মরণ আর বিরিয়ানি
সমান সত্য হতে পারে
মা যদি মরে যায়
ঠিক তার পর থেকে
অন্ধবিশ্বাস মানুষকে ভালোবাসতে পারে
মানুষ ধরা খেতে পারে
বিরিয়ানির সত্য আভাসে
মা যেদিন বিরিয়ানি চাইবে
তারও অনেক আগে
তার মৃত্যুরও বহু পরে
যতো ডিকশনারিই ঘাঁটো
অর্থ খুঁজে পাবে না
মরণ কখনো বিরিয়ানির দোকান পর্যন্ত
তার যাওয়ার রাস্তাই তৈরি হবে না
শুধু তোমার মনে
মন্তব্য
ডিকশোনারি - সকল অনুবাদ ধারন করে নাকি?
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন