এই কবিতাটা লিখলাম দিনতিনেক আগে।
সাধারণত একটা কবিতা লিখে অন্তত মাস ছয়েক না গেলে
তা পড়তে দিই না কাউকেই। এদিকে সচলায়তনে পোস্ট
দেয়া হয় না বেশ অনেকদিন। ইচ্ছা হলো কবিতাটা
দিই এখানে।
======================================
মঙ্গল
অনেকগুলো ইচ্ছা অপ্রকাশ্য থেকে যাক
যেমন সত্য আমাদের মরণ।-
মঙ্গলের আকাঙ্ক্ষায়
এই ইচ্ছাও হোক না বিশ্বাসের যোগ্য;
তোমাদের ভুল বুঝে যে-অবিশ্বাসের পথে
ডানা মেলে চলতেছি কাল
সেখান থেকে মঙ্গলে, প্রকাশ্যে টেনে আনো; তবু
তোমাকেও, আহা ভুল বুঝতে ইচ্ছা করে;
আমাদের অনেকগুলো ইচ্ছা গোপনে মেরে ফেলে
এসো,
আমরা সুখী হই মরণের মতো নিশ্চিন্ত
মন্তব্য
সুখপাঠ্য। ভাল্লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভালো লেগেছে।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
দারুণ ভালো লাগসে পুরো কবিতাটা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তিনজনকেই আন্তরিক। কী। ধন্যবাদ আরকি।
@ জলিল ভাই,
আপনি যেনো আমাকে কী একটা দেয়ার কথা ছিলো, জলিল ভাই???
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
"তোমাদের ভুল বুঝে যে-অবিশ্বাসের পথে
ডানা মেলে চলতেছি কাল
সেখান থেকে মঙ্গলে, প্রকাশ্যে টেনে আনো; "
জীবনানন্দ প্রভাব? অথবা বু। ব?
ভালো লাগলো লেখাটা।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
ঠিক কোন্ জায়গাটায়? কী কারণে মনে হ'লো?
লেখা ভালো লাগছে ব'লে ধন্যবাদ জানবেন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
নতুন মন্তব্য করুন