শিশু হে, তোমাকে সামনে পেলে
এ-দুর্দিনে মানুষের মন
নির্ভার হয় একটু
ভাত-মাথার ছাদ
সব অস্বস্তি ভুলে
নির্দোষ ফ্যান্টাসাইজার
হয়ে উঠতে পারে
ছেলেধরার সাজে সে,
তোমাকে পার করে
চেনা সব ফেরিঘাট
তোমার সঙ্গে যাচ্ছে ব'লে
আসলে সে নিজে
লুকায়ে পড়তেছে
এই আজকের
সমস্ত দুর্দিন থেকে
শিশু হে,
তোমাকে সামনে পেলে
আরো ফ্যান্টাসি হতে পারে
দুঃখী এ-মানুষগুলির
বেঁচে যাওয়ার কৌশলে
মন্তব্য
আবুল হাসান থেকে ধার করলাম
চলবে?
বুড়োরা সব শিশু সেজে আছে, এখানে ওখানে...
ভাল্লাগ্লো।
নতুন মন্তব্য করুন