তোমার জন্য ভাত
প্লেটে সাজায়ে দিলো না
আমার মা
যার জন্য সাজাবে
অসুখে আগ্রহে
সে এ-দুনিয়ায় থাকে না
তোমার জন্য ভাত
আমিই বেড়ে দিই
আলো থাকায় তুমি
আজ এ-দুনিয়ার ভাত
মুখে তুলতে পারো না
তোমার জন্য ভাত
সাজায়ে রাখতেছে
তোমার এ-দুনিয়ার মা
ঋতু বদলাইতেছে বলে
মাযের প্লেটে-বাড়া-ভাত
আর কখনোই
তুমি দেখতে পাবে না!
মন্তব্য
সচলায়তনের প্রথম পৃষ্ঠায় এই লেখাটার পুরোটাই দ্যাখা যাচ্ছে ক্যানো? কিছুটা অংশের পরই ... থাকার কথা না?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন