বরফের মসৃণ শীতলতা নয়,
নয় তুষার-তীব্র ফাঁদ
রাত-আঁধারে গোলাপের আঘাত-
নশ্বর ও করুণ;
কে বলে মরণের তুষার সেখানে নাই
তার কৌলিন্য নিয়ে?
যে যেভাবে পারে
মেলে ধরতেছে তার পসার
চিনচিন বইছে হাওয়া সয়ে বাগানের ক্রোধ,
বাগানে ফুটতেছে ফুল;
গোলাপ তো? তাই কাঁটা লুকায় মূল,
বলে শিশির পড়ুক
তাহলে হয়তো জীবন
আড়াল ভেঙে নেয়,
দ্যাখে কাঁটায়
তুষারিম ফলার তীক্ষ্নতা
ঢাকতেছে প্রবল মৃত্তিকার উত্থান- গাছপাতা
মন্তব্য
বাহ বেশ!!
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
কেমন জানি, বুঝি না...
বরফ পানিতে ভাসতে জানে
কারণ আড়ালের কথা তার অজানা নয়।।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
তবুও কোথায় য্যানো, কিভাবে য্যানো ...
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন