নগরে-নগরে

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ১৫/০৯/২০০৮ - ৪:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঠিক এই মুহূর্তে যে-উঠে দাঁড়ায়?
তারই মনে তুমি
স্বয়ং পূর্ণ ভীতি

ফুলও হও, বসো চেপে খণ্ড-খণ্ড
যেনো সামন্ত-লীলা-
ফুঁড়ে উড়ছো এমাথা-ওমাথা

আরও কিছুকাল নিত্যনিয়নে,
নগরে তুলবেই যদি ঝড়
প্রবল পতনে দ্যাখাও ওই বিলবোর্ড

জানো আমরা রূপের অধীন সব
তোমার যৌন-হাসিটা কী প্রখর!

সঙ্গমকামী তুমি আসলে উসকায়ে দিলে
ব্যবসারই সুপ্ত বাসনা- ঈশ্বরী নও নারী ঐশ্বরিয়া,
মোড়ে-মোড়ে তোমাতে কিছু না যায়,
পাওয়াও কি হয় কারো?

মিছেই এই বিশেষ জানান

জ্ঞাপনছলে তো ভাসে মা-বোন আমারই;
তারা নিয়মে তোমারই পিছু ঢলে-
যদি পায় বিশেষ জ্ঞাপনের ওই
আকর্ষী যৌন সব রূপ, হাসি;;


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ঝরাপাতা এর ছবি

বাহ বেশ।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

দেবোত্তম দাশ এর ছবি

এত সুগভীর আপনার লেখাগুলি, বার বার পড়লে আলাদা আলাদা করে মানে হয়। অভিবাদন পলাশদা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পলাশ দত্ত এর ছবি

স্যালুট।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কীর্তিনাশা এর ছবি

সুন্দর!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

tuli এর ছবি

আর্শিতে জলবিন্দু দুলে ওঠে
খুলে যায় ভিতর দরোজা-
প্রথমে হালকা, স্বচ্ছ জলরঙ
তারপর আস্তে আস্তে গাঢ় ফিরোজা।----

পলাশ দত্ত এর ছবি

কবিতার মন্তব্যে যা লেখা তা দেখে তো কবিতা বলেই মনে হচ্ছে। বিষয়টা বুঝতেছি না।
আমার আরো এক কবিতায় এইরকম মন্তব্য দিছেন আপনি। পরীক্ষা করা হচ্ছে নাকি আমাকে?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।