কথা বললেই মুখোশ প'রে ফেলবার
কথা বললেই মুখোশ বেরিয়ে যাবার
ভয় থেকে কথা বলি না
মানুষকে তবু করুণা করে কেউ? কথা
নিজের মতো অনবরত নিজেকে ব'লে যায়
আর মুখোশ জমে উঠতে থাকে; মুখে?
দাঁড়িয়ে থাকা মানুষ মুখোশ বলে
বলে ব'সে থাকা মানুষ
হেরে যাওয়ার ভয়ে?
সময় ভুলিয়ে দেয় সচকিত সেই বিহ্বল নাম
স্মৃতিতে থাকে না আর শ্রুতিকেও মনে হয় ভুল;
কথায় প্রবঞ্চনা, অভিযোগ- প্রতারক?
স্মৃতিমর্ত্য খূলে তুলে দ্যাখাই নাম
রাত্রিপন্ন মাঝরাতে সপ্রাণ আত্মহনন
চোখে কথার থাম। কার নাম? কার নাম??
মন্তব্য
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমি তো কোনো চিহ্ন দিতে জানি না।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
চমৎকার !
কিন্তু শেষ লাইনটা কি 'চোখে কথার খাম' হবে, পলাশদা?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
না, না। 'চোখে কথার থাম'ই- মানে বিরাট একটা বাধা আর কি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশ দা, প্রথম চরণে 'পড়ে' শব্দটা কি 'পরে' (পরিধান অর্থে) হবে ? না কি ব্যবহৃত 'পড়ে' শব্দ দিয়েই দ্যোতক কোন অর্থ দাঁড় করাতে হবে ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনাকে যে কী ব'লে ধন্যবাদ দেবো বুঝতে পারতেছি না। এই জিনিসটা আমার চোখ এড়ালো কিভাবে ভেবে অবাক হচ্ছি।।
ঠিক ক'রে দিলাম।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
অন্য কামে আপনের অফিসে গেছিলাম আজকে... সন্ধ্যায়... আপনার খোঁজ পাইলাম না... তাইলে একটা আড্ডা হইতো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঘটনাটা আসলেই খারাপ হইলো।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
আমি মাঝে মাঝেই যাই... অরুণদার সাথে আমার কিছু লেনাদেনা হয়...
আজকেও যাওয়ার কথা ছিলো... কিন্তু যাবো না... বউরে বইলা দিছি সে যাতে আমার হয়া চেকটা নিয়া আসে।
আর গেলেও আপনাদের দপ্তরে যাই না কারন একদিন সাবের ভাইয়ের সামনে দাখিল করছিলো আপনাদের বিজ্ঞাপন সামিউল... কথা দিছিলাম কয়টা লেখা দিমু আপনাদের পত্রিকায়... কথার বরখেলাপ চলতেছে ৪/৫ মাস হয়া গেলো... সেই ডরে এড়ায়া চলি... নাটক লেখতে লেখতে জীবন বরবাদ... পত্রিকায় কেম্নে লেখি?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন