বৃষ্টি, সাগরকূলের গরীব

পলাশ দত্ত এর ছবি
লিখেছেন পলাশ দত্ত (তারিখ: সোম, ০৩/১১/২০০৮ - ৬:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাধের কাছে যেতে
ইচ্ছা করতেছে খুব।
পারে দাঁড়ায়ে দেখবো
কেমন ভাঙে পানি
বারবার

বাতাসে চুল উড়তে থাকায়
ভুলে যাবো তেড়ে
আসতেছে তুফান
আমাদের বিনোদন হবে-

বানানো নদীতে
বিকালের প্রেম
আর ভ্রমণ

মানুষ দ্যাখে আর হাসে

চেনা-অচেনা সকল মানুষে
ঝাপটা মারে
বাতাস ও বৃষ্টির
ভিজকুটে গন্ধ

কোথাও বাধের ভিতর মানুষ নাই কোনো

সাগরের কূলে গরীব মানুষমতোন
মনে খুব দুঃখ নিয়ে হে
দাঁড়ায়ে আছি
বাধের এই পারে


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো কবিতাটা...

কোথাও বাধের ভিতর মানুষ নাই কোনো
বাক্যটা পড়ে জীবনানন্দীয় গন্ধ এসে লাগলো... তাতে ভালো লাগাটা বাড়লো আরেক্টু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।