বাবা-মা আমার ওপর ভরসা রাখে না আর
আমার চশমা-পরা চোখ ধরা পড়েছে
তোমার সঙ্গে দেয়াল রাখি না দেখতে পাচ্ছে
এখন বর্ষা ছাড়া আকুল হওয়ার নেই
শুধু বর্ষা এলেই
দ্যাখা হবে আমার স্নানের ঘরে
জলে ভিজতে ভিজতে জলের ভিতর
আমার চোখের পানি মিশে যাচ্ছে
আমি লুকিয়ে যাচ্ছি বর্ষার ভিতর
বাবা মার ভরসাহারা চোখের পানি
আমার সঙ্গে মিলে যাচ্ছে
ভাসতে ভাসতে কোথায় কোন্ সাগরে গড়িয়ে
আমি তোমাদের সঙ্গে ছুটতেছি অবিশ্বস্ত
আমারও ভরসা নেই শুধু চোখের পানি ছাড়া
বর্ষা এলেই স্নানের ঘরে
মনে পড়ছে
আমার আর কোনো ভরসা বাকি নেই
এই ভুবনে
মন্তব্য
ভাল্লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভরসা রাখেন দাদা,
ভরসা হারালে চলবে কিভাবে বলেন !
--------------------------------------------------------
দারুন লাগলো।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন