রবীন্দ্রনাথ ঠাকুর। কবি হিসেবে লোকটা নোবেল পুরস্কার পাইছিলেন। তাকে নিয়ে একটা সমস্যায় প'ড়ে গেছি।
ইংরেজিভাষী পশ্চিমে রবীন্দ্রনাথের উত্থান-পতন ঘটেছিলো বেশ দ্রুত। কেনো হয়েছিলো এমন? মূলত এই বিষয়টা নিয়ে একটা লেখা লিখতে গিয়েই আমার বিপদের শুরু। এতো এতো বইপত্র, এতো এতো পড়াশোনার ঝাঁপির মধ্যে পড়ে যাচ্ছি যে সামাল দিতে পারছি না। ভাবতেছি অফিস থেকে মাস তিনেকের ছুটি নিয়ে (যদি পাই আরকি) লেখাটা শেষ করবো।
এ তো গেলো সমস্যার একদিক। আরেক দিক হচ্ছে বইপত্র পাওয়া। রবীন্দ্রনাথকে নিয়ে ভালো একটা বই লিখেছিলেন Mary M Lago. তার প্রকাশিত/অপ্রকাশিত লেখা-বইপত্র সংরক্ষিত আছে আমেরিকার মিসৌরি বিশ্ববিদ্যালয়ে।
সচলায়তনে আসেন এমন কেউ আছেন মিসৌরিতে? থাকলে সাহায্যের আবেদন জানাতে আগ্রহী।
মন্তব্য
দাদা আমি আছি...
রক্তে নেবো প্রতিশোধ...
বারাক ওবামার নির্বাচনী আড্ডার সময় আপনাকে দেখলাম না। মিসৌরির রিপোর্ট বাদ পড়ে গেল।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
নতুন মন্তব্য করুন