পাখির পালক

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: রবি, ২৪/০৮/২০০৮ - ৪:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাখির গায়ের পাতলা কাপড় দিয়ে
চশমা মুছতে চাইছিলাম

পাখি হাসতে হাসতে আমাকে ডাকে
বলে পালকের ভার
সইতে পারবে না
অন্ধ হয়ে যাবে

তোমার যতো চোখ
এই পাখায় উড়ে ঘুরে বেড়াবে
তুমি মাটির কিছুই
দেখতে পাবে না

পাখির কথা বিশ্বাস হয়নি
গায়ের পাতলা পালকে
চোখ মুছছিলাম

সেই থেকে অন্ধ
আকাশে উড়ে বেড়াচ্ছি
মহাশূন্যে একাকিত্ব
পৃথিবীর মানুষ কাছে ডাকে না


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ভয়ংকর পলাশ ।
এরকম শব্দ,বাক্য ও তার অন্তর্গত চিত্রকল্প মানুষ খুন করতে পারে ।
মানে, খুন হয়ে যাওয়ার মতো মানুষ খুঁজে বের করতে পারে এই কবিতা ।

-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

আপনার মন্তব্যটা কবিতাটার সঙ্গে পাল্লা দিতে পারে।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

সেই থেকে অন্ধ
আকাশে উড়ে বেড়াচ্ছি
মহাশূন্যে একাকিত্ব
পৃথিবীর মানুষ কাছে ডাকে না

ভালো লাগল।
________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পলাশ দত্ত এর ছবি

ধন্যবাদ।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বেশ ভালো একটা কবিতা।

পলাশ দত্ত এর ছবি

দোয়া রাইখেন।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এনকিদু এর ছবি

দূর্দান্ত হয়েছে !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পলাশ দত্ত এর ছবি

দুর্দান্ত হয়ে যাওয়ায় আমিও অবাক!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতিথি লেখক এর ছবি

অদ্ভূত সুন্দর শব্দ চয়ন...
পাখি তুমি অন্ধ হও বা হারাও তোমার পথ...
কন্ঠে বাজুক অচেনা সুর...বুকে অটুট মনোরথ...

ভিভিয়ান

পলাশ দত্ত এর ছবি

ধন্যবাদ।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

tahmina Sultana এর ছবি

মাটি পাখি মহাশূন্য একাকিত্ব......

ভালো হয়েছে।

পলাশ দত্ত এর ছবি

তুমিও!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

দেবোত্তম দাশ এর ছবি

হুমম, এক একটা অব্যর্থ তীর বারবার লক্ষ্যভেদ করেই চলেছে । আবারো অভিনন্দন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পলাশ দত্ত এর ছবি

তীরন্দাজের জন্য তাহলে ভবিষ্যত্ আরো কঠিন।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।