এই রাত্রে নদীর দিকে যেও না

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: বুধ, ২৭/০৮/২০০৮ - ১:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই রাত্রে নদীর দিকে যেও না
নদীর চোখ বন্ধ

কোত্থেকে মাটি সরে যাবে ধানের দিকে
নদী দেখবে না
ছুটে যাবে ভরে দেয় সূর্যের গ্রহজগৎ

তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না

এই রাত্রে নদীকে বন্ধু ভেবো না


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ছুটে যাবে ভরে দেয় সূর্যের গ্রহজগৎ

'ভরে দেবে'- হবে নাকি?

-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

ছুটে যাবে ভরে দেয় সূর্যের গ্রহজগৎ
- বাক্যটার মানে হচ্ছে ভরে দেওয়ার ইচ্ছা নিয়ে ছুটে যাবে। এই কারণে 'ভরে দেবে' না লিখে 'ভরে দেয়' লিখছি।

প্রশ্নটার জন্য কৃতজ্ঞতা।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

এরকম- ছুটে যাবে ভরে দিতে সূর্যের গ্রহজগৎ?
মাথা কাজ করছেনা হাসি
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত এর ছবি

ছুটে যাবে ভরে দেয় সূর্যের গ্রহজগৎ

ছুটে যাবে
= ছুটে যাবে- এই অর্থে।
ভরে দেয় সূর্যে গ্রহজগৎ= মানে সে যখন ছুটে যাচ্ছে তখন তার মনের ইচ্ছাটা হচ্ছে মানে প্রবল ইচ্ছাটা হচ্ছে সূর্যের গ্রহজগত ভরে দেওয়ার। এই তো।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কনফুসিয়াস এর ছবি

এটা একটা দারুন কবিতা!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পলাশ দত্ত এর ছবি

ঠ্যাং কই (মানে থ্যাঙ্ক ইউ)!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অতন্দ্র প্রহরী এর ছবি

সুন্দর কবিতা।

_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

অনিকেত এর ছবি

পলাশ'দা, একেবারে 'লাশ' ফেলে দিয়েছেন !!!!

দারুন লাগল!

অতিথি লেখক এর ছবি

-অপূর্ব সোহাগ

ভালো লাগলো।

শেখ জলিল এর ছবি

ভাল্লাগলো নদীবিষয়ক কবিতা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

পলাশ দত্ত এর ছবি

নবমন্তব্যক সকলকেই বিপুলায়তনিক ধন্যবাদ

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

দেবোত্তম দাশ এর ছবি

দেরীতে পড়ার জন্য আফসোস হছে ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পলাশ দত্ত এর ছবি

ধন্যবাদটাও দেওয়ার সুযোগ পেলাম দেরিতে!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।