এই কবিতাটি ২০০৩ সালে লেখা
================================
খুন হয়ে যাচ্ছে। আরও কিছু গোষ্ঠী-সাফল্য, দিনমানে
দেখে ফেলার আঘাতে। কথার সুবাসে মরণের এতো মন্ত্রণাও থাকে!
কথা ও সুরের যন্ত্রণা লাল ভাত হবে না কখনও নিহতের প্লেটে? পথ
নেমেছিলো একসাথে এই অজুহাতে কেউ হয়ে যেতে পারে খুন!
নিয়তির সোপান তারও নয় অজানা। তবু ভুল পথে শহরে ধূলির কিনারে
কী ক’রে উঠলো জুড়ে ভোঁতা ঘায়ের নুন-কারখানা। স্বপ্নকে
অনেক কষ্টে চেনা, ব্যথার ব্যর্থতা-ঢালে। মৌসুম গ’ড়ে দিলে আরও
জোরালো এইসব খুন। মুখ চিনে নিয়ে আড়ালে-আড়ালে।
কোনও এক প্রার্থনা নিশ্চয় থেকে যায় খুনে। শিশুদের হাত যেভাবে
পোড়ে ছুটন্ত আগুনে। যাও, তোমার সিগনাল খুলে গেছে। সবুজের
মহামারী খুলে নিছে প্রার্থনার অবকাশ। এমন আভাস, কী ছলে হতে পারে
ভুল? কী ক’রে পড়তে চায় বাঁধা কোন্ বেতারের আঁধার-দুয়ারে? সকালের
সূর্য তো দেয় নাই দেখা। কখনও ওইখানে অসময়ে ফাঁপানো পালে।
বৃষ্টির আরও কিছু ফোঁটা রয়ে গেছে বাকি। আকাশ আর মাটির মাঝে
এখনও জ্বলজ্বলে কিছু জাগ্রত জোনাকি। তবু উদ্ধত গাছপোড়া বাজ ও
বেতার-সর্দার। আর ওদের পুনরুত্থানেই সবার প্রতীতি। তাই
গোষ্ঠী-সফলতা দেখতে-দেখতে সময়ে অনেকে খুন হয়ে যাচ্ছে॥
মন্তব্য
"গোষ্ঠী-সফলতা দেখতে-দেখতে সময়ে অনেকে খুন হয়ে যাচ্ছে॥"
খুব ভাল করে সময়টা ধরা দিয়েছে আপনার কলমে।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
হায়... আমি তো কবিতা বুঝি না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কোথায় যেন পড়েছি এমনটা মনে হচ্ছিলো প্রথমে।
-যদি ভুল করে না থাকি কালেরখেয়ায় ২৫ বা ২৪জন নতুন কবির কবিতার অন্তর্ভূক্ত ছিলো এটি (২০০৬/ জানুয়ারি বা ফেব্রুয়ারি)। আর পাঠক হিসেবে আমি এগুলোকে চিপে রস বের করতে লেবু বানিয়েছিলাম।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
যদি ভুল করে না থাকি কালেরখেয়ায় ২৫ বা ২৪জন নতুন কবির কবিতার অন্তর্ভূক্ত ছিলো এটি (২০০৬/ জানুয়ারি বা ফেব্রুয়ারি)।
-আপনার স্মৃতি বেশ মারাত্মক। না, কোনো ভুল করেন নাই। কালের খেয়ারই কোন্ এক সংখ্যায় এটা ছিলো। কিন্তু রস পাইছিলেন তো?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন