পাখির কাছ থেকে
দূরে
চলে যাচ্ছো
বৃষ্টি আর
বিপ্লবের ভয়ে
মাটিকে
ভয় পাচ্ছে
বৃষ্টি
প্রিয় শস্যে
পাখি
মুখ গুঁজে
পড়ে আছে
জলতুফানে
বৃষ্টি আর
বিপ্লব
হাত মিলিয়ে
দু’জন দু’দিকে
পাখি কিছু
বুঝে ওঠার
আগেই
বৃষ্টি-বিপ্লব
শেষ হয়ে
পৃথিবী একা
পাখির সঙ্গে
একলা
জেগে থাকতেছে॥
মন্তব্য
আপনার কবিতাগুলোকে আজকাল কঠিন ডায়েটিং করাচ্ছেন বোঝা যাচ্ছে!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আপনার কবিতার চিত্রকল্পগুলো বেশ টানে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
চিত্রকল্প কি কবির চিন্তারই প্রকাশ জলিল ভাই?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
এই নিয়ে আপনার লেখা পাখি সম্পর্কিত দুইটা কবিতা পড়লাম ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভয়ের কথা হচ্ছে পাখি নিয়ে আরো কবিতা আসবে!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কবিতা ভালো লাগলো খুব।
যদিও ফরম্যাটিং কবির নিজের স্বাধীনতা,তবে এত বেশি লাইন আমার কাছে তেমন ভালো লাগে নাই।
থ্যাংকস এ লট।
কোনো কোনো গুতোগুতির ইচ্ছা থেকে নয় একধরনের শেয়ারিং থেকে বলছি : অমিয় চক্রবর্তী, অলোকরঞ্জন দাশগুপ্ত- এদের কবিতায় একধরনের যতিময়তার খেলা আছে। সেই ধরনেরই একটা প্রচেষ্টা এই ফরম্যাটিং।
একটু ভেবে দেখবেন?
এই কথাগুলি অতন্দ্র প্রহরীর জন্যও।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন