সাময়িক

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ২০/১০/২০০৮ - ২:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মরণ ঘেঁষে-ঘেঁষে পৌঁছেছি এখানে। ছিলো পৌঁছনোর।

পথে না-নামলে কতোজনই তো পৌঁছে যেত
কিন্তু, সেই হিসেবে ছুটিনি যোগাযোগে।
অপেক্ষায়। জানি একদিন টেনে নেবে মৃত্যুফাঁদ

গড়াতে গড়াতে কতো মৃত্যুর মুখোমুখি। মরেওছি।
বেঁচে থাকতে হয় বলে। তবু। তবু একদিন।

মরণপণ জীবন, জেগে থাকো পাশে।
জাগো। তবু মরবো একদিন ঠিক। ফাঁকি।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো লেগেছে!

২য় লাইনে 'পধে' কি টাইপো?

পলাশ দত্ত এর ছবি

ঠিক করে দিছি।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিকাছে ঃ)

কীর্তিনাশা এর ছবি

পলাশ দা, আপনার কবিতা বরাবরই ছুঁয়ে যায়।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

s-s এর ছবি

বাহ্!

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।