আকাশ দিয়ে মানুষ চ'লে যায়,
পড়েও থাকে না কিছুই
কেনো এই অদ্ভুত খেলা?
অন্দর পেছনে রেখে উড়ালের
রীতি কী ক'রে জেনেছে মানুষ?
আকাশ-বারান্দায় অবশেষ থাকরো না কিছুই কি আর?
ওইখানে বেতার
নিজেও অচল হয় আজ,
বলে সব নাকি হৃদয়ের ওপার
বাতাসী ছাই ছেনে হাহাকার আমূল যাক না ব'য়ে উড়ালের পানে!
ছোটো ছোটো টান বন্দর পেরিয়ে ম্যাজিক-মন্ত্রে ফুস-
চায় অজানিত পাহারাদার, তাক চিনে অগ্রসর হোক
জানুক তাকে অশ্রুময় নাবিক
কিন্তু বন্দরে ফিরতি প্রাণও বেশ- বন্দরফেরতা সব
তারা জলে ভাসে। বন্দরে জিয়ানো হৃদ কেনো কাঁদে?
কেনোই-বা বন্দর উড়ন্ত প্রাণ আর ফেরতায় ফাঁদে??
মন্তব্য
"কেনোই-বা বন্দর উড়ন্ত প্রাণ আর ফেরতায় ফাঁদে??"
কে জানে কেন?
চমৎকার লাগলো, পলাশদা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
উড়ালের বন্দরে যে দিয়েছে বিদায় সে জানে ক্যানো। সে জানে এ সত্যি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ভাল্লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দারুন লাগল !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুণ !
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
ভালো লেগেছে।
বড়ো কঠিন লাগে আপনার কবিতা।
নতুন মন্তব্য করুন