আজ সকালে মুহম্মদ জুবায়ের-এর মৃত্যুর খবর শোনার পর থেকে মনটা খারাপ। তাই প্রায় পাচ মাস আগে লেখা কবিতাটা এখানে দিয়ে দিলাম। আমার-সঙ্গে-অপরিচিত জুবায়ের ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধার সামান্য প্রকাশ হিসেবে। জানি না এই অবস্থায় কবিতা দেয়া ঠিক হলো কি না।
================================
নিশ্চয়তা আছে
আমরা তো জানি মানুষ অমর নয়
তবু কেনো,
মানুষ মরে গেলে
আমাদের কষ্ট হয়!
সব মরণে সবাই
সমান কষ্ট কি পাই?
আমরা স্নেহ-মমতা
আর যে ভালোবাসাÑ
এদের কাছে
বাঁধা পড়ে গেছি
কতো-কতো মানুষ অচেনা
ওদের মরণে তেমন ব্যথা
হৃদয় তো অনুভব করে নাই
আসলে মানুষ স্বার্থপর
যে যাকে স্নেহ-মমতা
আরো কিনা ভালোবাসা
তার তার মরণে তারা
মানুষের মরণশীলতা ভুলে যাই
আহা মানুষের মরণ
আহা মানুষের মন
মন্তব্য
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আপনার কষ্টটা ধরা গেলো ।
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নতুন মন্তব্য করুন