ওরা তো তোমারই ’পরে
পুঁতে দেওয়া ছোট্ট একটা বীজ
থালা ভ’রে দেয় সূর্যের সমান
ওই আলোতে সূর্য ওই আলোতে ধান
ওই আলোতেই ওরা কালার-ব্লাইন্ড
মানুষের বেদনা শুধু বিজয়ের দিনের জন্য তুলে রাখো
মন্তব্য
Darun hoyese!!
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুঃসময়ের গান
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বাহ!
কবির কাছ থেকে যথার্থ নির্দেশনা । মানুষের কান্না রাখার জায়গা তো চাই !
সৌন্দর্য্যে কাতর হয়ে পরার পরপরই হতাশ হয়ে পরি, তাঁর নশ্বরতায় ...
নতুন মন্তব্য করুন