দক্ষ লোকের খেলা ফুটবল। মন যেদিকে চায়
ঠেলে নিতে হবে পায়ে। মনের কথা মন
নিজেই শোনে না, তায় আবার পা
হাতে হলে সহজ যেমন মুঠভরা টাকায় পাকস্থলীর সান্ত্বনা
আসলে বল-কন্ট্রোলই সব, শক্ত হলে সাক্ষী ছাড়াই সহজ
আটকানো যায় সব বিপদ
পদে-পদে ছড়ানো সম্পর্ক-জালে
প্রিয় মানুষ গোল খেলেও আনন্দ তো হয় প্রতিপক্ষ-গ্যালারি
রেফারি পক্ষপাত করতে পারে যদি সে দর্শক এই খেলার
কিন্তু জন্মেই তুমি হেরেছিলে টস
সৌরপৃথ্বীর বসত হয়ে প্রতিপক্ষকেই বানালে রেফারি
এখন দেশে-দেশে নতুন সঙ্গীদের খুঁজতে থাকো-
রক্ষণ ভুলে যারা নিয়মের জাল ফুঁড়ে ছেড়ে গেছে মাঠ
যারা গ্যালারি ফাঁকি দিয়ে আকাশে রেফারি-সকাশে হাসে
সৌরমাটিতে তাকিয়ে দ্যাখে দক্ষ সব খেলোয়াড়ের
বল দখলে রাখার আপ্রাণ ৭০ ৮০ ৯০
বড়ো জোর শতাব্দিখানেক আয়ু বয়ে যেতে-যেতে
মন্তব্য
হুমম ..................
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হুমম .............. ?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন